25th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
25th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কে ‘আমেরিকান একাডেমি অফ নিউরোলজি’-র ফেলো হিসাবে নির্বাচিত হয়েছেন?
(A) প্রবীণ গুপ্ত
(B) এন.ভি. সুন্দরা চারি
(C) আনন্দ কুমার সাক্সেনা
(D) দীনেশ নায়ক
- সিনিয়র নিউরোলজিস্ট, এন.ভি. সুন্দরা চারি আমেরিকান একাডেমি অফ নিউরোলজি (FAAN) এর ফেলো হিসাবে নির্বাচিত হয়েছেন।
- নিউরোলজির তাঁর ক্ষেত্রে মূল্যবান অবদান রাখার জন্য তিনি নির্বাচিত হয়েছেন।
- এটি নিউরোলজি এবং মেডিসিনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসাবে বিবেচিত হয়।
- ডাঃ এন.ভি. সুন্দরা চারি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ মেডিকেল কলেজের অধ্যাপক।
২. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে অনলাইন শিক্ষামূলক গেমের একটি সিরিজ ‘Azadi Quest’ লঞ্চ করেছেন?
(A) জিতেন্দ্র সিং
(B) নির্মলা সীতারমন
(C) রাজনাথ সিং
(D) অনুরাগ ঠাকুর
- তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ২৪শে আগস্ট ২০২২-এ ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে অনলাইন শিক্ষামূলক গেমের একটি সিরিজ ‘আজাদী কোয়েস্ট’ লঞ্চ করেছেন।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রক Zynga India এর সহযোগিতায় এই গেমগুলি তৈরি করেছেন।
- লক্ষ্য: ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মাইলফলকগুলিকে তুলে ধরা এবং ডিজিটাল শিক্ষাকে উন্নত করা।
৩. কোন দেশের সাংবিধানিক আদালত সম্প্রতি তার প্রধানমন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করেছে?
(A) লাওস
(B) থাইল্যান্ড
(C) ভিয়েতনাম
(D) মালয়েশিয়া
- থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ২৪শে আগস্ট ২০২২-এ প্রধানমন্ত্রী প্রায়ুৎ চ্যান-ও-চাকে অফিস থেকে বরখাস্ত করেছে।
- ৯ জন বিচারকের মধ্যে ৫ জন প্রধানমন্ত্রীর বরখাস্তের পক্ষে ভোট দিয়েছেন।
থাইল্যান্ড:
- রাজধানী: ব্যাংক।
- মুদ্রা: থাই বাট
- রাজা: ভাজিরালংকর্ন
৪. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি ২০২২ সালের লিবার্টি মেডেল প্রদান করা হয়েছে?
(A) ভ্লাদিমির পুতিন
(B) ডোনাল্ড ট্রাম্প
(C) এ্যাঞ্জেলা মার্কেল
(D) ভলোদিমির জেলেনস্কি
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ২০২২ সালের লিবার্টি মেডেল দেওয়া হবে।
- জেলেনস্কি “রাশিয়ার অত্যাচারের মুখে বীরত্বের সাথে দেশের প্রতিরক্ষার জন্য” সম্মানিত হবেন।
- ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত লিবার্টি মেডেল হল একটি বার্ষিক পুরস্কার যা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার প্রদান করে।
৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ‘Homi Bhabha Cancer Hospital and Research Centre’ এর উদ্বোধন করেছেন?
(A) কাপুরথালা
(B) হায়দ্রাবাদ
(C) সিমলা
(D) মোহালি
- ২৪ আগস্ট 2022-এ প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের মোহালিতে ‘হোমি ভাভা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র’-র উদ্বোধন করেছেন।
- এখানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (MRI) এবং ডিজিটাল রেডিওগ্রাফির মতো অত্যাধুনিক সুবিধা রয়েছে।
৬. সম্প্রতি ভারতে নিচের কোন নতুন ভাইরাসটি শনাক্ত করা হয়েছে?
(A) Honey flu
(B) Apple flu
(C) Tomato flu
(D) Blue flu
- দশ বছর বয়সী ২৬ জন শিশু টমেটো ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং পাঁচ বছরের কম বয়সী ৮২ জন শিশু এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে।
- টমেটো ফ্লুতে আক্রান্ত ব্যক্তিদের ত্বকে লাল ফোসকা, জয়েন্টে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা যায়।
- এই রোগটি খুব একটা প্রাণঘাতী নয়।
৭. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সম্প্রতি কোন রাজ্যে তার ‘Cowdung to Compressed Biogas Project’ শুরু করেছে?
(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) রাজস্থান
(D) গুজরাট
- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সম্প্রতি রাজস্থানের সাঁচোরে তার ‘Cowdung to Compressed Biogas Project’ শুরু করেছে।
- প্ল্যান্টটিতে বায়োগ্যাস উৎপাদন করতে প্রতিদিন ১০০টন গোবর ব্যবহার করা হবে এবং এর ফলে জ্বালানির সমস্যা অনেকটা মিটবে।
৮. ভারত সরকার কোন দেশের সাথে আন্তঃদেশীয় শিক্ষার প্রচারের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা করেছে?
(A) জাপান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ফ্রান্স
(D) অস্ট্রেলিয়া
- ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে উন্নত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।
- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অস্ট্রেলিয়ান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়া শিক্ষা কাউন্সিলের ষষ্ঠ বৈঠকের সহ-সভাপতি ছিলেন।
৯. নিচের কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বার্ধক্যের দেশে পরিণত হয়েছে?
(A) ফ্রান্স
(B) বেলজিয়াম
(C) পর্তুগাল
(D) ইতালি
- সমসাময়িক পর্তুগাল ডেটাবেস Pordata দ্বারা প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের দ্রুততম বার্ধক্যযুক্ত দেশ হয়ে উঠেছে।
- বর্তমানে, দেশটিতে প্রতি ১০০ জন যুবকের (১৪ বছর পর্যন্ত বয়সী) জন্য ১৮২ জন বয়স্ক (৬৫ বছর বা তার বেশি বয়সী) রয়েছে।
- গত তিন দশকে দেশে প্রবীণ জনসংখ্যা তিনগুণ বেড়েছে।
১০. সম্প্রতি কে ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (NSG)-এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন?
(A) প্রবীণ গুপ্ত
(B) প্রবীণ ছাবরা
(C) এন.ভি. সুন্দরা চারি
(D) দীনেশ নায়ক
- সাধারণত ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের একটি অভিজাত কাউন্টার-টেররিজম ইউনিট।
- সদর দপ্তর : নতুন দিল্লী
- প্রতিষ্ঠা : ২২শে সেপ্টেম্বর ১৯৮৬
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here