QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৫১

Bangla Quiz - Set 151

বাংলা কুইজ – সেট ১৫১

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. স্বাধীন ভারতে প্রথম নোট ব্যান (Demonetisation ) কবে হয়েছিল?

উত্তর :
১৯৭৮ সালে

২. উত্তর ভারতের ম্যানচেস্টার কোন শহর কে বলা হয়?

উত্তর :
কানপুর 

৩. মোবাইলে ব্যাবহৃত সিম কার্ড, পৃথিবীর কোন দেশে প্রথম তৈরি করা হয়েছিল?

উত্তর :
জার্মানি 

[ আরো দেখো নাও  :  বাংলা কুইজ- সেট ১৪৯ ]

৪. সম্প্রতি প্রকাশিত হল CBSE এর দ্বাদশ শ্রেণীর রেজাল্ট,এই CBSE কথার পুরো অর্থ কী?

উত্তর :
The Central Board of Secondary Education

৫. আজমল কাসবের ফাঁসির সাথে কোন অপারেশন যুক্ত?

উত্তর :
Operation X

৬. “Faster Than Lightning: My Autobiography”-কার আত্মজীবনী মূলক গ্রন্থ?

উত্তর :
উসেইন বোল্ট  

[ আরো দেখো নাও : বাংলা কুইজ  –  সেট ১৪৪ ]

৭. “The Ultimate Driving Machine”- কোন কোম্পানির ট্যাগ লাইন?

উত্তর :
BMW 

৮. আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তর :
মাহে 

৯. কোন ভাষার অ্যালফাবেট সবথেকে কম অক্ষর আছে?

উত্তর :
রোটোকাস (Rotokas )

[ আরো দেখো নাও : বাংলা কুইজ –  সেট ১৪২ ]

১০. আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় থাকা তারা(star) গুলি কীসের প্রতীক?

উত্তর :
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজ্যগুলিকে

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button
error: Alert: Content is protected !!