QuizQuiz

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Riddles in Bengali

Bangla Dhadha Question with Answer

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো ১০টি বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর (Riddles in Bengali , Bangla Dhadha Question with Answer ) । মজার মজার এই ধরণের ধাঁধার প্রশ্ন ও উত্তরগুলি পড়তে কার না ভালো লাগে !

১. LLAC এটি দিয়ে কারোর সাথে যোগাযোগ করবেন কী ভাবে ?

উত্তর
উল্টে ( LLAC => CALL) .

২. পরপর তিন দিন ব্যাঙ্ক স্ট্রাইক এর জন্য বন্ধ থাকার পর, যেদিন ব্যাঙ্ক খুললো সেদিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক কোটি টাকা জমা করে আসলেন। এই ঘটনার এক মাস পরও ঐ ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি,এর কারণ কী ?

উত্তর
কারণ তিনি ব্যাংকের কর্মচারী ছিলেন ।

৩. কাক এর সাথে আকার যোগ করলে কাকা হয়।
কী বিয়োগ করলে গরু হয়?

উত্তর
r (Crow => Cow ) .

৪. Double Chin কমানোর জন্য একজন দেশী খেলোয়াড় চারটি একজন বিদেশী খেলোয়াড় পাঁচটি chewing gum খান ,একজন মডেল কখনো ৩ টি কখনো ৬ টি chewing gum খান। তাহলে কে সব থেকে বেশি chewing gum খান?

উত্তর
কেউ না। কারণ Chewing Gum কেউ খায় না।

৫. শুনলে রংহীন কিন্তু দেখলে প্রচুর রং,কী?

উত্তর
Water Colour ( জল রং) [ জলের কোনো রং হয় না কিন্তু জল রঙে প্রচুর রঙ থাকে ]

৬.  রঞ্জিত বাবু রোজ সকালে এবং বিকেলে দাড়ি কাটেন । তবু রাত্রে ঘুমনোর সময় তার একগাল দাড়ি থাকে কেন ?

উত্তর
কারণ তিনি নাপিত ।

৭. পদবী আবার বনে থাকে,দলের মাথাও বলে তাকে। কী?

উত্তর
পান্ডা ।

৮. ২৭ এর সাথে ৬০ ছাড়া আর কী যোগ করলে ৮৭ হয় ?

উত্তর
শি । (সাতাশি ) .

৯. বাংলা Dictionary শুরু হয় অ বর্ণ দিয়ে , শেষ হয় কোন বর্ণ দিয়ে ?

উত্তর
ন । ( অভিধান )

১০. ধরুন আপনি একজন জ্যোতিষ, তাহলে কোন দুটি রাশির যোগফল ১৬৭?

উত্তর
৮২,৮৫ ( বিরাশি, পঁচাশি) .

আরো দেখে নাও : Googly Quiz – Set 1 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

দাদাগিরি গুগলি কোশ্চেন । Googly Quiz – Set 4।গুগলি ধাঁধা ।

বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন

দাদাগিরি গুগলি । Googly Quiz – Set 3 ।গুগলি ধাঁধা ।

গুগল সম্পর্কে অজানা তথ্য

Googly Quiz  । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য 

ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button