General Knowledge Notes in Bengali

সৌরজগৎ ও সৌরজগতের গ্রহসমূহ – Solar System in Bengali

Planets of our Solar System

সৌরজগৎ ও সৌরজগতের গ্রহসমূহ – Solar System in Bengali

প্রিয় পাঠকেরা, আকে আমরা আলোচনা করব সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহসমূহ  (Solar System in Bengali ) নিয়ে।  প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সৌরজগৎ থেকে যে ধরণের প্রশ্নগুলো বেশি আসে, আমরা সেগুলি নিচে প্রশ্নোত্তরের আকারে তুলে ধরার চেষ্টা করেছি।  একনজরে সৌরজগৎ

Table of Contents

সৌরজগৎ

  • সৌরজগৎ হল সূর্য ও সূর্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা।
  • আকাশগঙ্গা ছায়াপথের কালপুরুষ বাহুতে অবস্থিত সৌরজগৎ ।
  • ৪.৬ লক্ষ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল।

দেখে নাও, সৌরজগৎ ও তার গ্রহগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য, ভিডিওর মাধ্যমে ।

সূর্য

  • সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য যেটি একটি জি২ শ্রেণীর নক্ষত্র।
  • সৌর জগতের সমগ্র মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগের জন্য দায়ী হল সূর্য।
Corona
Corona

সূর্যের শক্তির উৎস হলো নিউক্লীয়-সংযোজন ( Nuclear Fusion ) পক্রিয়া। সূর্যের প্রধান দুই উপাদান হলো – হাইড্রোজেন হিলিয়াম। যে অংশটি সূর্যের আমরা দেখতে পাই সেটি হল – ফটোস্ফিয়ার। পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশটি আমরা দেখতে পাই সেটিকে বলা হয় – করোনা ( Corona )। সূর্য পৃথীর উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড।

সৌরজগতের গ্রহসমূহ 

  • সৌরজগতে বর্তমানে ৮ টি গ্রহ রয়েছে।
  • সূর্য থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে এই গ্রহগুলি হলো –
১. বুধ২. শুক্র৩. পৃথিবী
৪. মঙ্গল৫. বৃহস্পতি৬. শনি
৭. ইউরেনাস৮. নেপচুন 
সৌরজগতের বিভিন্ন গ্রহ

গ্রহগুলির আয়তন অনুসারে (বড় থেকে ছোট ) গ্রহগুলির ক্রম হল –

১. বৃহস্পতি২. শনি৩. ইউরেনাস
৪. নেপচুন৫. পৃথিবী৬. শুক্র
৭. মঙ্গল৮. বুধ 

১. বুধ 

  • সূর্যের নিকটতম ও সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। 
  • কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই।
  • বায়ুমণ্ডল নেই। এই কারণে দিনে প্রচন্ড গরম ও রাতে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়।
  • দিন : পৃথিবীর ৫৮ দিনের সমান, বছর : পৃথবীর ৮৮ দিনের সমান।
  • সূর্য থেকে বুধের দূরত্ব প্রায় ৫৮ মিলিয়ন কিলোমিটার।

২. শুক্র 

  • পৃথিবীর নিকটতম গ্রহ।
  • সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। 
  • সৌরজগতের উষ্ণতম গ্রহ।
  • শুক্রে কোনো জল নেয়। 
  • শুকতারা বা সন্ধ্যাতারার রূপে আকাশে দেখা যায়।
  • শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে।
  • দিন : পৃথিবীর ২৪৩ দিনের সমান, বছর : পৃথবীর ২২৪ দিনের সমান। শুক্রের দিন বছরের তুলনায় বড়। 
  • পূর্ব থেকে পশ্চিমদিকে –  ঘড়ির দিকে ঘোরে ( শুক্র ও ইউরেনাস ছাড়া বাকি গ্রহগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে ) । 

৩. পৃথিবী 

  • সৌরজগতের তৃতীয় গ্রহ।
  • নীল গ্রহ নাম পরিচিত। 
  • পৃথিবীর বায়ুমণ্ডলে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন রয়েছে।
  • পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ – চাঁদ।

৪. মঙ্গল 

  • লাল মাটির জন্য এই গ্রহ লাল গ্রহ নামেও পরিচিত।
  • রোমান যুদ্ধের দেবতার নাম অনুসারে মঙ্গল গ্রহের নাম রাখা হয় Mars . 
  • মঙ্গলের দুই প্রাকৃতিক উপগ্রহ হলো – ফোবোস ও ডিমোস ।
  • মঙ্গলের আগ্নেয়গিরি – অলিম্পাস মন্স সৌরজহতের বৃহত্তম আগ্নেয়গিরি এবং উচ্চতম পর্বত শৃঙ্গ ( উচ্চতা প্রায় ২৪ কিলোমিটার )  
  • দিন : পৃথিবীর ১.০২৫ দিনের সমান, বছর : পৃথবীর ৬৮৭ দিনের সমান।
1024px Olympus Mons alt

অলিম্পাস মন্স – সৌরজগতের উচ্চতম পর্বত শৃঙ্গ।

৫. বৃহস্পতি 

  • সৌরজগতের বৃহত্তম গ্রহ।
  • বৃহস্পতির পৃষ্ঠ গ্যাস ও তরলের সমন্বয়ে গঠিত।
  • ৭৯টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির ।
  • বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। 
  • গ্যালিলিও  বৃহস্পতির চারটি উপগ্রহ – গ্যানিমিড, ইউরোপা, ক্যালিস্টো এবং লো।
  • বৃহস্পতির উষ্ণতা কম থাকার জন্য একে শীতের গ্রহ ( Winter Planet ) ও বলা হয়ে থাকে।
  • নিজ অক্ষের চারিদিকে বৃহস্পতি অত্যন্ত জোরে ঘোরে ।
  • দিন : পৃথিবীর ৯.৯ ঘন্টা, বছর : পৃথবীর ১১.৯ বছরের  সমান।

৬. শনি 

  • শনি গ্রহের চারিদিকে বরফ ও ধূলিকণা দ্বারা গঠিত বলয় রয়েছে।
  • সম্প্রতি শনি গ্রহের কতগুলি নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে এবং বর্তমানে শনির সবচেয়ে বেশি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে।
  • শনির বৃহত্তম উপগ্রহ টাইটান, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ।
  • দিন : পৃথিবীর ১০.৭ ঘন্টা, বছর : পৃথবীর ২৯ বছরের  সমান।

৭. ইউরেনাস 

  • ইউরেনাস গ্রহণের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় চার গুন্।
  • এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতির কারণে এই গ্রহের রং সবুজাভ।
  • টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ হলো ইউরেনাস।
  • শুক্রের মতো ইউরেনাস ও পূর্ব থেকে পশ্চিমে ঘরে।
  • ইউরেনাসের অক্ষ এতটাই হেলে রয়েছে যে ইউরেনাস কে বলা হয় “A Planet on its Side”.
  • দিন : পৃথিবীর ১৭ ঘন্টা, বছর : পৃথবীর ৮৪ বছরের  সমান।

৮. নেপচুন 

  • নেপচুনের সাথে ইউরেনাসের অনেক সাদৃশ্য রয়েছে তাই নেপচুনকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়ে থাকে।
  • দিন : পৃথিবীর ১৬ ঘন্টা, বছর : পৃথবীর ১৬৪ বছরের  সমান।

সৌরজগতের বামন গ্রহ ( Dwarfs Planets of Solar System ) 

  •  সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে যেগুলি গ্রহের মতো গোলাকার এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘোরে, এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়, কিন্তু এগুলি অত্যন্ত ছোটো বলে গ্রহের মতো নিজের কক্ষপথের আশেপাশের মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না, এই সব জ্যোতিষ্ককে বামন গ্রহ বলে।
  • সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সৌরজগতে পাঁচটি বামন গ্রহ রয়েছে
    • প্লুটো
    • এরিস
    • সেরেস
    • হাউমিয়া বা হাউমেয়া
    • মেক মেক বা মাকিমাকি

১. প্লুটো :

  • IAU এর সঙ্গে অনুযায়ী প্লুটো গ্রহটিকে ২০০৬ সালের ২৪শে আগস্ট বামন গ্রহ ( Dwarf Planet ) -এর আখ্যা দেওয়া হয়েছে।
  • সৌরজগতের বামন গ্রহগুলির মধ্যে প্লুটো হলো বৃহত্তম।
  • প্লুটোর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি হলো – চারন ( Charon ) ।

২. এরিস 

  • সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন উপগ্রহ।
  • ২০০৫ সালে এটি আবিষ্কৃত হয়।
  • কুইপার বেল্টের অন্তর্গত।

৩. সেরেস 

  • মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত সেরেস বামন গ্রহ।

হাউমেয়া এবং মাকি মাকি নামক আরও দুটি বামন গ্রহের অস্তিত্ব স্বীকৃত হয়েছে।কিন্তু এদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

আরো দেখে নাও : 

ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর -  PDF ডাউনলোড
প্রশ্নোত্তরে পৃথিবী
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান

সৌরজগতের গ্রহসমূহ – প্রশ্ন ও উত্তর 

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ?

বৃহস্পতি

বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি?

৮ টি

সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?

বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ।

সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?

ইউরেনাস

সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?

শুক্র

সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি ?

শুক্র

সৌরজগতে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে ?

শুক্র ও ইউরেনাস

‘The Comet Disturber’ কোন গ্রহের অপর নাম?

বৃহস্পতি

শনির বৃহত্তম উপগ্রহের নাম কি?

টাইটান

সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্ফিয়ার এর তাপমাত্রা কত?

৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

গ্রেট রেড স্পট কোন গ্রহের দেখা যায়?

বৃহস্পতি

লাল গ্রহ কাকে বলা হয়?

মঙ্গল

Download Section

  • File Name : সৌরজগৎ ও সৌরজগতের গ্রহসমূহ – Solar System in Bengali – বাংলা কুইজ
  • File Size: 3.8 MB
  • No. of Pages: 07
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject: Geography

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button