QuizGeneral Knowledge Notes in BengaliQuiz

ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য 

Amazing Facts You Probably Didn't Know About Indian Rupee

ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য

১. ভারতে প্রথম রুপির প্রচলন করেন শের শাহ সুরি।
২. ভারতীয় মুদ্রায় “রুপি” কথাটি সংস্কৃত শব্দ রুপিয়া থেকে নেওয়া হয়েছে,যার অর্থ রৌপ্যমুদ্রা।
৩. ভারতে প্রথম কাগজের নোট প্রকাশ করে ব্যাঙ্ক অফ্ হিন্দুস্থান। RBI প্রথম কাগজের নোট চালু করে ১৯৩৮ সালে, এটি ছিল ৫ টাকার নোট।

[ আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস- জানা অজানা কিছু তথ্য ]

৪. ২০১০ সালের ১৫ জুলাই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট রুপির একটি প্রতীক হিসেবে উদয় কুমার ধর্মালিঙ্গাম এর নকশা করা ‘₹’ চিহ্নটিকে বেছে নেয়। এটি দেবনাগরী “र” (র) ও ল্যাটিন “R” অক্ষরদুটির সংমিশ্রণে সৃষ্ট।
৫. কেবলমাত্র একটাকার নোট ভারত সরকারের অর্থমন্ত্রক কর্তৃক ছাপা হয়, এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে। অন্য সমস্ত নোট RBI কর্তৃক ছাপা হয়, এগুলিতে RBI গভর্নরের সই থাকে।
Indian Rupee Snap৬. ভারতীয় নোটগুলি তুলো এবং রাগ দিয়ে তৈরি। এতে সুতি, বালসাম, রঞ্জক এবং টেক্সটাইল ফাইবারের সজ্জা থাকে।
৭. বর্তমানে ভারতের কয়েনগুলি সাধারণত ফেরেটিক স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়। এছাড়াও কাপ্রো- নিকেল ব্রাস ইত্যাদির ব্যাবহারের প্রচলন আছে।

[ আরো দেখে নাওভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না ]

৮. ভারত সরকারের অধীনে কয়েন উৎপাদনের জন্য ৪ টি মিন্ট রয়েছে,এগুলি হল –

মুম্বাইমহারাষ্ট্র
কলকাতাপশ্চিমবঙ্গ
হায়দ্রাবাদতেলেঙ্গানা
নয়ডাউত্তরপ্রদেশ

৯. ভারতে বর্তমানে চারটি মুদ্রণকারী প্রেস রয়েছে যেখানে নোটগুলি মুদ্রিত হয় – দেওয়াস (মধ্যপ্রদেশ),সালবনি(পশ্চিমবঙ্গ) নাসিক(মহারাষ্ট্র),মহীশূর(কর্ণাটক)
১০. ১৯৬৮ সালে মধ্য প্রদেশের হোশঙ্গাবাদে সিকিউরিটি পেপার মিল প্রতিষ্ঠিত হয়। এটি নোট এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্পগুলির জন্য কাগজপত্র তৈরি করে।


১১. ভারতের নোটগুলিতে মোট ১৭ টি ভাষায় টাকার মূল্য লেখা হয়। হিন্দী ও ইংরেজী এই ভাষা দুটি নোটের সামনের দিকে ও বাকি ১৫ টি ভাষায় নোটের উল্টোদিকে টাকার মূল্য লেখা থাকে।
১২. ভারতের নোটে ব্যাবহৃত ১৭ টি ভাষা হল-Indian Rupee Notes
অসমীয়া,বাংলা, ইংরেজী, হিন্দী,গুজরাতি,কন্নড়,কাশ্মীরি, কঙ্কানি, মালায়ালাম,মারাঠি,নেপালি, ওড়িয়া,পাঞ্জাবি,সংস্কৃত,তামিল,তেলেগু,উর্দু।

[ আরো দেখে নাওবাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]

১৩. দৃষ্টিহীনদের জন্য প্রতিটি নোটের বাম দিকে একটি সনাক্তকরণ চিহ্ন (বিভিন্ন জ্যামিতিক আকার) থাকে,

    • ১০০ টাকায় – ত্রিভুজ
    • ৫০ টাকায় – বর্গক্ষেত্র
    • ২০ টাকায় – আয়তক্ষেত্র
    • ১০ টাকায় – কিছুই নয়।

যদিও নতুন নোটগুলি তে এইধরনের চিহ্ন থাকে না।

১৪. ১৯৫৪-১৯৭৮ সালে ভারতে ৫০০০ ও ১০০০০ টাকার নোট প্রচলিত ছিল।
১৫. ভারতে ৫০০ টাকার নোট ১৯৮৭ সালে ও ১০০০ টাকার নোট ১৯৫৪ সালে চালু হয়। বর্তমানে ১০০০ টাকার নোটের ব্যবহার বন্ধ করা হয়েছে।

[ আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৪৩ –  সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]

১৬. ২০১৬ সালের নভম্বরে ভারতে তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়। এর পূর্বে ১৯৭৮ সালে ১০০০,৫০০০,১০০০০ মূল্যের সস্মত নোট বাতিল করা হয়েছিল (Demonetisation ).
১৭. ভারতের বিভিন্ন মূল্যের টাকা ও সেগুলির পিছনে থাকা ছবি – 

টাকার মূল্যছবি
একটি ক্ষেতে ট্রাক্টর
১০হাতি,একশৃঙ্গ গন্ডার,বাঘ
১০(নতুন)কোনারকের সূর্য মন্দির
২০পোর্ট ব্লেয়ার লাইট হাউস ও মাউন্ট হ্যারিয়েট
২০(নতুন)ইলোরা গুহা
৫০ভারতের সংসদ ভবন
৫০(নতুন)হাম্পি
১০০হিমালয় – কাঞ্চনজঙ্ঘা
১০০(নতুন)রানী কা ভাভ (কুইনের স্টেপওয়েল)
২০০সাঁচি স্তূপ
৫০০লাল কেল্লা
২০০০মঙ্গলযান

১৮. ভারতে বিভিন্ন মূল্যের টাকা ও সেটি তৈরিতে খরচ:

 

মূল্যখরচ
২০০০৩.৫৪ টাকা
৫০০২.৯৪ টাকা
২০০২.৯৩ টাকা
১০০১.৫১ টাকা
১.১৪ টাকা

১৯. কয়েনে বছরের নীচে থাকা চিহ্নগুলি প্রকৃতপক্ষে সেটি কোথায় উৎপন্ন তা নির্দিষ্ট করে দেয়।

    • দিল্লি (নয়ডা ) – একটি বিন্দু
    • মুম্বই – হীরা
    • হায়দ্রাবাদ – একটি তারকা
    • কলকাতা – বছরের নীচে কিছুই নেই

২০. দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য 5th Pillar নামে এক এনজিও (NGO) 0 (শূন্য) টাকার নোট ছাপিয়ে ছিল।
২১. আর বি আই বিভিন্ন উল্লেখযোগ্য দিনের স্মরণে কিছু স্পেশাল মুদ্রা জারি করে থাকে। যেমন –

    • ২০১০ সালে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার মুদ্রা,
    • ২০১১ সালে,রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫০ টাকার মুদ্রা,
    • ২০১২ সালে, তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরের ১০০০ বছরের উদযাপনের জন্য ১০০০ টাকার মুদ্রা জারি করা হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button