Sports GK

বিভিন্ন খেলোয়াড়দের ডাক নাম তালিকা PDF

Nicknames of Famous Sports Personalities

বিভিন্ন খেলোয়াড়দের ডাক নাম তালিকা : আজকের এই পোস্টে দেওয়া রইলো বিভিন্ন জনপ্রিয় খেলোয়াড়দের প্রকৃত নাম ও ডাকনাম তালিকা। কোন খেলোয়াড়কে কি ডাকনামে ডাকা হয় তার একটি সুন্দর তালিকা আজ দেওয়া রইলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনেক ক্ষেত্রে কোনো একটি ডাক নাম তুলে জানতে চাওয়া হয় যে সেটি আসলে কোন খেলোয়াড়ের। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও করা হয়ে থাকে। আজকের এই পোস্টটি পড়া থাকলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া যায়। যেমন – হকির জাদুগর কাকে বলা হয় ? নবাব অফ নজফগড় কোন ক্রিকেটারের ডাক নাম ।

দেখে নাও : বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড় সংখ্যা । প্রতি দলে খেলোয়াড় সংখ্যা
দেখে নাও : ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত

খেলোয়াড় ও তাদের ডাকনাম তালিকা

নংখেলোয়াড়ডাকনাম
অনিল কুম্বলেজাম্বো
অ্যান্ড্রু ফ্লিনটফফ্রেডি
আর্থার অ্যাশদ্যা স্যাডো
ইওসোবিওপ্যান্থার
ওয়াসিম আক্রমকিং অফ সুইং
কপিল দেবহরিয়ানা হ্যারিকেন
কার্ল লুইসকিং কার্ল
কৃষ্ণমাচারী শ্রীকান্তচিকা
কোর্টনি ওয়ালশসাইলেন্ট কিলার
১০ক্লাইভ লয়েডসুপার ক্যাট
১১গার্ড মূলারডার বম্বার
১২গোষ্ঠ পালচীনের প্রাচীর
১৩গৌতম গম্ভীরগৌতি
১৪গ্যারিঞ্চালিটল বার্ড
১৫গ্লেন ম্যাকগ্রাপিজিয়ন, দ্য  এন ফোর্সার
১৬জাভাগল শ্রীনাথমহীশূর এক্সপ্রেস
১৭জাহির খানবরোদা এক্সপ্রেস
১৮জিকোহোয়াইট পেলে
১৯জোয়েল গার্নারবিগ বার্ড
২০ধ্যানচাঁদউইজার্ড, হকির যাদুকর
২১নবজ্যোত সিং সিধুশেরি
২২নোভাক জোকোভিচনোলে
২৩ন্যাথান অ্যাসলেস্কুইরেল
২৪পি. টি. ঊষাগোল্ডেন গার্ল
২৫পিট সাম্প্রাসপিস্টল পিট
২৬পেলেফুটবল সম্রাট
২৭ফেরেল পুসকাসগোল মেশিন
২৮বরিস বেকারবুম বুম
২৯বাইচুং ভুটিয়াপাহাড়ী বিছে
৩০বিরাট কোহলিচিকু, দ্য রানমেশিন, কিং কোহলি
৩১বীরেন্দ্র সেহবাগবীরু, নবাব অফ নজফগড়
৩২ব্রায়ান লারাপ্রিন্স
৩৩ভুবনেশ্বর কুমারভুবি
৩৪মহেন্দ্র সিং ধোনিমাহি, ক্যাপ্টেন কুল, মিস্টার কুল
৩৫মাইকেল হোল্ডিংহুইস্পারিং ডেথ 
৩৬মার্টিনা হিঙ্গিসস্পাইস গার্লস
৩৭মিলখা সিংউড়ন্ত শিখ 
৩৮মেরি কমম্যাগনিফিসেন্ট মেরি / মিথোইলিমা
৩৯যুবরাজ সিংইউভি
৪০রবীন্দ্র জাদেজাজাড্ডু
৪১রাহুল দ্রাবিড়জ্যামি
৪২রোহিত শর্মাহিটম্যান
৪৩ল্যান্স ক্লুজনারজুলু
৪৪শচীন তেন্ডুলকরমাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার
৪৫শিখর ধাওয়ানগব্বর
৪৬সুনীল গাভাস্কারসানি, লিটল মাস্টার
৪৭সুরেশ রায়নাসোনু
৪৮সৌরভ গাঙ্গুলিদাদা, প্রিন্স অব কলকাতা, মহারাজা
৪৯স্টিভ ওয়াআইস ম্যান
৫০হরভজন সিংভাজ্জি, টারবুনেটর
Famous Sports Personalities & their nick names

হকির জাদুগর কাকে বলা হয়?

মেজর ধ্যানচাঁদ

লিটল মাস্টার কোন ক্রিকেটারের ডাকনাম ?

ক্রিকেটার সুনীল গাভাস্কারকে লিটল মাস্টার বলা হয়ে থাকে। আবার শচীন টেন্ডুলকরকেও অনেকে লিটল মাস্টার বলা হয়ে থাকে।

অনিল কুম্বলের ডাকনাম কি ?

অনিল কুম্বলের ডাকনাম জাম্বো।

বিখ্যাত দৌড়বিদ পি. টি. ঊষাকে কোন নামে ডাকা হত ?

গোল্ডেন গার্ল

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name: বিভিন্ন খেলোয়াড়দের ডাক নাম তালিকা PDF – বাংলা কুইজ
  • File Size: 1.4 MB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button