ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules
Indian Environmental Act and Rules in Bengali

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules
ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন : ভারতের কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আইন তালিকা নিচে দেওয়া রইলো।
| নং | পরিবেশ আইন | সাল |
|---|---|---|
| ১ | সর্বভারতীয় হাতি সংরক্ষণ আইন | ১৮৭৯ |
| ২ | ভারতীয় বনভূমি আইন | ১৯২৭ |
| ৩ | পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন | ১৯৫৯ |
| ৪ | ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন | ১৯৭১ |
| ৫ | ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন | ১৯৭২ |
| ৬ | ভারতীয় নগর ও দেশ পরিকল্পনা আইন | ১৯৭৯ |
| ৭ | ভারতীয় বনভূমি রক্ষা আইন | ১৯৮০ |
| ৮ | ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন | ১৯৮১ |
| ৯ | ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন | ১৯৮১ |
| ১০ | দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন | ১৯৮১ |
| ১১ | পশ্চিমবঙ্গ অরণ্য আইন | ১৯৮২ |
| ১২ | ভারতীয় পরিবেশ রক্ষা আইন | ১৯৮৬ |
| ১৩ | গঙ্গা পরিকল্পনা | ১৯৮৬ |
| ১৪ | ন্যাশনাল ফরেস্ট পলিসি | ১৯৮৮ |
| ১৫ | পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স অ্যাক্ট | ১৯৯১ |
| ১৬ | ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন | ১৯৯২ |
| ১৭ | ভারতীয় আন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন | ১৯৯৩ |
| ১৮ | প্রটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস এন্ড ফারমার রাইট অ্যাক্ট | ২০০১ |
| ১৯ | ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন | ২০০২ |
| ২০ | পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন | ২০০৬ |
| ২১ | ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল অ্যাক্ট | ২০১০ |
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে পেয়ে যাবে ।
Download Section
- File Name : ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules
- File Size : 947 KB
- No. of Pages : 02
- Format : PDF
এরকম আরও কিছু পোস্ট
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার – রচনা
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর MCQ | Environmental Studies
ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব – PDF
ভারতের পরিবেশ আইন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
ভারতে পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাস হয়?
ভারতে পরিবেশ সুরক্ষা আইন (EPA ) ১৯৮৬ সালে পাস হয়।
গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেন ?
১৯৮৫ সালে।
নমামি গঙ্গে কী?
২০১৪ সালে ভারতের তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গঙ্গা নদীর দূষণ কমানোর পাশাপাশি নদীর তীর সংরক্ষণ ও পুনর্জীবন করা।
জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনটি ভারতে কবে কার্যকর করা হয়?
১৯৭৪ সালে। এই আইনকে জল আইনও বলা হয়।এই আইনটি সর্বশেষ 2003 সালে সংশোধিত হয়েছিল
To check our latest Posts - Click Here








