History NotesGeneral Knowledge Notes in Bengali

ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক – ১৯৪৫ সাল

Wavell Plan and Shimla Conference of 1945

Rate this post

ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক – ১৯৪৫ সাল

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক (Wavell Plan and Shimla Conference of 1945 ) নিয়ে।

ওয়াভেল পরিকল্পনা কি ?

লর্ড লিনলিথগোর পর ১৯৪৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লর্ড আর্কিবল্ড ওয়াভেল এদেশের ভাইসরয় হয়ে আসেন।  ভারতে রাজনৈতিক -সাম্প্রদায়িক সংকট মীমাংসায় মহাত্মা গান্ধি ও মহম্মদ আলি জিন্না আলােচনা ব্যর্থ হওয়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়, তা দূর করার জন্য তিনি ১৯৪৫ সালে খসড়া পরিকল্পনা প্রস্তুত করেন । ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩১ শে মে লর্ড ওয়াভেল তাঁর খসড়া পরিকল্পনাটি ব্যক্ত করেন । এটিই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।

ওয়াভেল পরিকল্পনার সুপারিশ সমূহ

এই পরিকল্পনায় লর্ড ওয়াভেল ভারতকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনদানের ক্রিপস প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানান। এ ছাড়া ভারতীয়দের হাতে অধিকতর ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে কেন্দ্রীয় শাসন পরিষদ পুনর্গঠনের সুপারিশও করেন। তিনি জানান—

  • নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত ভারতীয় নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
  • এই সরকারে হিন্দু, মুসলিম এবং অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে,
  • একমাত্র বড়লাট ও প্রধান সেনাপতি ছাড়া শাসন পরিষদের অন্য সমস্ত সদস্য হবে ভারতীয়।
  • ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত ভারতের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতেই থাকবে।
  • ব্রিটিশ সরকার যতটা সম্ভব তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করবে এবং সংবিধান রচনার কাজ শুরু করবে।

সিমলা বৈঠক

এই প্রস্তাবগুলি আলােচনা করার জন্য লর্ড ওয়াভেল সিমলাতে ভারতীয় নেতাদের একটি বৈঠক ডাকেন (২৫ জুন, ১৯৪৫ খ্রিস্টাব্দে)। কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ ও মুসলিম লিগের পক্ষে জিন্না এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ওয়াভেল পরিকল্পনার পরিণতি

১৯৪৫ সালের ২৫ জুন লর্ড ওয়াভেল তার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার জন্য সিমলায় এক সর্বদলীয় বৈঠক ডাকেন। কিন্তু মহম্মদ আলি জিন্নার একগুঁয়েমিতে মুসলিম লিগ বৈঠকে নেতিবাচক ভূমিকা নেয়। ২৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত এই বৈঠক চলে। স্বায়ত্তশাসন অর্জনে লিগের সঙ্গে ঐক্যমত গড়ে তােলার জন্য কংগ্রেস মুসলিমদের সমপ্রতিনিধিত্বের দাবি মেনে নিয়েছিল। কিন্তু মহম্মদ আলি জিন্না যখন বড়ােলাটের কার্য নির্বাহক সমিতিতে লিগের দ্বারা মুসলিম সদস্য নিয়ােগের দাবি জানান, তখন কংগ্রেস সে দাবি মেনে নিতে চায়নি। ফলে সিমলা বৈঠক ব্যর্থ হয়।

Download Section :

File Name : ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক – ১৯৪৫ সাল – বাংলা কুইজ
File Size : 1 MB
No. of Pages : 02
Format : PDF

Click Here to Download

আরও দেখে নাও :

ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহের তালিকা

খিলাফত আন্দোলন – ১৯১৯ সাল – Khilafat movement

রাওলাট আইন – ১৯১৯ খ্রিস্টাব্দ –  রাওলাট আইন টিকা

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি –  তালিকা PDF

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali