Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 7

১২১. ২০২১ সালের জানুয়ারিতে নিচের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের গুচি মাশরুম GI তকমা পেয়েছে?

(A) লাদাখ
(B) উত্তর প্রদেশ
(C) জম্মু ও কাশ্মীর
(D) গুজরাট

উত্তর :
(C) জম্মু ও কাশ্মীর

জম্মু কাশ্মীরে স্থানীয়ভাবে ‘গুচি মাশরুম’ কে  ‘থুন্টু’ বলা হয় । ৫০০ গ্রাম এই মাশরুমের দাম ১৮,০০০ টাকা ।


১২২. ২০২১ জানুয়ারীতে মাতা প্রসাদ প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) অভিনয়
(B) রাজনীতি
(C) ওষুধ
(D) সাংবাদিকতা

উত্তর :
(B) রাজনীতি

তিনি উত্তরপ্রদেশের মন্ত্রীসভার প্রাক্তন সদস্য ছিলেন । তিনি অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপালও ছিলেন । তাঁর লেখা বিখ্যাত বই – ‘ManoramBhoomi-Arunachal’. ।


১২৩. National Disaster Response Force, NDRF ২০২১ সালের জানুয়ারিতে কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো ? 

(A) ১৪
(B) ১৫
(C) ১৬
(D) ১৭

উত্তর :
(C) ১৬

২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।


১২৪. Supreme Court Bar Association (SCBA)-এর প্রেসিডেন্ট পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন কে ?

(A) বিনয় কুমার
(B) দুষ্যন্ত দাভে
(C) অক্ষয় প্যাটেল
(D) প্রকাশ স্বরূপ

উত্তর :
(B) দুষ্যন্ত দাভে

১২৫. কোন কোম্পানীর নতুন CEO হিসাবে সম্প্রতি  নিযুক্ত হলেন Pat Gelsinger?

(A) IBM
(B) Intel
(C) AMD
(D) Snapdragon

উত্তর :
(B) Intel

Intel কোম্পানীর নতুন CEO হিসাবে সম্প্রতি  নিযুক্ত হলেন Pat Gelsinger | Intel  প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে ।


১২৬. ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী  ‘9mm Machine Pistol’ তৈরী করলো

(A) ISRO
(B) DRDO
(C) BEL Electronics
(D) Indian Army

উত্তর :
(B) DRDO

DRDO প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৮ সালে ।


১২৭. মাত্র ৩৬ বলে ১০০ রান করে মহিলা T-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন Sophie Devine । তিনি কোন দেশের ক্রিকেটার ?

(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) ইংল্যান্ড
(D) জিম্বাবোয়ে

উত্তর :
(B) নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন Sophie Devine ।


১২৮. ‘Rocket H3’ নামক রকেট লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ সংস্থা ?

(A) SUPERCO
(B) NASA
(C) JAXA
(D) ISRO

উত্তর :
(C) JAXA

জাপানের মহাকাশ সংস্থা JAXA ( Japan Aerospace Exploration Agency ) ‘Rocket H3’ নামক রকেট লঞ্চ করতে চলেছে ২০২১ সালে ।


১২৯. গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Indian Personality of the Year’ সম্মানে সম্মানিত হলেন কে ?

(A) প্রসেনজিত চ্যাটার্জি
(B) এস.এস. রাজামৌলি
(C) করণ জোহর
(D) বিশ্বজিৎ চ্যাটার্জি

উত্তর :
(D) বিশ্বজিৎ চ্যাটার্জি

১৩০. সম্প্রতি নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরষ্কার (Nelson Mandela World Humanitarian Award )  পেলেন পুনের কোন সমাজসেবী?

(A) নিশা প্রসাদ
(B) বিশাল মাহাতো
(C) রবি গাইকওয়ার
(D) কৈলাস সত্যার্থী

উত্তর :
(C) রবি গাইকওয়ার

১৩১. ‘One School One IAS’ স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল ?

(A) বিহার
(B) ঝাড়খন্ড
(C) কেরালা
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(C) কেরালা

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পর ছাত্র বিনামূল্যে UPSC এর কোচিং দেওয়ার জন্য কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান  এই ‘One School One IAS’ স্কিম লঞ্চ করেছেন ।


১৩২. ‘The Commonwealth of Cricket’- শীর্ষক বইটি লিখেছেন 

(A) আসিফ ইকবাল
(B) রামচন্দ্র গুহ
(C)  এম.এস. ধোনী
(D) নয়ন জেঠ

উত্তর :
(B) রামচন্দ্র গুহ

১৩৩. ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করলেন – 

(A) মনীষ কুমার
(B) সুভাষ শর্মা
(C) মৈনাক কুমার
(D) মনীষ সিসোদিয়া

উত্তর :
(A) মনীষ কুমার

দিল্লির স্যানিটেশন কর্মী মনীষ কুমার ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন ।


১৩৪. ‘কলরব’- নামক পক্ষী উৎসবের উদ্বোধন করলো কোন রাজ্য সরকার?

(A) নাগাল্যান্ড
(B) বিহার
(C) মনিপুর
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(B) বিহার

বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে শুরু হলো ।

বিহারের

  • মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার
  • রাজ্যপাল- ফাগু চৌহান

১৩৫. ‘রক্ষিতা (Rakshita )’ – নামক মোটরবাইক অ্যাম্বুলেন্স তৈরী করলো কোন সংস্থা?

(A) DRDO
(B) ISRO
(C) OLA
(D) UBER

উত্তর :
(A) DRDO

রয়্যাল এনফিল্ডের RE Classic 350 বাইক দিয়ে এই বাইক অম্বুনেলান্স তৈরী করছে DRDO । এই বাইক অ্যাম্বুলেন্স গুলি তুলে দেওয়া হয়েছে CRPF এবং INMAS এর হাতে ।


১৩৬. কে তাঁর প্রথম বই, “Big Billion Startup: The Untold Flipkart Story”  এর জ ন্য ২০২০ সালের Gaja Capital Business Book Prize জিতেছেন ?

(A) মিহির দালাল
(B) রামচন্দ্র গুহ
(C) অমিতাভ ঘোষ
(D) আমিশ ত্রিপাঠি

উত্তর :
(A) মিহির দালাল

মিহির দালাল তাঁর প্রথম বই, “Big Billion Startup: The Untold Flipkart Story”  এর জ ন্য ২০২০ সালের Gaja Capital Business Book Prize জিতেছেন। এই পুরস্কারের মূল্য ১৫ লক্ষ টাকা ।


১৩৭. ২০২১ সালের জানুয়ারিতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কোন ব্যাংকে ১ কোটি টাকা জরিমানা করেছে?

(A) HDFC Bank
(B) Yes Bank
(C) ICICI Bank
(D) PNB

উত্তর :
(A) HDFC Bank

SEBI এর অন্তর্বর্তীকালীন আদেশ অমান্য করায় HDFC Bank কে SEBI ১ কোটি টাকা জরিমানা করেছে।


১৩৮. ২০২১  সালের ২১ থেকে ২৬ জানুয়ারি নিম্নলিখিত কোন সপ্তাহ পালন করা হচ্ছে ?

(A) Financial Literacy Week
(B) Nutrition Week
(C) Education Week
(D) National Girl Child Week

উত্তর :
(D) National Girl Child Week

২০২১  সালের ২১ থেকে ২৬ জানুয়ারি ভারতে National Girl Child Week  পালন করা হচ্ছে । প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের প্রতিবছর ২৪শে জানুয়ারি National Girl Child Day পালন করা হয় ।


১৩৯. ২০২১ সালের জানুয়ারিতে, ভারত “ভ্যাকসিন মৈত্রী” উদ্যোগের অধীনে কোন দেশে COVID ভ্যাকসিন COVISHIELD এর  এক মিলিয়ন ডোজ উপহার হিসাবে পাঠিয়েছে?

(A) নেপাল
(B) ফিজি
(C) পাকিস্তান
(D) লাওস

উত্তর :
(A) নেপাল

নেপালের

নেপাল:

 

  •     রাজধানী – কাঠমান্ডু।
  •     মুদ্রা – নেপালি রুপী।
  •     রাষ্ট্রপতি – বিদ্যা দেবী ভান্ডারী।
  •     প্রধানমন্ত্রী – কেপি শর্মা অলি।

১৪০. ২০২১ সালের National Girl Child Day তে  কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি  ‘বেটি বাঁচাও বেটি পড়াও ‘ প্রকল্পের আওতাধীন ‘পঙ্খ অভিযান’ চালু করলেন ?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) মধ্য প্রদেশ
(D) হরিয়ানা

উত্তর :
(C) মধ্য প্রদেশ

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান National Girl Child Day তে বালিকা ক্ষমতায়ন ও বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও ‘ প্রকল্পের আওতায় ‘পঙ্খ অভিযান’ চালু করলেন ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button