Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 5

৮১. অল ইন্ডিয়া চেস ফেডারেশন এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে?

(A) সঞ্জীব কাপুর
(B) আদিত্য চোপরা
(C) সুনীল বনসল
(D) তরুণ দেশাই

উত্তর :
(A) সঞ্জীব কাপুর

৮২. সম্প্রতি প্রকাশিত পুরুষদের টেস্ট ক্রিকেট র‍্যাঙ্কিং এ একনম্বরে রয়েছে কোন দেশ?

(A) অস্ট্রেলিয়া
(B) সাউথ আফ্রিকা
(C) নিউজিল্যান্ড
(D) ভারত

উত্তর :
(C) নিউজিল্যান্ড

৮৩. কেরালার প্রথম রূপান্তরকামী ডাক্তার – 

(A) ডা. সুহাসিনী যাদব
(B) ডা. মোহিনী কুমারী
(C) ডা. প্রীতি রাজেন্দ্রন
(D) ডা. ভি.এস. প্রিয়া

উত্তর :
(D) ডা. ভি.এস. প্রিয়া

সীতারাম আয়ুর্বেদ হাসপাতালের ডাক্তার তিনি ।


৮৪. ২০২১ সালের খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্টের সম্প্রতি কোন শহরে শুরু হলো ?

(A) লে
(B) কার্গিল
(C) শ্রীনগর
(D) গুয়াহাটি

উত্তর :
(B) কার্গিল

লাদাখের রাজধানী শহর কার্গিলের চিকতানে শুরু হলো ।


৮৫. অরূপ কুমার গোস্বামী সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) অন্ধ্রপ্রদেশ
(B) পাঞ্জাব
(C) গুজরাট
(D) ওড়িশা

উত্তর :
(A) অন্ধ্রপ্রদেশ

৮৬. ‘Right Under our Nose’ বইটি লিখেছেন – 

(A) শক্তিকান্ত দাস
(B) রামস্বামী গিরিধরণ
(C) ডি. সুব্বারও
(D) অশোক লাভাষা

উত্তর :
(B) রামস্বামী গিরিধরণ

রামস্বামী গিরিধরণ এই বইটি লিখেছেন । তিনি RBI এর একজন জেনারেল ম্যানেজার ।


৮৭. সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন 

(A) হিমা কোহলী
(B) জিতেন্দ্র কুমার মহেশ্বরী
(C) অরূপ কুমার মিশ্র
(D) সুধাংশু ধুলিয়া

উত্তর :
(B) জিতেন্দ্র কুমার মহেশ্বরী

জিতেন্দ্র কুমার মহেশ্বরী সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন  ।

সিকিমের

  • মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং
  • রাজ্যপাল- গঙ্গা প্রসাদ

৮৮. আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর নতুন  ডিজিটাল হিসেবেও কোন ভারতীয় বশোদ্ভূতকে নিয়োগ করেছেন ?

(A) অমি বেরা
(B) প্রমিলা জয়পাল
(C) সারা গিদিওন
(D) গরিমা ভার্মা

উত্তর :
(C) সারা গিদিওন

৮৯. কে সম্প্রতি দেশের সবচেয়ে কনিষ্ঠ শব ডোনার হয়ে উঠেছেন ?

(A) সুরভী গুপ্ত
(B) অনুকৃতি মিশ্র
(C) ধনিষ্ঠা
(D) অদিতি বিহ্যুত

উত্তর :
(C) ধনিষ্ঠা

মাত্র ২০ মাসে প্রয়াত শিশু ধনিষ্ঠা ভারতের কণিষ্ঠতম cadaver donor । মৃত্যুর পরে তার হৃদপিন্ড , যকৃত, কিডনি এবং উভয় কর্নিয়া দান করা হয়েছে  ।


৯০. কোন রাজ্যে লোকেরা সংক্রান্তি উৎসবের তৃতীয় দিনে কানুমা নামক গরুর উৎসব পালন করে থাকে ?

(A) কেরালা
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর :
(D) তেলেঙ্গানা

২০২১ সালে ১৫ই জানুয়ারি সংক্রান্তি উৎসবের তৃতীয় দিনে তেলেঙ্গানায় কানুমা নামক গরুর উৎসব পালিত হলো।

তেলেঙ্গানার

  • মুখ্যমন্ত্রী – কে চন্দ্রশেখর রাও।
  • গভর্নর – তামিলিসই সৌন্দরারজন।

৯১. ২০২১ সালের জানুয়ারিতে কততম আন্তর্জাতিক ঢাকা উৎসব পালিত হলো ?

(A) ১৩
(B) ১৫
(C) ১৭
(D) ১৯

উত্তর :
(D) ১৯

২০২১ সালের আন্তর্জাতিক ঢাকা উৎসব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে উৎসর্গ করা হয়েছে ।


৯২. তামিলনাড়ু সরকার কবি তিরুভল্লুভারের সম্মানে তিরুভল্লুভার দিবস হিসাবে কোন দিনটি পালন করে থাকে?

(A) ১৩ই জানুয়ারি
(B) ১৪ই জানুয়ারি
(C) ১৫ই জানুয়ারি
(D) ১৬ই জানুয়ারি

উত্তর :
(C) ১৫ই জানুয়ারি 

৯৩. বাদুড় এবং ভাইরাস সম্পর্কে তাঁর গবেষণার জন্য কে ‘ব্যাট ওম্যান’ নাম অর্জন করেছেন ?

(A) হাও হ্যাডং
(B) ওয়াং ইয়ানাই
(C) শি ঝেংলি
(D) লি-মেং ইয়ান

উত্তর :
(C) শি ঝেংলি

চীনের উওহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ভাইরোলজিস্ট শি ঝেংলিকে সম্মানিত করেছে। বাদুড় এবং ভাইরাস সম্পর্কে তার গবেষণার জন্য তিনি ‘ব্যাট ওম্যান’ নাম অর্জন করেছেন।


৯৪. ২০২১ সালের জানুয়ারিতে ভারতে কততম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India ) শুরু হলো ?

(A) ৪৮
(B) ৪৯
(C) ৫০
(D) ৫১

উত্তর :
(D) ৫১

১৬ই জানুয়ারি ভারতে ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India ) শুরু হলো ।


৯৫. ২০২১ সালের জানুয়ারিতে কোন দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্সি পদ অর্জন করেছে ?

(A) সামোয়া
(B) টঙ্গা
(C) উজবেকিস্তান
(D) ফিজি

উত্তর :
(D) ফিজি

বাহরাইন ও উজবেকিস্তানকে সিক্রেট ব্যালট ভোটিংয়ে হারিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্সি পদ অর্জন করলো ফিজি ।


৯৬. জো বাইডেন তাঁর COVID-19 রেসপন্স টিমে টেস্টিং অ্যাডভাইজার হিসাবে কাকে নিযুক্ত করেছেন ?

(A) বিনোদ খোসলা
(B) ববি জিন্দাল
(C) অজিত পাই
(D) বিদুর শর্মা

উত্তর :
(D) বিদুর শর্মা

৯৭. কোন রাজ্যের সরকার জল সংরক্ষণের উদ্দেশ্যে COSFOM  নামে একটি ওয়েবসাইট লঞ্চ করেছে?

(A) হিমাচল প্রদেশ
(B) মণিপুর
(C) সিকিম
(D) উত্তরাখণ্ড

উত্তর :
(B) মণিপুর

৯৮. বর্তমানে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে?

(A) সৈয়দ আকবরউদ্দিন
(B) উমা শঙ্কর
(C) টি এস তিরুমুর্তি
(D) এস জয়শঙ্কর

উত্তর :
(C) টি এস তিরুমুর্তি

৯৯. Digital Evolution Scorecard 2020 অনুযায়ী ভারতের স্থান কত?

(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) অষ্টম
(D) নবম

উত্তর :
(B) চতুর্থ

১০০. সম্প্রতি মারা গেলেন বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণীর ক্রিকেটার অ্যালান বার্জেস। তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করতেন?

(A) অস্ট্রেলিয়া
(B) ইংল্যান্ড
(C) নিউজিল্যান্ড
(D) সাউথ আফ্রিকা

উত্তর :
(C) নিউজিল্যান্ড

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button