ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ আইন ও অ্যাক্ট তালিকা – PDF
Important Laws and Acts of British India

ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ আইন ও অ্যাক্ট তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ আইন ও অ্যাক্ট তালিকা ( Important Laws and Acts of British India ) নিয়ে। কোন আইন ও অ্যাক্ট কোন সালে প্রবর্তিত হয়েছিল সেই সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেবো।
ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ অ্যাক্ট তালিকা
| অ্যাক্ট | সাল | গভর্নর জেনারেল |
|---|---|---|
| রেগুলেটিং অ্যাক্ট | ১৭৭৩ | ওয়ারেন হেস্টিংস |
| বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত | ১৭৯৩ | লর্ড কর্নওয়ালিশ |
| রায়তওয়ারী বন্দোবস্ত | ১৮১৮-২৩ | লর্ড হেস্টিংস |
| সতীদাহ প্রথা নিবারণ আইন | ১৮২৯ | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
| চার্টার অ্যাক্ট | ১৮৩৩ | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
| বিধবা বিবাহ আইন | ১৮৫৬ | লর্ড ডালহৌসি |
| মহারানীর ঘোষণাপত্র | ১৮৫৮ | লর্ড ক্যানিং |
| ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট | ১৮৬১ | লর্ড ক্যানিং |
| ইলবার্ট বিল | ১৮৮৩ | লর্ড রিপন |
| ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট | ১৮৯২ | লর্ড ল্যান্সডাউন |
| মর্লে মিন্টো সংস্কার | ১৯০৯ | লর্ড মিন্টো |
| ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট | ১৯০৯ | লর্ড মিন্টো |
| রাউলাট অ্যাক্ট | ১৯১৯ | লর্ড চেমসফোর্ড |
| সাইমন কমিশন | ১৯২৮ | লর্ড আরউইন |
| গান্ধী আরউইন চুক্তি | ১৯৩১ | লর্ড আরউইন |
| পৃথক নির্বাচন | ১৯৩২ | লর্ড ওয়েলিংটন |
| ভারত শাসন আইন | ১৯৩৫ | লর্ড ওয়েলিংটন |
| ক্রিপস মিশন | ১৯৪২ | লর্ড লিনলিথগো |
| ওয়েভেল প্ল্যান | ১৯৪৫ | লর্ড ওয়েভেল |
| ক্যাবিনেট মিশন | ১৯৪৬ | লর্ড ওয়েভেল |
| ভারত স্বাধীন চুক্তি | ১৯৪৭ | লর্ড মাউন্টব্যাটেন |
ব্রিটিশ আমলের কিছু গুরুত্বপূর্ণ আইন
| সাল | আইন |
|---|---|
| ১৭৭৩ | রেগুলেটিং আইন |
| ১৭৮৪ | চার্টার আইন |
| ১৭৮৪ | পিটের ভারতশাসন আইন |
| ১৭৯৩ | চার্টার আইন |
| ১৮১৩ | চার্টার আইন |
| ১৮২৯ | সতীদাহ নিবারণ আইন |
| ১৮৩৩ | চার্টার আইন |
| ১৮৫৩ | চার্টার আইন |
| ১৮৫৬ | হিন্দু বিধবা বিবাহ আইন |
| ১৮৫৮ | ভারত শাসন আইন |
| ১৮৬১ | ভারতীয় পরিষদ আইন |
| ১৮৭২ | ভারতীয় বিবাহ আইন |
| ১৮৭৬ | নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন |
| ১৮৭৮ | মাতৃভাষা প্রকাশিত আইন |
| ১৮৭৮ | অস্ত্র আইন |
| ১৮৭৯ | দাক্ষিণাত্য কৃষিজীবি আইন |
| ১৮৮১ | ফ্যাক্টরি আইন |
| ১৮৯৩ | ভারতীয় পরিষদ আইন |
| ১৯০৪ | ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন |
| ১৯০৮ | সংবাদপত্র আইন |
| ১৯১৫ | ভারতরক্ষা আইন |
| ১৯১৮ | ভারতীয় চলচ্চিত্র আইন |
| ১৯১৯ | রাওলাট আইন |
| ১৯১৯ | মন্টেগু চেমসফোর্ড আইন |
ব্রিটিশ আমলের আইন ও অ্যাক্ট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
১. মন্টেগু-চেমসফোর্ড আইন কবে পাস হয়?
মন্টেগু-চেমসফোর্ড আইন পাস হয় ১৯১৯ সালে ।
২. রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন?
লর্ড চেমসফোর্ড
৩. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়।
৪. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশে ছাড় পত্র পায় ?
১৮১৩ এর চার্টার আইনে
৫. সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড আরউইন
৬. কে অস্ত্র আইন পাশ করেছিলেন?
লর্ড লিটন
৭. কোন গভর্নর জেনারেল -এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?
লর্ড ডালহৌসি
৮. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন ?
লর্ড রিপন
৯. কে দেশীয় সংবাদ পত্র আইন জারী করেছিলেন?
লর্ড লিটন
১০. কে প্রথম ফ্যাক্টরি আইন (১৮৮১ ) প্রবর্তন করেন ?
লর্ড রিপন
১১. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
লর্ড কর্ণওয়ালিশ
Download Section
- File Name : ব্রিটিশ আমলের আইন ও অ্য়াক্ট – বাংলা কুইজ
- File Size : 4 MB
- Format : PDF
- No. of Pages : 04
- Language : Bengali
- Subject : Modern Indian History
আরও দেখে নাও :
- ভারতের ভাইসরয় তালিকা – সময়কাল ও উল্লেখযোগ্য ঘটনা – PDF
- বাংলার গভর্নর জেনারেল তালিকা ও তথ্য – PDF
- বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF
- ওয়াভেল পরিকল্পনা ও সিমলা বৈঠক – ১৯৪৫ সাল
- রাওলাট আইন – ১৯১৯ খ্রিস্টাব্দ – রাওলাট আইন টিকা
To check our latest Posts - Click Here








