Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (29th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – 28th November Current Affairs Quiz 2023 – Bengali

দেখে নাও : 28th November Current Affairs Quiz 2023 – Bengali


১. ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়ুষ মন্ত্রক কী পুরস্কার পেয়েছে?

(A) রৌপ্য পদক
(B) প্ল্যাটিনাম পদক
(C) ব্রোঞ্জ পদক
(D) স্বর্ণ পদক

উত্তর
(D) স্বর্ণ পদক
ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়ুষ মন্ত্রকস্বর্ণ পদক জিতে নিয়েছে ।

২. কোন ছবির জন্য পরিচালক রিশব শেঠি ৫৪তম IFFI -এ বিশেষ জুরি পুরস্কারে সম্মানিত হয়েছেন?

(A) Harikathe Alla Girikathe
(B) Kantara
(C) Mishan Impossible
(D) Garuda Gamana Vrishabha Vahana

উত্তর
(B) Kantara
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠি ৫৪তম IFFI -এ ‘Kantara’ ছবির জন্য বিশেষ জুরি পুরস্কারে সম্মানিত।

৩. উত্তরপ্রদেশ সরকার কোন প্রতিষ্ঠানে ভারতের প্রথম টেলিকম সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণের ঘোষণা করেছে ?

(A) IIT বোম্বে
(B) IIT খড়গপুর
(C) IIT দিল্লি
(D) IIT রুরকি

উত্তর
(D) IIT রুরকি
উত্তরপ্রদেশ সরকার IIT রুরকিতে ভারতের প্রথম টেলিকম সেন্টার অফ এক্সিলেন্স তৈরির করার ঘোষণা করেছে।

৪. মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন?

(A) মোহাম্মদ মুইজ্জু
(B) স্রেথা থাভিসিন
(C) পৃথ্বীরাজসিংহ রূপন
(D) অ্যান্ড্রি রাজোয়েলিনা

উত্তর
(D) অ্যান্ড্রি রাজোয়েলিনা
আন্দ্রি রাজোয়েলিনা দ্বিতীয় মেয়াদের জন্য মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

৫. ফিনো পেমেন্টস ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) রজত কুমার জৈন
(B) বিক্রম কুমার ঝা
(C) রাজীব অরোরা
(D) দীনেশ খারা

উত্তর
(A) রজত কুমার জৈন
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ফিনো পেমেন্টস ব্যাঙ্কের পার্ট -টাইম চেয়ারম্যান হিসাবে রজত কুমার জৈনের মনোনয়ন অনুমোদন করেছে।

৬. সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে ডেভিস কাপ জিতেছে ইতালি। ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত ?

(A) ফুটবল
(B) টেনিস
(C) হকি
(D) সাঁতার

উত্তর
(B) টেনিস
ডেভিস কাপ পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতাবিশেষ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) কর্তৃক এ প্রতিযোগিতা পরিচালিত হয়।

৭. ২০২৩ সালের জন্য মেরিয়াম-ওয়েবস্টার শব্দ হিসেবে কোন শব্দটি নির্বাচন করা হয়েছে ?

(A) Situationship
(B) Authentic
(C) Swiftie
(D) De-influencing

উত্তর
(B) Authentic
২০২৩ সালের জন্য মেরিয়াম-ওয়েবস্টার শব্দ হিসেবে Authentic শব্দটিকে নির্বাচন করা হয়েছে ।

৮. জম্মু ও কাশ্মীরের এর নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজয় কুমার ভাল্লা
(B) মনোজ সিনহা
(C) সঞ্জীব সেহগাল
(D) অটল দুল্লু

উত্তর
(D) অটল দুল্লু

  • জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন সিনিয়র আইএএস অফিসার অটল দুল্লু।
  • ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অটল দুল্লুকে পয়লা ডিসেম্বর থেকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব নিযুক্ত করা হচ্ছে।
  • বর্তমান মুখ্য সচিব অরুণ কুমার মেহতা এই মাসের শেষের দিকে ৬০ বছর বয়স পূর্ণ করে অবসর নিচ্ছেন।

৯. সম্প্রতি কোন হাইকোর্ট বলেছে যে ‘দ্রুত বিচারের অধিকার একটি মৌলিক অধিকার (the right to speedy justice is a Fundamental Right)’ ?

(A) মধ্যপ্রদেশ হাইকোর্ট
(B) বোম্বে হাইকোর্ট
(C) দিল্লি হাইকোর্ট
(D) মাদ্রাজ হাইকোর্ট

উত্তর
(A) মধ্যপ্রদেশ হাইকোর্ট
মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি মন্তব্য করেছে যে ‘দ্রুত বিচারের অধিকার একটি মৌলিক অধিকার (the right to speedy justice is a Fundamental Right)’

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button