বাংলা ব্যাকরণ

অর্থসহ বাক্য রচনা উদাহরণ – বাংলা ব্যাকরণ

অর্থসহ বাক্য রচনা উদাহরণ – বাংলা ব্যাকরণ

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রায়শঃই এসে থাকে “অর্থসহ বাক্য রচনা করুন”। এক্ষেত্রে সাধারণত কোনো প্রবাদবাক্য বা কোনো শব্দ দিয়ে তার অর্থ উল্লেখকরে বাক্যরচনা করতে বলা হয়ে থাকে। আজকের এই পোস্টে আমরা এরকমই কিছু উদাহরণ দেখে নেবো।

১. অকাল কুষ্মাণ্ড (অপদার্থ) : অকাল কুষ্মাণ্ড ছেলেটা প্রতিবছর ফেল করে, তাকে দিয়ে কোনো কাজ হবে না ।

২. অক্কা পাওয়া (মারা যাওয়া) : চোরটা দুদিনের জ্বরেই অক্কা পেয়েছে।

৩. অগস্ত্য যাত্রা (চির দিনের জন্য প্রস্থান) : বাবা-মার বকুনি খেয়ে ছেলেটা সেই যে বাড়ি থেকে পালাল, আর ফিরল না — কে জানত এই হবে তার অগস্ত্য যাত্রা ।

8. অন্ধের যষ্টি (একমাত্র অবলম্বন) : বুড়ি মায়ের অন্ধের যষ্টি সেই ছেলেটিও গতকাল সাপের কামড়ে মারা গেছে।

৫. অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন) : ঐ কৃপণ বুড়োর কাছে টাকা চাওয়া আর অরণ্যে রোদন একই কথা ৷

৬. অগাধ জলের মাছ (চতুর ব্যক্তি) : সে তো অগাধ জলের মাছ, তার মনের ফন্দি-ফিকির বুঝবে কি করে?

৭. অন্ধকারে ঢিল ছোড়া (না জেনে কিছু করা) : বিষয়টা আগে ভাল করে জেনে নাও, অন্ধকারে ঢিল ছোড়ার দরকার কি?

দেখে নাও : 200+ Bengali Bagdhara PDF Download । বাংলা বাগধারা তালিকা PDF

৮. অল্পবিদ্যা ভয়ঙ্করী (অল্পবিদ্যার গর্ব) : অল্পবিদ্যা ভয়ঙ্করী বলেই ফটিক মিয়া শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক কারো সমালোচনাই বাদ দেয় না ৷

৯. অর্ধচন্দ্ৰ দান (গলাধাক্কা ) : বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিশ থেকে বিদায় করে দাও ।

১০. অমাবস্যার চাঁদ (অদর্শনীয়) : তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে গেলে, তোমার আর দেখাই পাওয়া যায় না ।

১১. অগ্নি পরীক্ষা (চরম পরীক্ষা) : জাতীয় জীবনে এ এক অগ্নি পরীক্ষা – এতে আমাদের উত্তীর্ণ হতেই হবে ।

১২. আকাশ কুসুম (অসম্ভব কল্পনা) : ঘরে বসে আকাশ কুসুম কল্পনা করলে কিছু হবে না – চাই পরিশ্রম আর নিষ্ঠা ।

দেখে নাও : প্রবাদ বাক্য | Bengali Proverbs with English Translations – PDF

১৩. আক্কেল সেলামি (বোকামির সেলামি) : বিনা টিকিটে ট্রেনে চড়ে ৫০ টাকা আক্কেল সেলামি দিয়ে ফিরে এলাম ।

১৪. আঙুল ফুলে কলাগাছ (হঠাৎ বড়লোক হওয়া) : কাঁচামালের ব্যবসা করে এখন আঙুল ফুলে কলাগাছ হয়েছে ।

১৫. আদায়-কাচকলায় (শত্রুতা) : দু ভায়ের সম্পর্ক আদায়-কাচকলায়, কেউ কারো মুখ পর্যন্ত দেখে না ।

১৬. আক্কেল গুড়ুম (হতবুদ্ধি) : তার মিথ্যা অভিযোগ শুনে তো আমার আক্কেল গুড়ুম ।

১৭. আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) : সে একটা আমড়া কাঠের ঢেঁকি – তাকে কোনো দায়িত্ব দিয়ে লাভ নেই ।

১৮. আকাশ ভেঙে পড়া (ভীষণ বিপদে পড়া) : চাকুরি হারিয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ।

১৯. আঠার মাসে বছর (দীর্ঘসূতী) : তার আঠার মাসে বছর, কোনো কাজই সে সময়মত করতে পারে না ৷

২০. আলালের ঘরের দুলাল (অতি আদরে নষ্ট পুত্র) : রোদ-বাতাস সইতে পারে না, পরিশ্রম করতে পারে না এমন আলালের ঘরের দুলালের হাতে আমার ব্যবসার কাজকর্ম ছেড়ে দিতে পারি না ।

দেখে নাও : ১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ

২১. আষাঢ়ে গল্প (অসম্ভব কাহিনী) : তুমি খালি হাতে বাঘ মেরেছ –এটা আষাঢ়ে গল্প ছাড়া কিছুই নয় ।

২২. ইঁচড়ে পাকা (অকালপক্ক ) : ও ইঁচড়ে পাকা ছেলে না হলে বাবা-মায়ের সঙ্গে এরকম তর্ক করে ।

২৩. ইতর বিশেষ (পার্থক্য) : ছেলে-মেয়ের মধ্যে ইতর বিশেষ না করে দুজনেরই লেখাপড়ার সমান সুযোগ দাও ।

২৪. উত্তম মধ্যম (প্রহার) : পুলিশে দিয়ে কি হবে, চোরটিকে উত্তম মধ্যম দিয়ে গাঁ থেকে বের করে দাও ।

২৫. এক চোখা (পক্ষপাতিত্ব) : গাঁয়ের মোড়ল একচোখা, তার কাছে সুবিচার পাবে কি করে?

২৬. এলাহি কাণ্ড (বিরাট আয়োজন) : ছেলের জন্মদিনে এতবড় আয়োজন এ যে এক এলাহি কাণ্ড ।

২৭. কলুর বলদ (একটানা খাটুনি) : সারাদিন সংসারে কলুর বলদের মতো খেটে মরছি – তবু কেউ দুটো ভাল কথা বলে না ।

২৮. কথার কথা (গুরুত্বহীন কথা ) : কাউকে আঘাত দেওয়ার জন্য একথা বলিনি এ নেহায়েতই কথার কথা ৷

২৯. কত ধানে কত চাল (হিসাব করে চলা ) : তোমাকে তো উপার্জন করে সংসার চালাতে হয় না আমি উপার্জন করে সংসার চালাই – তাই জানি কত ধানে কত চাল ।

৩০. কড়ায় গণ্ডায় (পুরোপুরি) : আগে কড়ায় গণ্ডায় পাওনা বুঝিয়ে দাও তারপরে তোমার অন্য কথা ।

৩১. কেতাদুরস্ত (পরিপাটি) : করিম পোশাকে কেতাদুরস্ত হলে কি হবে লেখাপড়া তো কিছুই জানে না ।

দেখে নাও : ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF

৩২. কাঠের পুতুল (নির্জীব) : ওই কাঠের পুতুল দিয়ে কিছু হবে না, এত ব্যবসা চালাতে হলে চটপটে বুদ্ধিমান ছেলে দরকার।

৩৩. কান পাতলা (বিশ্বাসপ্রবণ) : লোকটির ভয়ানক কান পাতলা, যে যা বলে তাই বিশ্বাস করে ।

৩৪. কেঁচেগণ্ডুষ (পুনরায় আরম্ভ করা) : অঙ্ক সবই ভুলে বসে আছি, ছেলেকে পড়াতে যেয়ে আবার কেঁচেগণ্ডুষ করতে হচ্ছে।

৩৫. খয়ের খাঁ (চাটুকার) : তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ তুমি আমাদের আন্দোলনে আসবে না ।

৩৬. গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) : আমি তোমাদের মতো গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে চাই না, নিজের মতো করে নিজে বাঁচতে চাই ।

দেখে নাও : ৫৫০+ পদ পরিবর্তন তালিকা । পদান্তর । Pod Poriborton – PDF Download

৩৭. গলগ্রহ (পরের বোঝা স্বরূপ) : আমি কারো গলগ্রহ নই, গায়ে খেটে নিজের অন্ন জোগাড় করি ।

৩৮. গোবর গণেশ (মূর্খ) : ছেলেটা একেবারে গোবর গণেশ, বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই ।

৩৯. গোঁফ খেজুরে (অলস) : সে যা গোঁফ খেজুরে লোক, ঢাকনা খুলে হাঁড়ির ভাতটুকু নিয়েও খেতে পারবে না।

৪০. গোড়ায় গলদ (আরম্ভে ভুল) : অঙ্ক মিলবে কি করে, গোড়াতেই যে গলদ করে বসে আছ ।

৪১. গুড়ে বালি (আশায় নৈরাশ্য)– ভেবেছিলাম এবার ভাল ফসল পাব কিন্তু সে গুড়ে বালি, বান সব ভাসিয়ে নিয়ে গেছে ।

৪২. ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত করা) : দুবেলা ভাত জোটে না, এদিকে প্রতি রাতে সিনেমা দেখার শখ এ ঘোড়া রোগ ছাড়া আর কি!

৪৩. চিনির বলদ (ভারবাহী কিন্তু লাভের অংশীদার নয়) : সংসারে দিনরাত খেটে মরছি কিন্তু চিনির বলদের মতো লাভের লাভ কিছুই পাই না ।

দেখে নাও : 880+ লিঙ্গ পরিবর্তন – সংজ্ঞা, শ্রেণীবিভাগ, নিয়ম উদাহরণ

৪৪. চোখের বালি (চক্ষুশূল) : ছেলেটা সমায়ের চোখের বালি দিনরাত গালিই শোনে ।

৪৫. ছকড়া নকড়া (সস্তা দর) : বাজারে ইলিশ মাছের আমদানি বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।

৪৬. ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু) : একি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাবে, ভাল ফলাফল করতে চাইলে পরিশ্রম করে অনেক বেশি পড়তে হবে ।

৪৭. জিলিপির প্যাচ (কুটিলতা) : ওর কথা বিশ্বাস করো না, বাইরে ওকে ভাল মানুষের মতো দেখালেও পেটের ভিতরে ওর জিলিপির প্যাচ ।

৪৮. টনক নড়া (চৈতন্য লাভ করা) : একবার ফেল করে ওর টনক নড়েছে, এবার বছরের শুরুতেই লেখাপড়া আরম্ভ করেছে।

৪৯. ঠোঁট কাটা (বেহায়া ) : ও ছেলের ঠোঁট কাটা, মুরুব্বির সামনেও বেফাঁস কথা বলে ফেলতে পারে ।

৫০. তাসের ঘর (ক্ষণস্থায়ী) : ওদের মধ্যে এত দহরম মহরম কিন্তু সামান্য স্বার্থের টানাপোড়নেই বন্ধুত্ব তাসের ঘরের মতো ভেঙে গেল ৷

দেখে নাও : কারক ও বিভক্তি – বাংলা ব্যাকরণ

৫১. দহরম মহরম (ঘনিষ্ঠতা ) : বড় সাহেবের সঙ্গে তোমার যে দহরম মহরম সহজেই তুমি কাজটা তার কাছ থেকে বাগিয়ে নিতে পারবে ।
৫২. নয় ছয় (অপচয়) : দুদিনেই ছেলেটা পৈতৃক সম্পত্তি নয় ছয় করে উড়িয়ে দিল ।

৫৩. পটল তোলা (মারা যাওয়া) : জনতার হাতে বেদম মার খেয়ে চোরটা গতরাতে পটল তুলেছে।

৫৪. বাঘের দুধ (সহজপ্রাপ্য নয় এমন বস্তু) : টাকায় কিনা পাওয়া যায় – চাইলে বাঘের দুধও পাওয়া যায় ।

৫৫. মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ) : ওর কথায় যত মধুই থাক ও মিছরির ছুরি, অন্তরে তার কথা বিধে যায় ৷

৫৬. মগের মুল্লুক (অরাজক দেশ) : একি মগের মুল্লুক পেয়েছ যা খুশি তাই করবে।

৫৭. রুই কাতলা (পদস্থ ব্যক্তি) : তিনি সমাজের একজন রুই-কাতলা তার বিরুদ্ধে অভিযোগ করলে কি রক্ষা পাওয়া যাবে?

৫৮. শাঁখের করাত (উভয় সঙ্কট) : এদিকে বন্ধুদেরও বিপদে ফেলতে পারি না আবার শিক্ষকদেরকে মিথ্যা কথাও বলতে পারি না আমার অবস্থা শাঁখের করাতের মত ৷

৫৯. হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা ফাঁস করা ) : আমাকে জব্দ করার চেষ্টা করলে হাটে হাঁড়ি ভেঙে তোমার সব গোপন কথা ফাঁস করে দেব ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button