EconomyGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

List of Taglines , Founder, Head Quarters of Different Commercial banks

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষত ব্যাঙ্কের পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ।

সরকারি ব্যাঙ্ক

ব্যাঙ্কের নামপ্রতিষ্ঠা কালপ্রতিষ্ঠাতাসদর কার্যালয়ট্যাগলাইন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া১৯৫৫ভারত সরকারমুম্বাইWith you all the way /
Pure Banking Nothing Else /
The Nation’s banks on us
ব্যাঙ্ক অফ বরােদা১৯০৮মহারাজা সায়াজিরাওবরোদাIndia’s International Bank
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া১৯০৬বোম্বাইয়ের ব্যবসায়ীগণমুম্বাইRelationship beyond Banking
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র১৯৩৫ভি জি কালে ও ডি কে সাঠেপুনেOne family one Bank
কানাড়া ব্যাঙ্ক১৯০৬এ সুব্বারাও পাইবেঙ্গালুরুTogether we can
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া১৯১১স্যার সোরাবজি পোচকানওয়ালামুম্বাইCentral To you Since 1911 /
Build a better life around us
ইন্ডিয়ান ব্যাঙ্ক১৯০৭ভি কৃষ্ণস্বামীচেন্নাইTaking Banking Technology to the common man
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক১৯৩৭এম চিদম্বরম চেট্টিয়ারচেন্নাইGood people to grow with
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স১৯৪৩রায়বাহাদুর লালা সােহনলালগুরগাঁওWhere every individual is committed
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক১৯০৮ভাইবীর সিং,
সুন্দর সিং মজিথা,
সর্দার টারলোচন সিং
নতুন দিল্লিWhere service is a way of life
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক১৯৮৫দয়াল সিং মজিথা ও অন্যান্যনতুন দিল্লিThe name you can bank on
সিন্ডিকেট ব্যাঙ্ক১৯২৫টিএমএ পাই, উপেন্দ্র পাই, ভামন যুদবামণিপালYour faithful and friendly Financial Partner
ইউকো ব্যাঙ্ক১৯৪৩ঘনশ্যাম দাস বিড়লাকলকাতাHonours your Trust
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া১৯১৯মুম্বাইGood People to Bank with
সরকারি ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

সরকারি ব্যাঙ্ক

ব্যাঙ্কের নামপ্রতিষ্ঠা কালপ্রতিষ্ঠাতাসদর কার্যালয়ট্যাগলাইন
ফেডেরাল ব্যাঙ্ক১৯৪৫কে পি হার্নিসকোচিYour Perfect Banking Partner
নৈনিতাল ব্যাঙ্ক১৯২২গােবিন্দ বল্লভ পন্থনৈনিতালBanking with personal touch
তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক লিঃ১৯২১নাদার ব্যাবসায়িক সমিতিতুতিকোরিনCustomer oriented and committed to excellence
অ্যাক্সিস ব্যাঙ্ক১৯৯৪UTI, LIC, GIC, NIC, NIAC, OIC, UllC-এর যৌথ উদ্যোগে।মুম্বাইBadhti Ka naam Zindagi/
Everything is the same except the name
HDFC ব্যাঙ্ক১৯৯৪মুম্বাইWe understand your world
ICICI ব্যাঙ্ক১৯৯৪ভারতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানমুম্বাইHum Hai Na!!/ Khyaal Apka
ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক১৯২০ত্রিশূরের ব্যবসায়ীগণত্রিশূরSupport all the way
ধনলক্ষ্মী ব্যাঙ্ক১৯২৭ত্রিশূরের ব্যবসায়ীগণত্রিশূরতন. মন. ধন
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক১৯০৪কুম্বনমTrust and Excellence
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক১৯৮৫উদয় কোটাকমুম্বাইLet’s make money simple
জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক১৯৩৮মহারাজা হরি সিংশ্রীনগরServing to empower
কর্ণাটক ব্যাঙ্ক১৯২৪বি আর ব্যাসার্যচরম্যাঙ্গালোরYour family Bank across India
কারুর বৈশ্য ব্যাঙ্ক১৯২৬এম এ ভেঙ্কটরমন চেট্টিয়ার ও অথি কৃষ্ণা চেট্টিয়ারকারুর (তামিলনাড়ু)Smart way to Bank
রত্নাকর ব্যাঙ্ক১৯৪৩মুম্বাইঅপনো ব্যাঙ্ক
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক১৯২৯ত্রিশূরের ব্যবসায়ীগণত্রিশূরExperience next generation banking
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক১৯৯৪এস পি হিন্দুজামুম্বাইWe make you feel richer
ইয়েস ব্যাঙ্ক২০০৪রানা কাপুরমুম্বাইExperience our expertise
IDFC First ব্যাঙ্ক২০১৫রাজীব লালমুম্বাইব্যাঙ্কিং হটকে
বন্ধন ব্যাঙ্ক২০০১চন্দ্রশেখর ঘোষকলকাতাআপকা ভালা সবকি ভালাই
IDBI ব্যাঙ্ক১৯৬৪ভারত সরকারমুম্বাইBanking for all
বেসরকারি ব্যাঙ্কের প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

বিদেশি ব্যাঙ্ক

ব্যাঙ্কের নামপ্রতিষ্ঠা কালপ্রতিষ্ঠাতাসদর কার্যালয়ট্যাগলাইন
DBS ব্যাঙ্ক১৯৬৮গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরসিঙ্গাপুরLive More, Bank Less
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক১৯৬৯জেমস উইলসনলন্ডনYour right partner
দয়েস ব্যাঙ্ক১৮৭০ফ্রাঙ্কফুর্টA passion to perform
বি এন পি পরিবাস২০০০বি এন পি পরিবাস সংস্থাপ্যারিসThe Bank for a changing world
বার্কলেস ব্যাঙ্ক১৮৯৬লন্ডনFluent in Finance
HSBC১৮৬৫থমাস সুথারল্যান্ডহংকং, লন্ডন, কানাডাThe world’s local bank
সিটি ব্যাঙ্ক১৮১২মসেস টেলর এবং জন জ্যাকব অ্যাস্টিরনিউ ইয়র্কThe City never sleeps
     
বিদেশি ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন

আরও দেখে নাও : 

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক | Reserve Bank of India

একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India

বেকারত্ব ( PDF )

অর্থনীতি MCQ – সেট ১৬ –  ভারতীয় অর্থনীতির প্রশ্নোত্তর

Covered Topics : বিভিন্ন ব্যাঙ্কের ট্যাগলাইন, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ভারতের বিভিন্ন সরকারি ব্যাঙ্ক, ভারতের বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক, বিভিন্ন বিদেশি ব্যাংকার ট্যাগলাইন, বিভিন্ন ব্যাঙ্কের সদর কার্যালয়, বিভিন্ন ব্যাঙ্কের সদর দপ্তর

বিভিন্ন ব্যাংক সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?

১৯৫৫ সালের ১লা জুলাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাগ লাইন কি ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেলগুলি ট্যাগ লাইন রয়েছে, এদের মধ্যে কিছু হল – A Bank Of The Common Man, Pure Banking Nothing Else, The Banker To Every Indian, The Nation Banks On Us, With You All The Way, You Can Always Bank On Us.

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর ট্যাগলাইন কি ?

One family one Bank

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button