বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন
List of Taglines , Founder, Head Quarters of Different Commercial banks
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, সদর দফতর ও ট্যাগলাইন তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষত ব্যাঙ্কের পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ।
সরকারি ব্যাঙ্ক
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠা কাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | ট্যাগলাইন |
---|---|---|---|---|
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯৫৫ | ভারত সরকার | মুম্বাই | With you all the way / Pure Banking Nothing Else / The Nation’s banks on us |
ব্যাঙ্ক অফ বরােদা | ১৯০৮ | মহারাজা সায়াজিরাও | বরোদা | India’s International Bank |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯০৬ | বোম্বাইয়ের ব্যবসায়ীগণ | মুম্বাই | Relationship beyond Banking |
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র | ১৯৩৫ | ভি জি কালে ও ডি কে সাঠে | পুনে | One family one Bank |
কানাড়া ব্যাঙ্ক | ১৯০৬ | এ সুব্বারাও পাই | বেঙ্গালুরু | Together we can |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯১১ | স্যার সোরাবজি পোচকানওয়ালা | মুম্বাই | Central To you Since 1911 / Build a better life around us |
ইন্ডিয়ান ব্যাঙ্ক | ১৯০৭ | ভি কৃষ্ণস্বামী | চেন্নাই | Taking Banking Technology to the common man |
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক | ১৯৩৭ | এম চিদম্বরম চেট্টিয়ার | চেন্নাই | Good people to grow with |
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স | ১৯৪৩ | রায়বাহাদুর লালা সােহনলাল | গুরগাঁও | Where every individual is committed |
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক | ১৯০৮ | ভাইবীর সিং, সুন্দর সিং মজিথা, সর্দার টারলোচন সিং | নতুন দিল্লি | Where service is a way of life |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ১৯৮৫ | দয়াল সিং মজিথা ও অন্যান্য | নতুন দিল্লি | The name you can bank on |
সিন্ডিকেট ব্যাঙ্ক | ১৯২৫ | টিএমএ পাই, উপেন্দ্র পাই, ভামন যুদবা | মণিপাল | Your faithful and friendly Financial Partner |
ইউকো ব্যাঙ্ক | ১৯৪৩ | ঘনশ্যাম দাস বিড়লা | কলকাতা | Honours your Trust |
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯১৯ | – | মুম্বাই | Good People to Bank with |
সরকারি ব্যাঙ্ক
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠা কাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | ট্যাগলাইন |
---|---|---|---|---|
ফেডেরাল ব্যাঙ্ক | ১৯৪৫ | কে পি হার্নিস | কোচি | Your Perfect Banking Partner |
নৈনিতাল ব্যাঙ্ক | ১৯২২ | গােবিন্দ বল্লভ পন্থ | নৈনিতাল | Banking with personal touch |
তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক লিঃ | ১৯২১ | নাদার ব্যাবসায়িক সমিতি | তুতিকোরিন | Customer oriented and committed to excellence |
অ্যাক্সিস ব্যাঙ্ক | ১৯৯৪ | UTI, LIC, GIC, NIC, NIAC, OIC, UllC-এর যৌথ উদ্যোগে। | মুম্বাই | Badhti Ka naam Zindagi/ Everything is the same except the name |
HDFC ব্যাঙ্ক | ১৯৯৪ | – | মুম্বাই | We understand your world |
ICICI ব্যাঙ্ক | ১৯৯৪ | ভারতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান | মুম্বাই | Hum Hai Na!!/ Khyaal Apka |
ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক | ১৯২০ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর | Support all the way |
ধনলক্ষ্মী ব্যাঙ্ক | ১৯২৭ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর | তন. মন. ধন |
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক | ১৯০৪ | – | কুম্বনম | Trust and Excellence |
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক | ১৯৮৫ | উদয় কোটাক | মুম্বাই | Let’s make money simple |
জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক | ১৯৩৮ | মহারাজা হরি সিং | শ্রীনগর | Serving to empower |
কর্ণাটক ব্যাঙ্ক | ১৯২৪ | বি আর ব্যাসার্যচর | ম্যাঙ্গালোর | Your family Bank across India |
কারুর বৈশ্য ব্যাঙ্ক | ১৯২৬ | এম এ ভেঙ্কটরমন চেট্টিয়ার ও অথি কৃষ্ণা চেট্টিয়ার | কারুর (তামিলনাড়ু) | Smart way to Bank |
রত্নাকর ব্যাঙ্ক | ১৯৪৩ | – | মুম্বাই | অপনো ব্যাঙ্ক |
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক | ১৯২৯ | ত্রিশূরের ব্যবসায়ীগণ | ত্রিশূর | Experience next generation banking |
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক | ১৯৯৪ | এস পি হিন্দুজা | মুম্বাই | We make you feel richer |
ইয়েস ব্যাঙ্ক | ২০০৪ | রানা কাপুর | মুম্বাই | Experience our expertise |
IDFC First ব্যাঙ্ক | ২০১৫ | রাজীব লাল | মুম্বাই | ব্যাঙ্কিং হটকে |
বন্ধন ব্যাঙ্ক | ২০০১ | চন্দ্রশেখর ঘোষ | কলকাতা | আপকা ভালা সবকি ভালাই |
IDBI ব্যাঙ্ক | ১৯৬৪ | ভারত সরকার | মুম্বাই | Banking for all |
বিদেশি ব্যাঙ্ক
ব্যাঙ্কের নাম | প্রতিষ্ঠা কাল | প্রতিষ্ঠাতা | সদর কার্যালয় | ট্যাগলাইন |
---|---|---|---|---|
DBS ব্যাঙ্ক | ১৯৬৮ | গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর | সিঙ্গাপুর | Live More, Bank Less |
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক | ১৯৬৯ | জেমস উইলসন | লন্ডন | Your right partner |
দয়েস ব্যাঙ্ক | ১৮৭০ | – | ফ্রাঙ্কফুর্ট | A passion to perform |
বি এন পি পরিবাস | ২০০০ | বি এন পি পরিবাস সংস্থা | প্যারিস | The Bank for a changing world |
বার্কলেস ব্যাঙ্ক | ১৮৯৬ | – | লন্ডন | Fluent in Finance |
HSBC | ১৮৬৫ | থমাস সুথারল্যান্ড | হংকং, লন্ডন, কানাডা | The world’s local bank |
সিটি ব্যাঙ্ক | ১৮১২ | মসেস টেলর এবং জন জ্যাকব অ্যাস্টির | নিউ ইয়র্ক | The City never sleeps |
আরও দেখে নাও :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক | Reserve Bank of India
একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India
অর্থনীতি MCQ – সেট ১৬ – ভারতীয় অর্থনীতির প্রশ্নোত্তর
Covered Topics : বিভিন্ন ব্যাঙ্কের ট্যাগলাইন, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ভারতের বিভিন্ন সরকারি ব্যাঙ্ক, ভারতের বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক, বিভিন্ন বিদেশি ব্যাংকার ট্যাগলাইন, বিভিন্ন ব্যাঙ্কের সদর কার্যালয়, বিভিন্ন ব্যাঙ্কের সদর দপ্তর
বিভিন্ন ব্যাংক সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৯৫৫ সালের ১লা জুলাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাগ লাইন কি ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেলগুলি ট্যাগ লাইন রয়েছে, এদের মধ্যে কিছু হল – A Bank Of The Common Man, Pure Banking Nothing Else, The Banker To Every Indian, The Nation Banks On Us, With You All The Way, You Can Always Bank On Us.
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর ট্যাগলাইন কি ?
One family one Bank
To check our latest Posts - Click Here