NotesGeneral Knowledge Notes in Bengali
ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF
BALLON D'OR FULL LIST OF WINNERS

ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা
আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৫৬-২০২১ ) । এর সাথে আমরা দেখে নেবো ব্যালন ডি’অর (Ballon d’Or ) পুরস্কার সম্পর্কিত আরও অনেক তথ্য ।
ব্যালন ডি’অর পুরস্কার কি ?
কবে থেকে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা শুরু হয় ?
পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয়
ব্যালন ডি’অর কথাটির অর্থ কি ?
ব্যালন ডি’অর কথাটির অর্থ হল সোনার ফুটবল ।
এই পুরস্কারটির পরিকল্পনা কে করেছিলেন ?
ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো (Gabriel Hanot) এই পুরস্কারটির পরিকল্পনা করেন।
সবচেয়ে বেশিবার কোন ফুটবলার ব্যালন ডি’অর পেয়েছেন ?
লিওলেন মেসি , এখনো পর্যন্ত ৭ বার পেয়েছেন ।
এই পুরস্কারের জন্য কোন খেলোয়াড় সবথেকে বেশিবার মনোনীত হয়েছেন ?
লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোলান্দো । দুজনেই ১৭ বার মনোনীত হয়েছেন ।
ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
| বছর | খেলোয়াড় | ক্লাব |
|---|---|---|
| ২০২১ | লিওনেল মেসি | পারি সাঁ-জেরমাঁ |
| ২০১৯ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০১৮ | লুকা মদরিচ | রিয়াল মাদ্রিদ |
| ২০১৭ | ক্রিস্তিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ |
| ২০১৬ | ক্রিস্তিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ |
| ২০১৫ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০১৪ | ক্রিস্তিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ |
| ২০১৩ | ক্রিস্তিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ |
| ২০১২ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০১১ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০১০ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০০৯ | লিওনেল মেসি | বার্সেলোনা |
| ২০০৮ | ক্রিস্তিয়ানো রোনালদো | ম্যানচেস্টার ইউনাইটেড |
| ২০০৭ | কাকা | ইন্টারন্যাজিওন্যালে মিলানো |
| ২০০৬ | ফ্যাবিও ক্যানাভারো | রিয়াল মাদ্রিদ |
| ২০০৫ | রোনালদিনহো | বার্সেলোনা |
| ২০০৪ | আন্দ্রেই শেভচেঙ্কো | এ.সি. মিলান |
| ২০০৩ | পাভেল নেদভেদ | জুভেন্টাস |
| ২০০২ | রোনালদো | রিয়াল মাদ্রিদ ইন্টারন্যাজিওন্যালে মিলানো |
| ২০০১ | মাইকেল ওয়েন | লিভারপুল |
| ২০০০ | লুইস ফিগো | রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা |
| ১৯৯৯ | রিভালদো | বার্সেলোনা |
| ১৯৯৮ | জিনেদিন জিদান | জুভেন্টাস |
| ১৯৯৭ | রোনালদো | ইন্টারন্যাজিওন্যালে মিলানো বার্সেলোনা |
| ১৯৯৬ | মাথিয়াস সামার | বরুসিভা ডর্টমুন্ড |
| ১৯৯৫ | জর্জ উইয়াহ | এ.সি. মিলান, প্যারিস সেইন্ট-জার্মেইন |
| ১৯৯৪ | হ্রিস্টো স্টইচকভ | বার্সেলোনা |
| ১৯৯৩ | রবের্তো বাজ্জো | জুভেন্টাস |
| ১৯৯২ | মার্কো ফন বাস্তেন | এ.সি. মিলান |
| ১৯৯১ | জঁ-পিয়ের পাপাঁ | ওলাঁপিক মার্সেই |
| ১৯৯০ | লোথার মাথেউস | ইন্টারন্যাজিওন্যালে মিলানো |
| ১৯৮৯ | মার্কো ফন বাস্তেন | এ.সি. মিলান |
| ১৯৮৮ | মার্কো ফন বাস্তেন | এ.সি. মিলান |
| ১৯৮৭ | রুড হুলিট | এ.সি. মিলান পিএসভি আইন্দোভেন |
| ১৯৮৬ | ইগর বেলানভ | সোভিয়েত ইউনিয়ন ডাইনামো কিয়েভ |
| ১৯৮৫ | মিশেল প্লাতিনি | জুভেন্টাস |
| ১৯৮৪ | মিশেল প্লাতিনি | জুভেন্টাস |
| ১৯৮৩ | মিশেল প্লাতিনি | জুভেন্টাস |
| ১৯৮২ | পাওলো রসি | জুভেন্টাস |
| ১৯৮১ | কার্ল-হাইন্ৎস রুমেনিগে | বায়ার্ন মিউনিখ |
| ১৯৮০ | কার্ল-হাইন্ৎস রুমেনিগে | বায়ার্ন মিউনিখ |
| ১৯৭৯ | কেভিন কিগান | হ্যামবার্গার এসভি |
| ১৯৭৮ | কেভিন কিগান | হ্যামবার্গার এসভি |
| ১৯৭৭ | অ্যালান সিমনসেন | বরুসিভা মঞ্চেনগ্লাডবাক |
| ১৯৭৬ | ফ্রাঞ্জ বেকেনবাওয়ার | বায়ার্ন মিউনিখ |
| ১৯৭৫ | ওলে ব্লখিন | সোভিয়েত ইউনিয়ন ডাইনামো কিয়েভ |
| ১৯৭৪ | ইয়োহান ক্রুইফ | বার্সেলোনা |
| ১৯৭৩ | ইয়োহান ক্রুইফ | বার্সেলোনা আয়াক্স আমস্টারডাম |
| ১৯৭২ | ফ্রাঞ্জ বেকেনবাওয়ার | বায়ার্ন মিউনিখ |
| ১৯৭১ | ইয়োহান ক্রুইফ | আয়াক্স আমস্টারডাম |
| ১৯৭০ | গার্ড ম্যুলার | বায়ার্ন মিউনিখ |
| ১৯৬৯ | গিয়ান্নি রিভেরা | এ.সি. মিলান |
| ১৯৬৮ | জর্জ বেস্ট | ম্যানচেস্টার ইউনাইটেড |
| ১৯৬৭ | ফ্লোরিয়ান অ্যালবার্ট | ফেরেনকাভারসি টিসি |
| ১৯৬৬ | ববি চার্লটন | ম্যানচেস্টার ইউনাইটেড |
| ১৯৬৫ | ইউসেবিও | এসএল বেনফিকা |
| ১৯৬৪ | স্কটল্যান্ড ডেনিস ল | ম্যানচেস্টার ইউনাইটেড |
| ১৯৬৩ | লেভ ইয়েসিন | ডাইনামো মস্কো |
| ১৯৬২ | জোসেফ ম্যাসোপাস্ট | ডুকলা প্রাহা |
| ১৯৬১ | ওমার সিভোরি | জুভেন্টাস |
| ১৯৬০ | লুই সুয়ারেজ | বার্সেলোনা |
| ১৯৫৯ | আলফ্রেদো দি স্তেফানো | রিয়াল মাদ্রিদ |
| ১৯৫৮ | রেমন্ড কোপা | রিয়াল মাদ্রিদ |
| ১৯৫৭ | আলফ্রেদো দি স্তেফানো | রিয়াল মাদ্রিদ |
| ১৯৫৬ | স্ট্যানলি ম্যাথিউস | ব্ল্যাকপুল |
Note :
▣ করোনা মহামারীর কারণে ২০২০ সালে এই পুরস্কার বাতিল করা হয়েছিল ।
▣ ২০১০ সালের পর থেকে ফিফা বর্ষসেরা খেলোয়াড়-এর সাথে এই পুরস্কার একত্রীকরণ করে ফিফা বালোঁ দর পুরস্কার প্রবর্তন করা হয়।
আরও দেখে নাও :
Download Section
- File Name : ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF – বাংলা কুইজ
- File Size : 2 MB
- No. of Pages : 04
- Format : PDF
- Language : Bengali
- Subject : Sports
To check our latest Posts - Click Here








