Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ ১লা জানুয়ারী, ২০০৯ বা তার পরে জন্মগ্রহণকারীদের জন্য সিগারেট নিষিদ্ধ করতে চলেছে?

(A) অস্ট্রেলিয়া
(B) রাশিয়া
(C) জাপান
(D) নিউজিল্যান্ড

উত্তর
(D) নিউজিল্যান্ড

  • এমন নিষেধাজ্ঞা আরোপ করার দিক থেকে বিশ্বের প্রথম দেশ নিউজিল্যান্ড।
  • নিষেধাজ্ঞাগুলি ২০২৩ সালে কার্যকর হবে, নিউজিল্যান্ডের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে “ধূমপানমুক্ত” হওয়া৷

২. কলম্বিয়ার বোগোটাতে অনুষ্ঠিত ১৯তম ‘ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২২’-এ ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) চতুর্থ
(C) তৃতীয়
(D) দ্বিতীয়

উত্তর
(A) প্রথম

  • কলম্বিয়ার বোগোটায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২২-এ ভারত ৬টি স্বর্ণপদক জিতে শীর্ষস্থান অর্জন করেছে।
  • অরিত্র মালহোত্রা, রাজদীপ মিশ্র, দেবেশ পঙ্কজ ভাইয়া, বাণীব্রত মাঝি, এবং অবনীশ বনসাল হলেন সেই ৬ জন যারা বোগোটাতে স্বর্ণপদক জিতেছেন৷
  • এই নিয়ে টানা তিন বছর ভারত পদক তালিকায় শীর্ষে রয়েছে৷

৩. ১৩ই ডিসেম্বর থেকে G-20-এর ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) আগ্রা
(D) চেন্নাই

উত্তর
(A) মুম্বাই

  • G-20-এর ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক ১৩ই ডিসেম্বর ২০২২ থেকে মুম্বাইয়ে অনুষ্ঠিত হচ্ছে।
  • এর লক্ষ্য হল খাদ্য, জ্বালানি এবং সার নিরাপত্তা সংক্রান্ত তাৎক্ষণিক উদ্বেগ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করা।

৪. WHO এর নতুন প্রধান বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হলেন কে?

(A) ডঃ জেরেমি ফারার
(B) অ্যালাইন অ্যাসপেক্ট
(C) ডেভিড বাল্টিমোর
(D) অ্যালেন বার্ড

উত্তর
(A) ডঃ জেরেমি ফারার

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ডাঃ জেরেমি ফারারকে তার নতুন প্রধান বিজ্ঞানী হিসাবে ঘোষণা করেছে।
  • তিনি একজন ক্লিনিশিয়ান বিজ্ঞানী।
  • তিনি ২০১৩ সালে ওয়েলকাম ট্রাস্টে যোগদানের আগে, ভিয়েতনামের Tropical Diseases Hospital এর ক্লিনিকাল রিসার্চ ইউনিটের পরিচালক হিসাবে ১৭ বছর নিযুক্ত ছিলেন।

৫. ১৩-১৫ই ডিসেম্বর ২০২২-এর মধ্যে কোথায় ‘ইন্ডিয়া গ্লোবাল ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে?

(A) টোকিও
(B) নিউইয়র্ক
(C) দুবাই
(D) প্যারিস

উত্তর
(C) দুবাই

  • ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ১৩-১৫ই ডিসেম্বর দুবাইতে ইন্ডিয়া গ্লোবাল ফোরামে যোগ দিয়েছিলেন।
  • ফোরামের থিম হল “Globalisation of Indian Tech & Innovation Talent”।

৬. নিম্নোক্ত কোন সিনেমাটি ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে’ দুটি বিভাগে মনোনীত হয়েছে?

(A) Brahmastra
(B) RRR
(C) Saaho
(D) Pushpa: The Rise

উত্তর
(B) RRR

  • এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘RRR’ ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে’ দুটি বিভাগে মনোনীত হয়েছে।
  • সম্প্রতি, পরিচালক এস এস রাজামৌলি ছবিটির জন্য নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলে সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন।

৭. ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত Hurun Global 500 লিস্টে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) সপ্তম
(C) পঞ্চম
(D) তৃতীত

উত্তর
(C) পঞ্চম

  • ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত Hurun Global 500 লিস্টে ২০টি কোম্পানির সাথে ভারতের র‍্যাঙ্কিং ৯তম অবস্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
  • তালিকা অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর TCS এবং HDFC ব্যাঙ্ক ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি।
  • মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় শীর্ষে রয়েছে, চীন দ্বিতীয় স্থানে রয়েছে।

৮. মেলবোর্নে শর্টকোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটার মেডলে হিটসে নিম্নোক্ত কে জাতীয় রেকর্ড ভেঙেছেন?

(A) শিব শ্রীধর
(B) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
(C) শিব থাপা
(D) সুকান্ত কদম

উত্তর
(A) শিব শ্রীধর

  • ভারতীয় সাঁতারু শিবা শ্রীধর ১৩ই ডিসেম্বর ২০২২-এ মেলবোর্নে শর্ট কোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটার মেডলে হিটসে জাতীয় রেকর্ড ভেঙেছেন।
  • তিনি 1:59.80 সেকেন্ডে এই রেস শেষ করেছেন।

৯. FIFA বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভাঙলেন কে?

(A) ক্রিস্টিয়ানো রোনালদো
(B) পাওলো দিবালা
(C) লিওনেল মেসি
(D) নেইমার

উত্তর
(C) লিওনেল মেসি

  • লিওনেল মেসি গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে ফিফা বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন।
  • FIFA ওয়ার্ল্ড কাপের সেমী ফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের সময় এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button