Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - July 2020

২১. কে কমনয়েলথ ছোটো গল্প পুরস্কার ২০২০ এর সামগ্রিক বিজেতা হলেন? 

(A) মিনা আলেকজান্ডার
(B) কৃতিকা পাণ্ডে
(C) স্মিতা আগরওয়াল
(D) সামিমা হাসান

উত্তর :
(B) কৃতিকা পাণ্ডে

তাঁর “The Great Indian Tee and Snakes” ছোটোগল্পটির জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন ।


২২. সম্প্রতি কে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ২০২০ ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন? 

(A) রিধিমা পাণ্ডে
(B) সুনিতা নারায়ণ
(C) ফ্রেয়া ঠাকরাল
(D) শিল্পা সিং

উত্তর :
(C) ফ্রেয়া ঠাকরাল

নয়া দিল্লির ব্রিটিশ স্কুলের ছাত্রী ফ্রেয়া ঠাকরাল তার মানবিক প্রচেষ্টার জন্য ডায়ানা পুরষ্কারে স্বীকৃতি পেয়েছে।


২৩. মহেন্দ্র সিং ধোনির ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে তাকে উৎসর্গ করে হেলিকপ্টার -৭ (Helicopter-7) গানটি প্রকাশ করলেন কে?

(A) এ আর রহমান
(B) সুরেশ রায়না
(C) ডিজে ব্রাভো
(D) বিশাল মিশ্র

উত্তর :
(C) ডিজে ব্রাভো

ধোনির যে তিনি অন্ধ ভক্ত তা অকপটে সকলের সামনে বারবার বলেছেন ডোয়েইন ব্র্যাভো। এবছর জন্মদিনে ধোনির জন্য যে আলাদা গান প্রকাশ করতে চলেছেন ডিজে ব্রাভো, সেই কথা আগেই জানিয়েছিলেন। আর কথা মতই রাত ১২ টা বাজকে বাজতে প্রকাশ পেল ধোনির জন্মদিনে ডিজে ব্রাভোর স্পেশাল গিফট ‘হেলিকপ্টার সং’।


২৪. কোন ব্যাঙ্ক সম্প্রতি তাৎক্ষণিক পার্সোনাল লোন দেওয়ার জন্য ‘loan in seconds’ ফেসিলিটি শুরু করলো ?

(A) Yes Bank
(B) ICICI Bank
(C) Axis Bank
(D) PNB

উত্তর :
(A) Yes Bank

ব্যাঙ্ক যাদের যোগ্য মনে করবে তাদের একটি লিংক পাঠাবে, সেই লিংকে ক্লিক করে তৎক্ষণাৎ পার্সোনাল লোন পাওয়া যাবে ।


২৫. ২০২০ সালের জুলাই মাসে পালমহিম এয়ারবেসে একটি লঞ্চপ্যাড থেকে কক্ষপথে নতুন ওফেক ১৬ (Ofek 16 )  গুপ্তচর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে কোন দেশ?

(A) তুরস্ক
(B) ইরান
(C) ইজরায়েল
(D) দক্ষিন আফ্রিকা

উত্তর :
(C) ইজরায়েল

ওফেক 16 একটি উন্নত ক্ষমতা উপগ্রহ।

ইজরায়েল:

রাজধানী – জেরুজালেম

মুদ্রা – ইজরায়েলি শেকেল।

রাষ্ট্রপতি – রিউভেন রিভলিন।

প্রধানমন্ত্রী – বেঞ্জামিন নেতানিয়াহু

জাতীয় ক্রীড়া – ফুটবল


২৬. ২০২০ সালের জুলাইয়ে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন ?

(A) ভালটারি বোটাস
(B) লুইস হ্যামিল্টন
(C) ড্যানিয়েল রিকার্ডো
(D) ম্যাক্স ভার্সটাপেন

উত্তর :
(A) ভালটারি বোটাস

মার্সেডিজের হয়ে ২০২০ সালের জুলাইয়ে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিলেন ভালটারি বোটাস । দ্বিতীয় স্থানে রয়েছেন ফেরারির চার্লস লেক্লেরেক ।


২৭. পশ্চিমবঙ্গে, কোভিড ১৯  রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক নিম্নলিখিত কোন ইনস্টিটিউটে শুরু করা হয়েছে ?

(A) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল
(B) কলকাতা জাতীয় মেডিকেল কলেজ
(C) IPGMER এবং SSKM হাসপাতাল
(D) নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল

উত্তর :
(A) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল -এ এই  প্লাজমা ব্যাংক স্থাপন করা হয়েছে ।


২৮. বিশ্ব চকলেট দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৫ জুলাই
(B) ৬ জুলাই
(C) ৭ জুলাই
(D)  ৮ জুলাই

উত্তর :
(C) ৭ জুলাই

প্রতি বছর ৭ই জুলাই বিশ্ব চকলেট দিবস পালিত হয়। ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে এবং মনে করা হয় যে ১৫৫০ সালে এই দিনটিতে ইউরোপে চকলেট চালু করা হয়েছিল।


২৯. ২০২০ সালের জুলাইয়ে, কে ইনস্টাগ্রামে সর্বাধিক পেইড সেলিব্রিটি হয়েছেন?

(A) শাহরুখ খান
(B) ডোয়েইন জনসন
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(D) বিরাট কোহলি

উত্তর :
(B) ডোয়েইন জনসন

ডোয়াইন জনসন বা ‘দ্য রক’ ইনস্টাগ্রামে সর্বাধিক পেইড সেলিব্রিটি হয়ে উঠেছেন।  তিনি একটি স্পন্সরড পোস্ট করার জন্য প্রায় $১,০১৫,০০০ চার্জ করেন।


৩০. নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল ২০২০ সালের নভেম্বর পর্যন্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (PDS) কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) লাদাখ
(C) চন্ডিগড়
(D) দিল্লি

উত্তর :
(D) দিল্লি

দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (PDS) কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়া হবে ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button