Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - July 2020

৪১. করোনার কারণে থাকা লক ডাউন শেষ ঘোষণা হাওয়ার পর,সম্প্রতি কোন দেশের জনগন পাবলিক ডিনার পার্টির আয়োজন করল?

(A) প্যারাগুয়ে
(B) নিউজিল্যান্ড
(C) চেক প্রজাতন্ত্র
(D) ডেনমার্ক

উত্তর :
(C) চেক প্রজাতন্ত্র

৪২. সম্প্রতি কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান  ‘Mobile Masterjee” নামক ভার্চুয়াল ক্লাসরুম চালু করল?

(A) আইআইটি বোম্বাই
(B) আইআইটি মাদ্রাজ
(C) আইআইটি কানপুর
(D) আইআইটি খড়গপুর

উত্তর :
(C) আইআইটি কানপুর

৪৩. ডকুমেন্টারী বিভাগে কে ২০২০ সালের দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছেন ?

(A) কেজাং ডি থংডোক
(B) আদিল হুসেন
(C) ড্যানি ডেনজংপা
(D) লিন লিশরাম

উত্তর :
(A) কেজাং ডি থংডোক

চলচ্চিত্র নির্মাতা কেজাং ডি থংডক ২০২০ সালে ডকুমেন্টারী বিভাগে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছেন।  তাঁর ডকুমেন্টারী Chi Lupo এর জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন।


৪৪. বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day )  প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ১০
(B) জুলাই ১১
(C) জুলাই ১৩
(D) জুলাই ৯

উত্তর :
(B) জুলাই ১১

১৯৮৭ সালের ১১ই জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে।

এই বছর বিশ্ব  জনসংখ্যা দিবসের থিম ছিল – How to safeguard the health and rights of women and girls now amid the pandemic


৪৫. প্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন নৌবাহিনীর ট্যাকটিক্যাল এয়ারক্রাফট -এর পাইলট হিসেবে নিযুক্ত হলেন ?

(A) মাদলিন সুইগেল
(B) বেভ অর্টন
(C) মাঙ্গোয়াশি ভিক্টোরিয়া
(D) এ মরিস

উত্তর :
(A) মাদলিন সুইগেল

মাদলিন সুইগেল সম্প্রতি মার্কিন নৌবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ কৌশল বিমানের পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন


৪৬. দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের মান বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি  ”Pure for Sure” ক্যাম্পেইন শুরু করলো ?

(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) বিহার

উত্তর :
(C) রাজস্থান

দুধ এবং এর পণ্যগুলির বিশুদ্ধতা নিশ্চিত করতে রাজস্থানে একটি এই ক্যাম্পেইনটি শুরু করেছে।


৪৭. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের “Cancer preparedness in Asia-Pacific: Progress towards universal cancer control” প্রতিবেদনে ভারতের র‌্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D) ১২

উত্তর :
(A)

এই অঞ্চলে ভারত রয়েছে ৮ নম্বর স্থানে । প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া ।


৪৮. “His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography” বইটি কে লিখেছেন ?

(A) ইউ হুয়া
(B) তিসেরিং শাক্য
(C) তেনজিন গিচে তেথং
(D) জামায়াং নরবু

উত্তর :
(C) তেনজিন গিচে তেথং

বইটি দলাই লামার ওপরে লেখা । বইটিতে ৪০০ টির বেশি দুস্প্রাপ্য ছবি এবং ডকুমেন্ট রয়েছে । বইটি ২০২০ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল ।


৪৯. ইসরো ২০২০ সালের আগস্ট মাসে কোন দেশের অ্যামাজনিয়া -১ কৃত্রিম উপগ্রহটি মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে ?

(A) ইজরায়েল
(B) ব্রাজিল
(C) ইরান
(D) সুদান

উত্তর :
(B) ব্রাজিল

৫০. ১০০ বছর পরে প্রথমএকটি সোনালী বাঘিনীকে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে সম্প্রতি দেখা গিয়েছে ?

(A) পান্না
(B) জিম করবেট
(C) সুন্দরবন
(D) কাজিরাঙ্গা

উত্তর :
(D) কাজিরাঙ্গা

গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রজাতির বাঘের সংখ্যা হাতে গোনা। আর এই তালিকাতে রয়েছে এক বিরল প্রজাতির বাঘ। যার গায়ের রং সোনালি। চিড়িয়াখানা ছাড়া গত ১০০ বছরে আর কোনো বনে এই প্রাণীর দেখা মেলেনি। এবার তার দেখা মিলল কাজিরাঙা জাতীয় উদ্যানে।গোল্ডেন টাইগার বা গোল্ডেন ট্যাবি টাইগার একটি রয়েল বেঙ্গল টাইগারের বিরল রূপ। অন্তত ৬ বার ক্যামেরায় ধরা পড়া এই বাঘিনীর নাম রাখা হয়েছে ‘গোল্ডি’


৫১. সম্প্রতি লি সিয়েন লং (Lee Hsien Loong) তৃতীয় বারের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?

(A) সিঙ্গাপুর
(B) ফিনল্যান্ড
(C) ফিলিপিন্স
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(A) সিঙ্গাপুর

সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। এর আনুষ্ঠানিক নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র।

  • রাষ্ট্রপতি  – হালিমা ইয়াকুব
  • প্রধানমন্ত্রী – লি সিয়েন লুং

৫২. ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিক্সের ২০২০ সালের ভন কার্মান পুরস্কারে জন্য কাকে মনোনীত করা হয়েছে ?

(A) ডঃ কৈলাসবাদিভো সিভান
(B) এ এস কিরণ কুমার
(C) জি.মাধবন নায়ার
(D) অজিত ডোভাল

উত্তর :
(A) ডঃ কৈলাসবাদিভো সিভান

আরো একবার বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন ইসরো-এর প্রধান কে শিবান। আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান একাডেমীর আন্তর্জাতিক ভন কার্মান পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তিনি। আগামী বছর মার্চ মাসে প্যারিসে তাকে এই আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হবে। এয়ারস্পেস ইঞ্জিনিয়ার চার্লস এলাচি ছিলেন ২০১৯ সালের এই পুরস্কার প্রাপক।


৫৩. বিধু পি নায়ার ২০২০ সালের জুলাই মাসে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

(A) আফগানিস্তান
(B) কাজাকস্থান
(C) তুর্কমেনিয়া
(D) বাংলাদেশ

উত্তর :
(C) তুর্কমেনিয়া

নাইয়ার বর্তমানে বিদেশ মন্ত্রনালয়ে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।


৫৪. ২০২০ সালের জুলাইয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র কোন দেশের আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে নিষিদ্ধ ঘোষণা করলো?

(A) ইজরায়েল
(B) পাকিস্তান
(C) চীন
(D) সিরিয়া

উত্তর :
(B) পাকিস্তান

পাকিস্তানের ৮৬০ জন পাইলটের মধ্যে ২০০ জন নকল পাইলট সম্প্রতি ধরা পরার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৫৫. নিচের কোন দেশটি সেই দেশে টেলিযোগাযোগ সংস্থা হুয়াওয়েই (Huawei ) কাছ থেকে 5G সরঞ্জাম কেনার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে ?

(A) আমেরিকা
(B) অস্ট্রেলিয়া
(C) ইতালি
(D) ব্রিটেন

উত্তর :
(D) ব্রিটেন

এই নির্দেশ অনুযারী শুধুমাত্র নতুন সরঞ্জাম নয়, ২০২৭ সালের এই কোম্পানির সমস্ত যন্ত্রপাতি ব্রিটেনের টেলিকম সংস্থাগুলি থেকেই সরাতে হবে।


৫৬. ভারতীয় রেলওয়ে COVID-19 এর সাথে লড়াই করতে এক ধরণের পোস্ট COVID কোচ তৈরি করেছে। এই কোচটি কোথায় ডিজাইন করা হয়েছে ?

(A) ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাই
(B) মডার্ন কোচ ফ্যাক্টরি, রায়বারেলি
(C) চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, আসানসোল
(D) কাপুরথালা রেল কোচ কারখানা

উত্তর :
(D) কাপুরথালা রেল কোচ কারখানা

এই কোচটিতে থাকছে তামার হ্যান্ডেল ও ল্যাচ, প্লাসমা বায়ু পরিষেধক এবং টাইটানিয়াম ডাই অক্সাইড এর প্রলেপ।


৫৭. ২০২০ সালের জুলাইয়ে হেমন্ত হরিশচন্দ্র কোটালওয়ার কোন দেশে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ?

(A) পোল্যান্ড
(B) ডেনমার্ক
(C) ফিনল্যাণ্ড
(D) চেক প্রজাতন্ত্র

উত্তর :
(D) চেক প্রজাতন্ত্র

কূটনীতিক হেমন্ত হরিশচন্দ্র কোটালওয়ারকে চেক প্রজাতন্ত্রের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের কথা বিদেশমন্ত্রক ঘোষণা করেছে ।


৫৮. সম্প্রতি চীনের কোন ক্যরিয়ার রকেট উড়ান ব্যর্থ হয়েছে ?

(A) Long March 3
(B) Kuaizhou-11
(C) Long March 2C
(D) Falcon 11

উত্তর :
(B) Kuaizhou-11

প্রথম উড়ানেই চীনের Kuaizhou-11 ক্যরিয়ার রকেট ভেঙে পড়েছে ।


৫৯. সম্প্রতি পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় কে নির্বাচিত হয়েছেন ?

(A) আন্দ্রেজ দুদা
(B) রাফাল ট্রাজাসকোভস্কি
(C) ডোনাল্ড টাস্ক
(D) লেচ ওয়ালসা

উত্তর :
(A) আন্দ্রেজ দুদা

বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মিত্র আন্দ্রেজ ৫০ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। বিবিসির অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ারশ শহরের মেয়র সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট।


৬০. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবল ক্লাব মোহন বাগানের পক্ষ থেকে ২০২০ সালে কাকে/ কাদের  লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হবে ?

(A) অশোক কুমার
(B) প্রণব গাঙ্গুলি
(C) মনোরঞ্জন পোড়েল
(D) উপরোক্ত সবাইকে

উত্তর :
(D) উপরোক্ত সবাইকে

অশোক কুমার (হকি ), প্রণব গাঙ্গুলি (ফুটবল ) এবং মনোরঞ্জন পোড়েল (এথলিট ) – কে ২০২০ সালে মোহন বাগানের পক্ষ থেকে   লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হবে ।

এই বছর মোহনবাগান রত্ন পুরস্কার পেতে চলেছেন – গুরবক্স সিং এবং পলাশ নন্দী ।

মোহনবাগান ভারতের একটি বিখ্যাত ফুটবল ক্লাব যেটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button