General Knowledge Notes in BengaliGeography Notes
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
Famous Deserts Around The World

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি সম্পর্কিত কিছু তথ্য ।
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি ➟ অ্যান্টার্কটিকা।
- পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ➟ সাহারা ।
- পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি ➟ অ্যান্টার্কটিকা।
- পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি ➟ আর্কটিক ( শীতল ) ।
- পৃথিবীতে শুষ্কতম মরুভুমি ➟ আতাকামা মরুভূমি ।
- ভারতের বৃহত্তম মরুভূমি ➟ থর মরুভূমি।
পৃথিবীর কিছু বিখ্যাত মরুভূমির তালিকা :
পৃথিবীর বিখ্যাত কিছু মরুভূমির তালিকা নিচে দেওয়া রইলো।
| মরুভূমি | অবস্থান |
|---|---|
| অ্যান্টার্কটিকা | অ্যান্টার্কটিকা |
| আর্কটিক | আর্কটিক (আলাস্কা, কানাডা, ফিনল্যান্ড , গ্রীনল্যান্ড, আইসল্যান্ড , নরওয়ে, রাশিয়া এবং সুইডেন) |
| সাহারা | উত্তর আফ্রিকা |
| আরবীয় মরুভূমি | পশ্চিম এশিয়া (ইরাক, জর্ডান , কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন) |
| গোবি মরুভূমি | পূর্ব এশিয়া (চীন এবং মঙ্গোলিয়া ) |
| কালাহারি মরুভূমি | দক্ষিণ আফ্রিকা |
| পাটাগোনীয় মরুভূমি | দক্ষিণ আমেরিকা (আর্জেন্টিনা এবং চিলি) |
| সিরিয় মরুভূমি | পশ্চিম এশিয়া (ইরাক, জর্ডান , এবং সিরিয়া) |
| গ্রেট বেসিন মরুভূমি | যুক্তরাষ্ট্র |
| ছিহুয়াহুয়ান মরুভূমি | উত্তর আমেরিকা (মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ) |
| কারাকুম মরুভূমি | তুর্কমেনিস্তান |
| সোনোরান মরুভূমি | উত্তর আমেরিকা (মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ) |
| কিজিলকুম মরুভূমি | মধ্য এশিয়া (কাজাখস্তান , তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান ) |
| তাকলা মাকান মরুভূমি | চীন |
| থর মরুভূমি | ভারত এবং পাকিস্তান |
| দাশত-ই মারগো | আফগানিস্তান |
| রেগিস্তান মরুভূমি | আফগানিস্তান |
| আতাকামা মরুভূমি | দক্ষিণ আমেরিকা (চিলি এবং পেরু) |
| নামিব মরুভূমি | দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া) |
| গ্রেট ভিক্টোরিয়া | অস্ট্রেলিয়া |
| গ্রেট স্যান্ডি | অস্ট্রেলিয়া |
| গিবসন | অস্ট্রেলিয়া |
আরো দেখে নাও :
- পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ( PDF )
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
- বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
- বিখ্যাত শহর ও সংলগ্ন নদী ( PDF )
- ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
- বিভিন্ন দেশের উপনাম
- বিভিন্ন দেশের সংসদ
- ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
- রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
- পশ্চিমবঙ্গের নদনদী
To check our latest Posts - Click Here








