General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের রামসার সাইট তালিকা PDF । Ramsar Sites in India

List of All Ramsar Sites in India in Bengali - PDF

ভারতের রামসার সাইট তালিকা PDF । Ramsar Sites in India

প্রিয় পাঠকেরা,  আজকে আমরা আলোচনা করবো ভারতের রামসার সাইট তালিকা (Ramsar Sites in India ) নিয়ে। রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন কিছু জলাভূমি। ১৯৭১ সালে ইরাকে রামসার শহরে পৃথিবীর বিভিন্ন দেশগুলি কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি রামসার চুক্তি নামে পরিচিত। ভারতের রামসার সাইট। Ramsar Site Talika |

রামসার কনভেনশন কি?

রামসার কনভেনশন হল কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরে ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ২শরা  ফেব্রুয়ারি গৃহীত একটি আন্ত:সরকার চুক্তি। এটি ১৯৮২ সালের ১লা ফেব্রুয়ারি ভারতের জন্য কার্যকর হয়। যেসব জলাভূমি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ তাদের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।


আরো দেখে নাও :


ভারতের রামসার সাইটের তালিকা

ভারতের সমস্ত রামসার সাইটের তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃনামঅবস্থান
কোলেরু হ্রদঅন্ধ্রপ্রদেশ
দীপর বিল জলাভূমিআসাম
উর্দ্ধ গঙ্গা নদী (ব্রিজঘাট থেকে নারোরা) জলাভূমিউত্তর প্রদেশ
নবাব গঞ্জ পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ
সরসাই নাওয়ার ঝিলউত্তর প্রদেশ
স্যান্ডি পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ
সমাসপুর পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ
পার্বতী আগ্রা পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ
সমন পক্ষী অভয়ারণ্যউত্তর প্রদেশ
১০সুর ​​সরোবরউত্তর প্রদেশ
১১বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্যউত্তর প্রদেশ
১২আসান ব্যারেজউত্তরাখণ্ড
১৩চিলকা হ্রদ জলাভূমিওড়িশা
১৪ভিতরকণিকা ম্যনগ্রোভওড়িশা
১৫অষ্টমুদী জলাভূমিকেরালা
১৬সস্তামকোট্টা হ্রদ জলাভূমিকেরালা
১৭ভেম্বানাদ কয়াল জলাভূমিকেরালা
১৮নলসরোবর পক্ষী অভয়ারণ্যগুজরাট
১৯থোল লেক অভয়ারণ্যেগুজরাট
২০ওয়াধওয়ানাগুজরাট
২১খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যগুজরাট
২২উলার হ্রদজম্মু ও কাশ্মীর
২৩হোকেরা জলাভূমিজম্মু ও কাশ্মীর
২৪সুরিনসর- মনসার হ্রদজম্মু ও কাশ্মীর
২৫পয়েন্ট ক্যালিমের বন্যজীবন এবং পক্ষী অভয়ারণ্যতামিলনাডু
২৬রুদ্রসাগর হ্রদত্রিপুরা
২৭পূর্ব কলকাতা জলাভূমিপশ্চিমবঙ্গ
২৮সুন্দরবনপশ্চিমবঙ্গ
২৯হারিকে জলাভূমিপাঞ্জাব
৩০কাঞ্জলি জলাভূমিপাঞ্জাব
৩১রোপার জলাভূমিপাঞ্জাব
৩২Beas (বিপাশা) Conservation Reserveপাঞ্জাব
৩৩কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভপাঞ্জাব
৩৪নাঙ্গাল  বন্যপ্রাণী অভয়ারণ্যপাঞ্জাব
৩৫কানওয়ার লেক/ কাবল তালবিহার
৩৬লোকটাক হ্রদ জলাভূমিমণিপুর
৩৭ভোজ জলাভূমিমধ্যপ্রদেশ
৩৮লোনার হ্রদমহারাষ্ট্র
৩৯নান্দুর মধ্যমেশ্বরমহারাষ্ট্র
৪০কেওলাদেও জলাভূমিরাজস্থান
৪১সম্বর হ্রদ জলাভূমিরাজস্থান
৪২তসো কর ওয়েটল্যান্ড কমপ্লেক্সলাদাখ
৪৩সোমোরিরি হ্রদ জলাভূমিলাদাখ
৪৪চন্দ্র তালহিমাচল প্রদেশ
৪৫রেণুকা জলাভূমিহিমাচল প্রদেশ
৪৬পং ড্যাম জলাভূমিহিমাচল প্রদেশ
৪৭সুলতানপুর জাতীয় উদ্যানহরিয়ানা 
৪৮ভিন্দওয়াস অভয়ারণ্যহরিয়ানা 
৪৯হাইদারপুর জলাভূমিউত্তরপ্রদেশ
৫০কারিকিলি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
৫১পল্লীকরণাই মার্শ রিজার্ভ ফরেস্টতামিলনাড়ু
৫২পিচাভারম ম্যানগ্রোভতামিলনাড়ু
৫৩সখ্য সাগরমধ্যপ্রদেশ
৫৪পালা জলাভূমিমিজোরাম
৫৫কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
৫৬সাতকোশিয়া ঘাটওড়িশা
৫৭নন্দা লেকগোয়া
৫৮মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগরতামিল নাড়ু
৫৯রঙ্গনাথিটু পাখিরালয়কর্ণাটক
৬০ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্সতামিল নাড়ু
৬১ভেলোর পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু
৬২সিরপুর জলাভূমিমধ্য প্রদেশ
৬৩বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু
৬৪উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্যতামিল নাড়ু
৬৫তাম্পারা লেকওড়িশা
৬৬হিরাকুদ জলাধারওড়িশা
৬৭আনসুপা লেকওড়িশা
৬৮যশবন্ত সাগরমধ্যপ্রদেশ
৬৯চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
৭০সুচিন্দ্রাম থেরুর ওয়েটল্যান্ড কমপ্লেক্সতামিলনাড়ু
৭১ভাদুভুর পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
৭২কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্যতামিলনাড়ু
৭৩থানে ক্রিকমহারাষ্ট্র
৭৪হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভমহারাষ্ট্র
৭৫শালবুগ ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভমহারাষ্ট্র
List of Ramsar Sites in India

রাজ্যভিত্তিক রামসার সাইটের সংখ্যা

ভারতে বর্তমানে মোট ৬৪টি রামসার সাইট রয়েছে। রাজ্যভিত্তিক এই রামসার সাইটগুলির তালিকা নিচে দেওয়া রইলো।

রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চলরামসার সাইট সংখ্যা
উত্তর প্রদেশ10
তামিল নাড়ু14
পাঞ্জাব6
গুজরাট4
ওড়িশা5
কেরালা3
জম্মু ও কাশ্মীর3
মধ্য প্রদেশ4
হিমাচল প্রদেশ3
পশ্চিমবঙ্গ2
মহারাষ্ট্র5
রাজস্থান2
লাদাখ2
হরিয়ানা 2
অন্ধ্রপ্রদেশ1
আসাম1
উত্তরাখণ্ড1
কর্ণাটক1
গোয়া1
ত্রিপুরা1
বিহার1
মণিপুর1
মিজোরাম1
রাজ্যভিত্তিক রামসার সাইটের সংখ্যা
image 8
ভারতের রামসার সাইট

রামসার সাইটে ভারতের নতুন সংযুক্তিকরণ

২০২০ সালের ডিসেম্বরে লাদাখের তসো কর ওয়েটল্যান্ড কমপ্লেক্স (Tso Kar Wetland Complex ) রামসার সাইটের তালিকায় যুক্ত হয়। 

২০২১ সালের ১৪ই আগস্ট নতুন ৪টি জলাভূমি রামসাইটের তকমা পায়। এগুলি হল – 

ভিন্দওয়াস অভয়ারণ্য : এটি হরিয়ানায় মনুষ্য নির্মিত সর্ববৃহৎ জলাভূমি।  এই জলাভূমিতে যে ২৫০টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়, তার মধ্যে ১০টি এমন প্রজাতির পাখি রয়েছে, যাদের অস্তিত্ব সারা বিশ্ব জুড়েই সঙ্কটগ্রস্ত। সঙ্কটাপন্ন এই পাখিগুলির কয়েকটি প্রজাতি হ’ল – ইজিপ্সিয়ান ভালচার, স্টেপ ঈগল, প্যালাস ফিস ঈগল এবং ব্ল্যাক বেল্ড্টার্ন।

সুলতানপুর জাতীয় উদ্যান :  হরিয়ানার এই রামসার সাইটে ২২০টিরও বেশি প্রজাতির পক্ষীকূলের বাস। সারা বিশ্ব জুড়ে সঙ্কটগ্রস্ত ১০টিরও বেশি প্রজাতির পাখি এই জাতীয় উদ্যানে দেখা মেলে। এই পাখিগুলির মধ্যে রয়েছে – ইজিপ্সিয়ান ভালচার, স্টেপ ঈগল, প্যালাস ফিস ঈগল, ব্ল্যাক বেল্ড্টার্ন এবং সাকের ফ্যালকন।  

থোল লেক অভয়ারণ্য :  এই জলাভূমি তথা অভারণ্যে ৩২০টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে ৩০টিরও বেশি জলচর প্রজাতির পাখির অস্তিত্ব আজ সঙ্কটগ্রস্ত। সঙ্কটগ্রস্ত এই জলচর প্রজাতির পাখিগুলির মধ্যে রয়েছে – হোয়াইট রাম্পটড ভালচার, সোসিয়াবল ল্যাপউইং, সারস ক্রেন, কমন পোচার্ড এবং লেসার হোয়াইট ফ্রন্টেড গুজ।  

ওয়াধওয়ানা : গুজরাটের ওয়াধওয়ানা বিভিন্ন প্রজাতির পাখিদের কাছে আন্তর্জাতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। শীতের সময় পরিযায়ী জলচর পাখিদের পাশাপাশি, ৮০টিরও বেশি পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। এই পাখির মধ্যে কিছু সঙ্কটগ্রস্ত বা প্রায় সঙ্কটাপন্ন প্রজাতির পাখিও রয়েছে। এগুলি হ’ল – প্যালাস ফিস ঈগল, অত্যন্ত অসুরক্ষিত কমন পোচার্ড সহ প্রায় সঙ্কটাপন্ন ডালমাশিয়ান পেলিকান, গ্রে হেডেড ফিস ঈগল এবং ফেরুজিনাস ডাক।  

২০২২ সালের ২রা ফেব্রুয়ারি নতুন ২টি জলাভূমি রামসাইটের তকমা পায়। এগুলি হল – 

২০২২ সালে বিশ্ব জলাভূমি দিবসে ভারত পেল আরও দুটি নতুন রামসার সাইটের তকমা। ( Source )

খিজাদিয়া অভয়ারণ্য : গুজরাটের জামনগর জেলায় অবস্থিত। ৩০০ এর বেশি প্রজাতির পরিযায়ী পাখি এই অবয়ারণ্যে রেকর্ড করা হয়েছে।

বাখিরা অভয়ারণ্য : বাখিরা পাখি অভয়ারণ্য উত্তর প্রদেশের সন্ত কবির নগর জেলায় অবস্থিত।

২০২২ সালের ২৬শে জুলাই নতুন ৫টি জলাভূমি রামসাইটের তকমা পায়। এগুলি হল – 

কারিকিলি পক্ষী অভয়ারণ্য : কারিকিলি পাখিরালয় ভারতের তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলার (পূর্বতন কাঞ্চীপুরম জেলা) ৬১.২১-হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত একটি সংরক্ষিত বনাঞ্চল। অভয়ারণ্যটি রাজধানী চেন্নাই থেকে ৭৫ কিলোমিটার দূরে চেঙ্গলপট্টু শহরের দক্ষিণ দিকে অবস্থিত। এখনো পর্যন্ত এই অভয়ারণ্যটিতে ১০০ টি প্রজাতির জীব বৈচিত্র লক্ষ্য করা গিয়েছে

পল্লীকরণাই মার্শ রিজার্ভ ফরেস্ট: পল্লীকারনাই জলাভূমি ভারতের চেন্নাই শহরের একটি মিঠা জলের জলাভূমি। এটি বঙ্গোপসাগর সংলগ্ন এবং শহরের কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

পিচাভারম ম্যানগ্রোভ: তামিলনাড়ুর পিচাভারম ম্যানগ্রোভ ফরেস্ট ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলির মধ্যে একটি যা প্রায় ১১০০ হেক্টর এলাকা জুড়ে রয়েছে। এটি একটি বালির দ্বীপ বার দ্বারা বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন।

সখ্য সাগর: মধ্যপ্রদেশের সখ্য সাগর, একটি কৃত্রিম হ্রদ মাধব জাতীয় উদ্যানে অবস্থিত। মাধব জাতীয় উদ্যানটি শিবপুরী শহরের কাছে অবস্থিত এবং এটি বিন্ধ্য পাহাড়ের অংশ।

পালা জলাভূমি: পালা জলাভূমি মিজোরামের সিয়াহা জেলায় অবস্থিত। জলাভূমিটি ফুরা নামক গ্রাম থেকে প্রায় ৬ কিমি দূরে অবস্থিত। ১৮৫০ হেক্টর জুড়ে বিস্তৃত, পাল হল মিজোরাম রাজ্যের বৃহত্তম প্রাকৃতিক জলাভূমি।

২০২২ সালের ৩শরা আগস্ট ভারতে নতুন ১০টি রামসার সাইটের ঘোষণা হয়। এগুলি হল –

  • কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য
  • সাতকোশিয়া ঘাট
  • নন্দা লেক
  • মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর
  • রঙ্গনাথিটু পাখিরালয়
  • ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স
  • ভেলোর পক্ষী অভয়ারণ্য
  • সিরপুর জলাভূমি
  • বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য
  • উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য

এই ১০টি রামসার সাইট সম্পর্কে জানতে – Click Here

২০২২ সালের ১৩ই অগাস্ট ভারত আরও ১১টি রামসার সাইট পেয়েছে।

নতুন ১১টি রামসার সাইট নিয়ে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হল ৭৫টি। ভারতের ঠিক ৭৫তম স্বাধীনতা দিবস বর্ষপূর্তি অনুষ্ঠানের আগে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। এই নতুন ১১টি রামসার সাইট হল –

  • তাম্পারা লেক
  • হিরাকুদ জলাধার
  • আনসুপা লেক
  • যশবন্ত সাগর
  • চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য
  • সুচিন্দ্রাম থেরুর ওয়েটল্যান্ড কমপ্লেক্স
  • ভাদুভুর পক্ষী অভয়ারণ্য
  • কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য
  • থানে ক্রিক
  • হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ
  • শালবুগ ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ

রামসার সাইট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • পৃথিবীতে প্রায় ২৪০০ এর বেশি রামসার সাইট রয়েছে।
  • দেশগুলির মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি সংখ্যক ( ১৭৫ টি ) রামসার সাইট রয়েছে।
  • বিশ্বের প্রথম রামসার সাইটটি অস্ট্রেলিয়ার কোবার্গ উপদ্বীপ। ১৯৭৪ সালে এই রামসার সাইটের তকমা পেয়েছিলো।
  • ১৯৭১ সালের ২ শরা ফেব্রুয়ারি রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল। এই দিনটি আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসাবে পালিত হয়।
  • ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মোট ১৭১টি দেশ রামসার কনভেনশনে স্বাক্ষর করেছে।
  • ভারতের বৃহত্তম রামসাইট সাইট হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন। এটি ২০১৯ সালে রামসার সাইটের তকমা পেয়েছিলো।
  • হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট

রামসার সাইট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

১. রামসার সাইট কী?

রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত যে কোনও জলাভূমিকে রামসার সাইট বলা হয়। জলাভূমির সংরক্ষণ ও তার প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে প্রচার করার লক্ষ্যে রামসার সাইট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২. রামসার কনভেনশন কী?

রামসার কনভেনশন জলাভূমি কনভেনশন নামে পরিচিত। ১৯৭১ আলে ২শরা ফেব্রুয়ারী ইরানের রামসার শহরে UNESCO দ্বারা প্রতিষ্ঠিত হলেও কার্যকর হয় ১৯৭৫ সাল থেকে। 

৩. ভারত কি রামসার কনভেনশনের একটি অংশ?

হ্যাঁ, ভারত রামসার কনভেনশনের একটি অংশ । ১৯৮২ সালের ১ লা ফেব্রুয়ারী ভারত এর চুক্তি স্বাক্ষর করেছিল। 

৪. ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে ?

৭৫টি  ( ১৫ই আগস্ট ২০২২ পর্যন্ত )

৫. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি?

সুন্দরবন ভারতের বৃহত্তম রামসার সাইট

৬. ভারতের প্রথম রামসার সাইট কোনটি?

চিক্কা হ্রদ (উড়িষ্যা) এবং কেওলাদেও জাতীয় উদ্যান (রাজস্থান) ভারতের প্রথম রামসার সাইট হিসাবে স্বীকৃত। 

৭. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে ?

তামিল নাড়ু ( ১৪টি )

৮. ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি?

হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি

আরো দেখে নাও :

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।

Download Section 

  • File Name : ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India – বাংলা কুইজ
  • File Size : 2,193 KB
  • No. of Pages : 05
  • Format : PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button