QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৬৭ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর

Bangla Quiz - Set 167

বাংলা কুইজ – সেট ১৬৭

বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা ১০ টি ক্যুইজের প্রশ্ন।

১. Helios, Ulysses এবং SOHO এগুলি কোন মহাজাগতিক বস্তু/জিনিসের অধ্যায়নের জন্য অভিযান/মিশন ?

উত্তর :
সূর্য।

২. Home Alone 2 চলচ্চিত্রে কোন বিখ্যাত ব্যক্তিত্ব অভিনয় করেছেন?

উত্তর :
ডোনাল্ড ট্রাম্প।

[ আরো দেখে নাও : এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam ] 

৩. আবিষ্কারের সময় এর নাম ছিল – ‘X-Y Position Indicator for a Display System’ বর্তমানে এর নাম কী? 

উত্তর :
Yahoo।

৪. ভারতীয় বায়ু সেনার motto কী?

উত্তর :
“Touch the Sky with Glory”।

৫. পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করেছিল কোন কোম্পানি?

উত্তর :
কোডাক (Kodak)।

[ আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৬৫ । কুইজের প্রশ্ন ও উত্তর

৬. মানব দেহের একমাত্র কোন অঙ্গে/অংশে রক্ত সরবরাহ হয় না?

উত্তর :
কর্নিয়া।

৭. সব থেকে কম বয়সে ক্যাবিনেটে মন্ত্রী হয়েছেন কোন ভারতীয়?

উত্তর :
সুষমা স্বরাজ ।

[ আরো দেখে নাও : বাংলা কুইজ –  সেট ১৬১ –  স্পোর্টস কুইজ । Sports Quiz ] 

৮. ED (তদন্তকারী সংস্থা) কথার পুরো অর্থ কী?

উত্তর :
Enforcement Directorate।

৯. নিজের অক্ষের চারিদিকে একপাক সম্পূর্ণ সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক সময় লাগে?

উত্তর :
শুক্র।

১০. আভাস কুমার গঙ্গোপাধ্যায় আমাদের কাছে কী নামে পরিচিত?

উত্তর :
কিশোর কুমার।

[ আরো দেখে নাও : লাল বাহাদুর শাস্ত্রী কুইজ । Quiz on Lal Bahadur Shastri ] 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button