Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘অয়েল ইন্ডিয়া লিমিটেড’ (OIL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) রঞ্জিত রথ
(B) মধুকর সিং
(C) সতীশ গুপ্ত
(D) এস রামাস্বামী

উত্তর :
(A) রঞ্জিত রথ

  • রঞ্জিত রথ অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি সুশীল চন্দ্র মিশ্রের স্থলাভিষিক্ত হলেন।
  • এর আগে তিনি ‘মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

২. কোন কোম্পানি দেশে তার ডেলিভারি পরিষেবাগুলিকে উন্নত করার উদ্দেশ্যে সম্প্রতি ভারতীয় রেলওয়ের সাথে অংশীদারিত্ব করেছে?

(A) Ecom Express
(B) Delhivery
(C) Amazon India
(D) BlueDart

উত্তর :
(C) Amazon India

  • Amazon India দেশে তার ডেলিভারি পরিষেবা বাড়ানোর জন্য ভারতীয় রেলওয়ের সাথে অংশীদারিত্ব করেছে।

Amazon :

  • CEO :অ্যান্ডি জ্যাসি
  • সদর দপ্তর : ওয়াশিংটনের সিয়াটল

৩. ২০২২ সালের Fortune Global 500 তালিকায় কোন কোম্পানি ভারতের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে?

(A) Life Insurance Corporation (LIC)
(B) Reliance Industries
(C) Tata Motors
(D) Infosys

উত্তর :
(A) Life Insurance Corporation (LIC)

  • LIC প্রথমবারের মতো Fortune Global 500 তালিকায় প্রবেশ করেছে।
  • ভারত থেকে এই তালিকার শীর্ষে রয়েছে LIC।
  • মোট নয়টি ভারতীয় কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে।

৪. টেলিকম অপারেটর Vodafone Idea Limited (Vi)-এর MD এবং CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজ কল্পনা সিং
(B) রবিন্দর তক্কর
(C) বীরেন্দ্র পান্ডে
(D) অনুপ কুমার

উত্তর :
(B) রবিন্দর তক্কর

  • তিনি ১৯শে আগস্ট ২০২২ থেকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন।
  • হিমাংশু কাপানিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি৷

৫. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) পেট্রোলিয়াম পণ্যের জরুরি সরবরাহের জন্য সম্প্রতি কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) নেপাল
(B) থাইল্যান্ড
(C) মায়ানমার
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ

  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ঢাকায় বাংলাদেশের ‘সড়ক ও জনপথ বিভাগ’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতে জরুরি ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

৬. সম্প্রতি কে ‘কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার’ হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) যশবর্ধন কুমার সিনহা
(B) প্রবীণ সিনহা
(C) সুরেশ এন প্যাটেল
(D) সুবোধ কুমার জয়সওয়াল

উত্তর :
(C) সুরেশ এন প্যাটেল

  • ভিজিল্যান্স কমিশনার সুরেশ এন প্যাটেলকে সম্প্রতি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে।
  • এর আগে সঞ্জয় কোঠারি ২৪শে জুন, ২০২১-এ CVC হিসাবে তাঁর মেয়াদ শেষ করেছিলেন।

৭. নিম্নোক্ত কে ভারতের ৪৯তম প্রধান বিচারপতি (CJ) হতে চলেছেন?

(A) বিচারপতি এস কে কৌল
(B) বিচারপতি উদয় উমেশ ললিত
(C) বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
(D) বিচারপতি এস আব্দুল নাজির

উত্তর :
(B) বিচারপতি উদয় উমেশ ললিত

  • বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হতে চলেছেন।
  • ভারতের বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনা ২৭শে আগস্ট, ২০২২-এ অবসর নিচ্ছেন৷
  • বিচারপতি উদয় উমেশ ললিত তিন মাসেরও কম সময়ের জন্য (৮ই নভেম্বর, ২০২২) ভারতের প্রধান বিচারপতি হবেন।

৮. কমনওয়েলথ গেমস ২০২২-এ হাই জাম্পে ভারতের প্রথম পদক জিতলেন কে?

(A) দ্যুতি চাঁদ
(B) তেজস্বিন শঙ্কর
(C) এম শ্রীশঙ্কর
(D) হিমা দাস

উত্তর :
(B) তেজস্বিন শঙ্কর

  • ভারতের তেজস্বিন শঙ্কর হাই জাম্পে ভারতের প্রথম পদক জিতে ইতিহাস তৈরি করেছেন।
  • তিনি চলমান বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটারের লাফের সাথে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷

৯. তুলিকা মান সম্প্রতি কমনওয়েলথ গেমসে কোন খেলায় রৌপ্য পদক জিতেছেন?

(A) ভারোত্তোলন
(B) ট্র্যাক অ্যান্ড ফিল্ড
(C) জুডো
(D) স্কোয়াশ

উত্তর :
(C) জুডো

  • তিনি মহিলাদের জুডোর ৭৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন।
  • এর আগে সুশীলা দেবী লিকমাবাম মহিলাদের ৪৮ কেজি ফাইনালে রৌপ্য জিতেছিলেন এবং বিজয় কুমার যাদব পুরুষদের ৬০ কেজি জুডো ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button