Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 23rd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারতের প্রথম মুসলিম ফাইটার পাইলট হলেন কে?

(A) সানিয়া মির্জা
(B) সাদিয়া সবনম
(C) তামান্না ইসলাম
(D) তানিশা লতিফ

উত্তর
(A) সানিয়া মির্জা

  • NDA ক্লিয়ার করে ভারতের প্রথম মুসলিম ফাইটার পাইলট হয়ে উঠলেন উত্তরপ্রদেশের মির্জাপুরের সানিয়া মির্জা।
  • তার সর্বোপরি র‍্যাঙ্কিং ছিল ১৪৯।

২. সম্প্রতি প্রকাশিত FIFA র‍্যাঙ্কিং-এ ভারতের স্থান কত?

(A) ১১০
(B) ৯০
(C) ৯৯
(D) ১০৬

উত্তর
(D) ১০৬

  • ২২শে ডিসেম্বর ২০২২ এ প্রকাশিত FIFA র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ২০টি দল :
  • ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল, স্পেন, মরক্কো, সুইজারল্যান্ড, USA, জার্মানি, মেক্সিকো, উরুগুয়ে, কলম্বিয়া, ডেনমার্ক, সেনেগাল, জাপান।

৩. ভারত কোন দেশের সাথে ২০২৩ সালের প্রথম দিকে বিমান যুদ্ধ অনুশীলন “Veer Guardian 23” পরিচালনা করবে?

(A) জাপান
(B) সৌদি আরব
(C) দক্ষিণ কোরিয়া
(D) ইজরায়েল

উত্তর
(A) জাপান

  • ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) এবং জাপানিজ এয়ার সেলফ ডিফেন্স ফোর্স (JASDF) ১৬ থেকে ২৬শে জানুয়ারী পর্যন্ত জাপানের হায়াকুরি বিমান ঘাঁটি এবং ইরুমা বিমান ঘাঁটিতে তাদের প্রথম দ্বিপাক্ষিক বিমান মহড়া “বীর গার্ডিয়ান 23”-এর আয়োজন করবে।

৪. কোন দেশের Upon Entry সিনেমাটি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে?

(A) স্পেন
(B) ইতালি
(C) জাপান
(D) সুইডেন

উত্তর
(A) স্পেন

  • ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কুড়া পক্ষীর শূণ্যে উড়া (The Golden Wings of Watercocks) এবং স্পেনের Upon Entry, সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
  • Kura Pokkhir Shunye Ura হল একটি বাংলাদেশী চলচ্চিত্র যা প্রকৃতির ক্রোধে আক্রান্ত একজন কৃষকের যাত্রাকে ঘিরে আবর্তিত হয়েছে।
  • আর্জেন্টিনার ভির্না মোলিনা এবং আর্নেস্টো আরদিতো ‘Hitler’s Witch’  ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

৫. সম্প্রতি কে BBC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার ২০২২ পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) বেথ মিড
(B) অভিনব বিন্দ্রা
(C) ভিনেশ ফোগাট
(D) লিকিথ ওয়াইপি

উত্তর
(A) বেথ মিড

  • ২০২২ সালের জন্য BBC স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে বেথ মিডকে কারণ তিনি ইউরো ২০২২- টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ স্কোরার ছিলেন।
  • তিনি ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়।

৬. সম্প্রতি কে VinFuture Special Prize 2022 এ ভূষিত হয়েছেন?

(A) হোমি জাহাঙ্গীর ভাভা
(B) থালাপ্পিল প্রদীপ
(C) পরমজিৎ খুরানা
(D) শিঞ্জিনী কুন্ডু

উত্তর
(B) থালাপ্পিল প্রদীপ

  • ভারতীয় বিজ্ঞানী প্রফেসর থালাপিল প্রদীপ এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • ভূগর্ভস্থ জল থেকে আর্সেনিক এবং অন্যান্য ভারী ধাতু অপসারণের জন্য কম খরচে পরিস্রাবণ ব্যবস্থার উদ্ভাবনের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন।
  • তিনি IIT মাদ্রাজের রসায়ন বিভাগে অধ্যাপক।
  • বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button