Current AffairsDaily Current Affairs in Bengali

সাম্প্রতিকী – ফেব্রুয়ারি ১, ২, ৩ – ২০২০

Daily Current Affairs MCQ – February 1st, 2nd, 3rd – 2020

১. নিচের মধ্যে কে সম্প্রতি ২০২০ সালের  অস্ট্রেলিয়ান ওপেনস -এ পুরুষদের একক শিরোপা জিতেছেন ?

(A) রাফায়েল নাদাল
(B) নোভাক জোকোভিচ
(C) রজার ফেডেরার
(D) ড্যানিল মেদভেদেভ

উত্তর :
(B) নোভাক জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ অস্ট্রিয়ার  ডোমিনিক থিমকে হারিয়ে পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন ।


২. নিচের মধ্যে কে সম্প্রতি ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ মহিলাদের একক শিরোপা জিতেছেন ?

(A) অ্যাশলেইগ বার্টি
(B) সিমোনা হালেপ
(C) বেলিন্ডা বেনসিক
(D) সোফিয়া কেনিন

উত্তর :
(D) সোফিয়া কেনিন

সোফিয়া কেনিন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন গারবাইন মুগুরুজাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা জিতে নিয়েছেন ।


৩. কে সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ?

(A) আমজাদ খাতুন
(B) আল-হামজা পাশতুন
(C) মোহাম্মদ আল্লাই
(D) মেহতারিম সালেহ

উত্তর :
(C) মোহাম্মদ আল্লাই

ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ মোহাম্মদ তৌফিক আলাওয়াকে দেশের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছেন। আল্লাভি গত বছর পদত্যাগকারী আদেল আবদুল-মাহ্দির স্থলাভিষিক্ত হন।


৪. সম্প্রতি কোন দেশ কমনওয়েলথে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেছে ?

(A) মালদ্বীপ
(B) বাংলাদেশ
(C) ভুটান
(D) নেপাল

উত্তর :
(A) মালদ্বীপ

মালদ্বীপ ৩ বছর আগে কমনওয়েলথ থেকে বেরিয়ে এসেছিলো ।


৫. কে সম্প্রতি কানাডায় ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সুদেশ বর্মণ
(B) কমল কিশোর
(C) অজয় বিসারিয়া
(D) সঞ্জয় সিনহা

উত্তর :
(C) অজয় বিসারিয়া

৬. বিশ্ব জলাভূমি দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারী ১
(B) ফেব্রুয়ারী ২
(C) ফেব্রুয়ারী ৪
(D) ফেব্রুয়ারী ৬

উত্তর :
(B) ফেব্রুয়ারী ২

বিশ্ব জলাভূমি দিবসটি প্রথমবারের মতো ২শরা ফেব্রুয়ারী, ১৯৯৭ সালে পালন করা হয় ।


৭. ২০২০ সালের জানুয়ারিতে নর্মদা জয়ন্তী উপলক্ষে ৩ দিনের নর্মদা মহোৎসব কোন রাজ্যে উদযাপিত হলো ?

(A) ঝাড়খণ্ড
(B) মধ্য প্রদেশ
(C) ছত্তিশগড়
(D) গুজরাট

উত্তর :
(B) মধ্য প্রদেশ


৮. ২০১৯-২০ সালের ইকোনমিক সার্ভেতে আগামী অর্থবছরে কত শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি অনুমান করা হয়েছে ?

(A) ৫ থেকে ৫.৫ %
(B) ৫.৫ থেকে ৬ %
(C) ৬ থেকে ৬.৫ %
(D) ৬.৫ থেকে ৭ %

উত্তর :
(C) ৬ থেকে ৬.৫ %

৯. কোন বছরের মধ্যে ভারত সরকার রেলপথের ট্র্যাকগুলি সম্পূর্ণ বৈদ্যুতিকরণের লক্ষ্য নির্ধারণ করেছে?

(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর :
(B) ২০২৩

আগামী তিন বছরের মধ্যে সমস্ত রেলট্র্যাকগুলি সম্পূর্ণ বৈদ্যুতিকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ।


১০. ২০২০ সালের ফেব্রুয়ারিতে ICC দ্বারা প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিং অনুসারে বিরাট কোহলির র‌্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)

৯২৮ পয়েন্ট সহ কোহলি ১ নম্বর স্থানে রয়েছেন ।


১১. ২০২০ সালের জানুয়ারিতে, কে IBM -এর নতুন CEO নিযুক্ত হয়েছেন?

(A) অরবিন্দ কৃষ্ণ
(B) এস ডি শিবুলাল
(C) ইউ. বি. প্রবীন রাও
(D) গিন্নি রোমেটি

উত্তর :
(A) অরবিন্দ কৃষ্ণ

১২. ২০২০ সালের জানুয়ারিতে কোন স্টেশন থেকে দেশের প্রথম “ফলের ট্রেন ( fruit train )” তার যাত্রা শুরু করলো ?

(A) গুটি জংশন রেলস্টেশন
(B) কল্লুরু জংশন
(C) এরনাকুলাম জংশন রেলস্টেশন
(D) তাদিপাত্রী রেলওয়ে স্টেশন

উত্তর :
(D) তাদিপাত্রী রেলওয়ে স্টেশন

এটি ৯৮০ মেট্রিক টন স্থানীয়ভাবে জন্মানো কলা মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দরে নিয়ে গেছে, যেখান থেকে চালানটি ইরানে রফতানি করা হবে।


আরো দেখুন :

সাম্প্রতিকী – জানুয়ারি ২৯, ৩০, ৩১ – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি ২৬, ২৭, ২৮ – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি ২৩, ২৪, ২৫ – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button