Current AffairsCurrent TopicsGeneral Knowledge Notes in BengaliNotes
ভারতের গুরুত্বপূর্ণ পদাধিকারী । Heads of Important Offices in India
Heads of Important Offices in India

Table of Contents
ভারতের কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিত্ব
ভারতের কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিত্বের (Heads of Important Offices in India ) নাম নিচে দেওয়া রইলো । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
- Last Updated on 16/07/23
ভারতের কে কোন পদে রয়েছেন
পদ | পদাধিকারি |
---|---|
রাষ্ট্রপতি | দ্রৌপদী মুর্মু (১৫তম ) |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী (১৪তম ) |
উপ রাষ্ট্রপতি | জগদীপ ধানকার (১৩তম ) |
সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি | ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুর (৫০তম ) |
মুখ্য নির্বাচন কমিশনার | রাজীব কুমার |
নির্বাচন কমিশনার – ১ | অনুপ চন্দ্র পাণ্ডে |
নির্বাচন কমিশনার – ২ | অরুন গোয়েল |
CAG | শ্রী গিরিশ চন্দ্র মুর্মু (১৪তম ) |
অ্যাটর্নি জেনারেল | আর. ভেঙ্কটরামানি |
রিজার্ভ ব্যাংকের গভর্নর | শক্তিকান্ত দাস (২৫তম ) |
সেনা প্রধান | মনোজ পান্ডে (২৮তম ) |
নৌসেনা প্রধান | আর হরি কুমার (২৫তম ) |
বায়ুসেনা প্রধান | বিবেক রাম চৌধুরী (২৪তম ) |
DRDO চেয়ারম্যান | সতীশ রেড্ডি |
ISRO চেয়ারম্যান | এস সোমনাথ |
UPSC চেয়ারম্যান | মনোজ সনি |
BCCI প্রেসিডেন্ট | রজার বিন্নী |
CBI ডিরেক্টর | প্রবীন সুদ |
IB ডিরেক্টর | তপন ডেকা |
লোকসভার স্পিকার | ওম বিড়লা |
অর্থ সচিব | টি ভি সোমানাথান |
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান | বিনয় কুমার ত্রিপাঠি |
অর্থ মন্ত্রী | নির্মলা সীতারামান |
রেল মন্ত্রী | অশ্বিনী বৈষ্ণব |
প্রতিরক্ষা মন্ত্রী | রাজনাথ সিং |
বিদেশ মন্ত্রী | এস জয়শঙ্কর |
বিদেশ সচিব | বিনয় মোহন কোয়াত্রা |
ফাইন্যান্স কমিশনার | নন্দকিশোর সিং |
নীতি আয়োগ – চেয়ারম্যান | নরেন্দ্র মোদী |
নীতি আয়োগ – ভাইস চেয়ারম্যান | সুমন বেরি |
নীতি আয়োগ – CEO | বি.ভি.আর. সুব্রহ্মণ্যম |
SBI চেয়ারম্যান | দীনেশ কুমার খাড়া |
লোকপাল | প্রদীপ কুমার মহন্তী |
ভারতীয় অ্যাম্বাসেডর ( US ) | তরঞ্জিত সিং সাধু |
* কোনো তথ্য ভুল থাকলে বা আপডেটেড না থাকলে কমেন্টে জানান ।
আরো দেখে নাও :
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
ভারতের প্রতিবেশী দেশসমূহ । Neighbouring Countries of India
ভারতের রাষ্ট্রপতির নাম কি ?
দ্রৌপদী মুর্মু
ভারতের উপরাষ্ট্রপতির নাম কি ?
জগদীপ ধানকার
ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?
জওহরলাল নেহেরু
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?
নরেন্দ্র মোদী
সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ?
ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুর
ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ?
রাজীব কুমার
ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ?
শক্তিকান্ত দাস
To check our latest Posts - Click Here
very important
nice thanks
Thank your for your valuable feedback .
Awesome post
ধন্যবাদ
ICC er new ranking & player der name er list ta din.
ICC player er nam list ta din
reserve bank of India chairman wrong
সঠিক টা কি ?