Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd & 24th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

Daily Current Affairs at a Glance 

  • জয়পুর গ্রেটার মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম একটি ট্রান্সজেন্ডার জন্ম শংসাপত্র জারি করেছে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাদের অবদানকে সম্মান জানালো ইতালি।
  • প্রাক্তন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের উইকেটরক্ষক ব্রায়ান ট্যাবার ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
  • প্রথম ভারতীয় দল হিসেবে সুইডেনে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হল মিনার্ভা অ্যাকাডেমি।
  • সম্প্রতি পুরুষ ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে কোরিয়া ওপেন জয়ী ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি।
  • রাকেশ এবং সরিতা বিশ্ব প্যারা আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ পদক জিতেছেন।
  • টি. প্রদীপ আন্তর্জাতিক এনি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন৷
  • PhonePe সম্প্রতি মাসিক স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করার ঘোষণা করেছে।
  • প্রতি বছর ২৩শে জুলাই ভারতে জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়।
  • চন্দ্র শেখর আজাদ মধ্যপ্রদেশের ঝাবুয়ায় ২৩শে জুলাই ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।
  • সুমিত নাগাল ফিনল্যান্ডে ট্যাম্পেরে ওপেন ২০২৩ জিতে নিয়েছেন।
  • সফ্টবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SBAI) একটি ১৬ সদস্যের ভারতীয় মহিলা দল হ্যাংজুতে এশিয়ান গেমসে পাঠাতে চলেছে।
  • রেড বুল রেসিং এর ম্যাক্স ভার্স্টাপেন ২০২৩ সালের হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন।
  • উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় “কল্যাণ মন্ডপ” বা মাঙ্গলিক মণ্ডপ তৈরী করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

23rd & 24th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩ ও ২৪শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd & 24th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 22nd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ ২০৩২ সাল পর্যন্ত “Formula 1” হোস্ট করবে ?

(A) ইতালি
(B) যুক্তরাজ্য
(C) ফ্রান্স
(D) হাঙ্গেরি

উত্তর
(D) হাঙ্গেরি

  • অতিরিক্ত ৫ বছরের জন্য ২০৩২ সাল পর্যন্ত হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স চলতে থাকবে।
  • সম্প্রতি Formula 1 এটি ঘোষণা করেছে।
  • এর আগে এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত ছিল।

২. ভারতের কোন রাজ্য ট্রান্সজেন্ডার ব্যক্তির পরিচয় স্বীকার করে প্রথম জন্ম শংসাপত্র জারি করেছে?

(A) মহারাষ্ট্র
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) রাজস্থান

উত্তর
(D) রাজস্থান

  • জয়পুর গ্রেটার মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম একটি ট্রান্সজেন্ডার জন্ম শংসাপত্র জারি করেছে।
  • এটি দেওয়া হয়েছে ৩০ বছর বয়সী জয়পুরের নূর শেখাওয়াতকে। এর আগে উনার জন্ম শংসাপত্রতে লিঙ্গ পুরুষ লেখা ছিল।
  • উল্লেখ্য যে তিনি রাজস্থানের প্রথম ট্রান্সজেন্ডার যিনি ড্রাইভার’স লাইসেন্স পেয়েছিলেন।

৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাদের অবদানের জন্য সম্প্রতি কোন দেশ ভারতীয় সেনাকে সম্মানিত করেছে?

(A) ব্রিটেন
(B) ফ্রান্স
(C) ইতালি
(D) জার্মানি

উত্তর
(C) ইতালি

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাদের অবদানকে সম্মান জানালো ইতালি।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালীয় অভিযানে লড়াই করা ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালিতে একটি স্মারক উন্মোচন করা হয়েছে।

৪. সম্প্রতি প্রয়াত হয়েছেন ব্রায়ান ট্যাবার। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) ফুটবল
(B) ক্রিকেট
(C) রাগবি
(D) টেনিস

উত্তর
(B) ক্রিকেট

  • প্রাক্তন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের উইকেটরক্ষক ব্রায়ান ট্যাবার ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
  • ট্যাবার ১৯৬৬ থেকে ১৯৭০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১৬টি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলেছিলেন।.

৫. ভারত কোন দেশকে ক্ষেপণাস্ত্র কর্ভেট INS কিরপান উপহার দিয়েছে?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) মায়ানমার
(D) ভিয়েতনাম

উত্তর
(D) ভিয়েতনাম
দক্ষিণ চীন সাগরে তার নাগাল বাড়ানোর উচ্চাকাঙ্ক্ষার সাথে ভারত তার কৌশলগত অংশীদার ভিয়েতনামকে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র কর্ভেট INS কিরপান উপহার দিয়েছে।

৬. কোন ভারতীয় ক্লাব সম্প্রতি সুইডেনে গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছে ?

(A) বেঙ্গালুরু এফসি
(B) ইস্ট বেঙ্গল
(C) মোহনবাগান
(D) মিনার্ভা অ্যাকাডেমি

উত্তর
(D) মিনার্ভা অ্যাকাডেমি

  • ভারতীয় ফুটবলকে গর্বিত করল মিনার্ভা অ্যাকাডেমি এফসি।
  • প্রথম ভারতীয় দল হিসেবে সুইডেনে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হল মিনার্ভা অ্যাকাডেমি।
  • ব্রাজিলের দল অর্ডিন এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল মিনার্ভা অ্যাকাডেমি।

৭. কারা কোরিয়া ওপেন ২০২৩ শিরোপা জিতে নিয়েছেন ?

(A) রোহন ও অর্জুন
(B) অশ্বিনী ও প্রণব
(C) চিরাগ ও সাত্বিক
(D) সাইনা ও কাশ্যপ

উত্তর
(C) চিরাগ ও সাত্বিক

  • ব্যাডমিন্টনে ফের সাফল্য ভারতের ঝুলিতে।
  •  সম্প্রতি পুরুষ ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে কোরিয়া ওপেন জয়ী ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি।
  • পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় সাফল্য এনে দিলেন এই ২ ব্যাডমিন্টন তারকা।

৮. ২০২৩ সালের জুলাই মাসে সরিতা এবং রাকেশ কোন খেলায় ভারতের জন্য স্বর্ণপদক অর্জন করেছেন ?

(A) ক্রিকেট
(B) ব্যাডমিন্টন
(C) টেবিল টেনিস
(D) তীরন্দাজ

উত্তর
(D) তীরন্দাজ

  • রাকেশ এবং সরিতা বিশ্ব প্যারা আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ পদক জিতেছেন।
  • ভারতীয় প্যারা-তীরন্দাজরা চেক প্রজাতন্ত্রের পিলসেনে তিনটি পদক নিয়ে ২০২৩ সালের ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ শেষ করেছে।

৯. কোন ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অধ্যাপক টি. প্রদীপ আন্তর্জাতিক এনি পুরস্কার (International Eni Award ) এর জন্য নির্বাচিত হয়েছেন?

(A) IIT বোম্বে
(B) IIT মাদ্রাজ
(C) IIT দিল্লি
(D) IIT কানপুর

উত্তর
(B) IIT মাদ্রাজ

  • টি. প্রদীপ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (IIT-M)-এর রসায়ন বিভাগের অধ্যাপক যিনি আন্তর্জাতিক এনি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন৷
  • নোবেল বিজয়ী এবং ভারতরত্ন পুরস্কার বিজয়ী সি. এন. আর. রাও এর আগে এই পুরস্কার জিতেছিলেন।

১০. কোন কোম্পানি ভারতে স্বাস্থ্য বীমার জন্য মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে?

(A) PhonePe
(B) Google Pay
(C) Amazon
(D) Paytm

উত্তর
(A) PhonePe
PhonePe সম্প্রতি মাসিক স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করার ঘোষণা করেছে।

  • PhonePe-এর CEO হলেন সমীর নিগম
  • PhonePe হল একটি ভারতীয় ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সংস্থা যার সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটক, ভারতের।
  • PhonePe ২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল, সমীর নিগম, রাহুল চারি এবং বুর্জিন ইঞ্জিনিয়ার দ্বারা।

১১. নিচের কোনটির প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর জাতীয় সম্প্রচার দিবস (National Broadcasting Day ) আয়োজন করা হয়?

(A) Prasar Bharti
(B) Ministry of Information and Broadcasting
(C) Indian Broadcasting Company (IBC)
(D) DD News

উত্তর
(C) Indian Broadcasting Company (IBC)

  • প্রতি বছর ২৩শে জুলাই ভারতে জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়।
  • ১৯২৭ সালের এই দিনে, ভারতীয় ব্রডকাস্টিং কোম্পানি (IBC) নামে একটি বেসরকারী সংস্থার অধীনে বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার হয়েছিল।
  • ১৯৩৬ সালের ৮ই জুন, ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিওতে পরিণত হয়।

১২. চন্দ্র শেখর আজাদ ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন ?

(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ

উত্তর
(D) মধ্য প্রদেশ
চন্দ্র শেখর আজাদ মধ্যপ্রদেশের ঝাবুয়ায় ২৩শে জুলাই ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।
তিনি ২৭শে ফেব্রুয়ারি ১৯৩১-এ এলাহাবাদে মারা যান।

১৩. নিচের কোন ব্যক্তি টেম্পেরে ওপেন ২০২৩ জিতেছে?

(A) ক্যাসপার রুড
(B) আন্দ্রে রুবলেভ
(C) সুমিত নাগাল
(D) ডালিবর সার্সিনা

উত্তর
(C) সুমিত নাগাল
সুমিত নাগাল ফিনল্যান্ডে ট্যাম্পেরে ওপেন ২০২৩ এর ফাইনাল জিতে ATP চ্যালেঞ্জার পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন ।

১৪. ২০২৩ সালের সেপ্টেম্বরে চীনের হ্যাংঝোতে এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা দল প্রথমবার অংশ নেবে?

(A) ফুটবল
(B) ভলিবল
(C) সফটবল
(D) বাস্কেটবল

উত্তর
(C) সফটবল

  • সফ্টবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SBAI) একটি ১৬ সদস্যের ভারতীয় মহিলা দল হ্যাংজুতে এশিয়ান গেমসে পাঠাতে চলেছে।
  • এশিয়ান গেমস ২০২৩ , ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু চলেছে।
  • প্রথমবারের মতো মহাদেশীয় ইভেন্টে এই সফটবল অন্তর্ভুক্ত হয়েছে।

১৫. নিচের কোন ব্যক্তি ২০২৩ সালের জুলাইয়ে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন ?

(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) চার্লস লেক্লার্ক
(C) ল্যান্ডো নরিস
(D) সার্জিও পেরেজ

উত্তর
(A) ম্যাক্স ভার্স্টাপেন
রেড বুল রেসিং এর ম্যাক্স ভার্স্টাপেন ২০২৩ সালের হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন

১৬. নিচের কোন রাজ্য সেই রাজ্যের প্রতিটি জেলায় “কল্যাণ মন্ডপ” তৈরী করতে চলেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ

উত্তর
(D) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিবাহ অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠান আয়োজনের জন্য রাজ্যের প্রতিটি জেলায় “কল্যাণ মন্ডপ” বা মাঙ্গলিক মণ্ডপ (শুভ মণ্ডপ) নির্মাণের একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। গোরখপুর থেকে শুরু হবে এই প্রকল্প।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button