Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস

৮১. সদ্য সমাপ্ত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ -২০১৯  এ ভারতের র‌্যাঙ্কটি কত ?

(A) ১৯
(B) ২৪
(C) ২২
(D) ২৯

উত্তর :
(B) ২৪

ভারত দুটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদক অর্জন করে ২৪তম স্থান অধিকার করেছে । প্রথম স্থানে রয়েছে চীন ২৫টি স্বর্ণপদক সহ ।


৮২. ‘Road Accidents in India – 2018’ – অনুযায়ী ভারতে রাস্তায় দুর্ঘটনা কত শতাংশ বেড়েছে ?

(A) .৪৬%
(B) .৭৮%
(C) ২.৫%
(D) .৩৯%

উত্তর :
(A) .৪৬%

‘Road Accidents in India – 2018’ – রিপোর্ট অনুযায়ী ভারতে পথ-দুর্ঘটনা। ৪৬% বেড়েছে । দুর্ঘটনায় মৃত্যুর পরিমান ২.৩৭% বেড়েছে ।


৮৩. “President’s Colour” সম্মানে সম্প্রতি কোন সংগঠনকে সম্মানিত করা হয়েছে ?

(A) ভারতীয় সেনা
(B) ভারতীয় নৌ একাডেমি
(C) ভারতীয় বায়ু-সেনা
(D) ভারতীয় পুলিশ

উত্তর :
(B) ভারতীয় নৌ একাডেমি

“President’s Colour” সম্মান পেয়েছে ভারতীয় নৌ একাডেমি  ( Indian Naval Academy ) .


৮৪. বিশ্ব শিশু দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১৪
(B) নভেম্বর ১৮
(C) নভেম্বর ২০
(D) নভেম্বর ১৮

উত্তর :
(C) নভেম্বর ২০

এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর-এ উদযাপন করা হয়, এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার। ভারতে জাতীয় শিশু দিবস পালন করা হয় ১৪ই নভেম্বর, পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে ।


৮৫. কোন দেশের পরিবেশ বিজ্ঞানীরা দিল্লির বায়ু দূষণ মোকাবেলায় ভারতের সাথে কাজ করতে সম্মত হয়েছেন?

(A) ব্রিটেন
(B) স্পেন
(C) রাশিয়া
(D) চীন

উত্তর :
(A) ব্রিটেন

দিল্লির বায়ু দূষণ মোকাবেলায় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বায়ু মানের বিশেষজ্ঞরা ভারতের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক, ইন্ডিয়ান ট্রপিকাল মেটেরোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-মাদ্রাজের সাথে হাত মিলিয়েছেন।


৮৬. কোন রাজ্যের আইন কমিশন জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে আইন করার জন্য সরকারকে প্রতিবেদন জমা দিয়েছে?

(A) উত্তরপ্রদেশ
(B) বিহার
(C) ওড়িশা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(A) উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের রাজ্য আইন কমিশন ধর্মান্তর সম্পর্কিত একটি খসড়া প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। খসড়া অনুসারে, ধর্মান্তরের জন্য বিবাহ করার জন্য সাত বছরের জেলের সুপারিশ করা হয়েছে। খসড়াটিতে বলা হয়েছে যে কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে পুনরায় পুরানো ধর্মে ফিরে আসতে পারে।


৮৭. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেররিজম ইনডেক্সে ভারতের কোন স্থানে রয়েছে?

(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম

উত্তর :
(C) সপ্তম

সন্ত্রাসবাদে আক্রান্ত ১০টি দেশের তালিকায় ভারত সপ্তম স্থানে রয়েছে। ফোর্বসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে যে ২০১৮ সালে ৭৪৮টি সন্ত্রাসী হামলায় ভারতে ৩৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়েছেন।


৮৮. নিম্নলিখিত কার বিরুদ্ধে  তিনটি পৃথক মামলায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে?

(A) হাসান রুহানী
(B) বেঞ্জামিন নেতানিয়াহু
(C) ইমানুয়েল ম্যাক্রন
(D) বরিস জনসন

উত্তর :
(B) বেঞ্জামিন নেতানিয়াহু

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘন সম্পর্কিত তিনটি পৃথক মামলায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহু ধনী ব্যবসায়ীদের কাছ থেকে উপহার পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।


৮৯. কোন ক্রিকেট স্টেডিয়ামটি বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম গোলাপী বলে দিন-রাত্রির টেস্ট ম্যাচটির আয়োজন করেছিল ?

(A) ইডেন গার্ডেন
(B) অরুণ জেটলি স্টেডিয়াম
(C) ওয়াংখেড়ে স্টেডিয়াম
(D) ডি. ওয়াই. পাটিল স্টেডিয়াম

উত্তর :
(A) ইডেন গার্ডেন

গোলাপি বলে দিনরাতের টেস্টে ইডেনে এক ইনিংস ও ৪৬ রানে বাংলাদেশের বিরুদ্ধে জয়। অধিনায়ক বিরাট কোহালির শতরানের সঙ্গে যে জয়ের নেপথ্যে রয়েছে ভারতীয় পেসারদের বিধ্বংসী বোলিং। ইডেনে বিপক্ষের ২০টি উইকেটের মধ্যে ১৯টি ভাগ করে নিয়েছেন ভারতের পেস ত্রয়ী (দুই ইনিংস মিলিয়ে ইশান্ত শর্মা ৯টি, উমেশ যাদব ৮টি ও মহম্মদ শামি ২টি)। ম্যাচের পরে তাদের পেস ব্যাটারি নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় শিবির।


৯০. কোন বিধানসভা ৩দিনের কমনওয়েলথ যুব সংসদের আয়োজন  করতে চলেছে ? 

(A) কর্ণাটক
(B) তেলেঙ্গানা
(C) দিল্লি
(D) কেরালা

উত্তর :
(C) দিল্লি

৯১. নিম্নলিখিত ব্যবসায়ীদের মধ্যে কে ঘোষণা করেছেন যে তিনি ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবেন ?

(A) মাইকেল ব্লুমবার্গ
(B) সত্য নাদেলা
(C) মার্ক জুকারবার্গ
(D) জেফ বেজোস

উত্তর :
(A) মাইকেল ব্লুমবার্গ

ব্লুমবার্গ এল.পি. এর মালিক মাইকেল ব্লুমবার্গ ঘোষণা করেছেন যে তিনি ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবেন।  তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


৯২. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০১৯ সালের শিশুদের আন্তর্জাতিক শান্তি পুরষ্কার (International Children’s Peace Prize ) পেয়েছেন?

(A) গ্রেটা থুনবার্গ
(B) জুলিয়া ব্রাসেলস
(C) জেনিফার লয়
(D) রেবেকা জনসন

উত্তর :
(A) গ্রেটা থুনবার্গ

সুইডিশ নাগরিক গ্রেটা গ্রেটা থুনবার্গ সম্প্রতি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে  ভূষিত হয়েছেন। তিনি ‘School Strike’ নামে একটি বিশ্বব্যাপী প্রচার শুরু করেছিলেন যার জন্য তাকে এই পুরষ্কার দেওয়া হয়েছে ।


৯৩. স্কটিশ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০১৯ এ সম্প্রতি কে পুরুষদের একক শিরোপা জিতেছে ?

(A) রাফায়েল নাদাল
(B) লক্ষ্য সেন
(C) জর্জ মিমিক
(D) ম্যাথিউ অরওয়েল

উত্তর :
(B) লক্ষ্য সেন

৯৪. কোন আম্পায়ার ‘ফাইন্ডিং দ্য গ্যাপস (Finding the Gaps )’ বইটি লিখেছেন?

(A) আলেম দার
(B) সাইমন তৌফেল
(C) স্টিভ বাকনার
(D) বিলি বাউডেন

উত্তর :
(B) সাইমন তৌফেল

ক্রিকেট আম্পায়ার সাইমন তৌফেল-এর লেখা ‘ফাইন্ডিং দ্য গ্যাপস’ বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ।


৯৫. কোন দেশের ভাসমান স্কুল প্রকল্প ২০১৯ সালের আগা খান আর্কিটেকচার পুরস্কার জিতেছে?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) মালয়েশিয়া
(D) মরিশাস

উত্তর :
(B) বাংলাদেশ

বাংলাদেশের ‘আর্কিডিয়া এডুকেশন প্রজেক্ট’ নামে একটি ভাসমান স্কুল প্রকল্প আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করেছে। এটি ডিজাইন করেছেন সাইফ উল হক ।


৯৬. কোন দিনটিতে ভারতে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়ে থাকে ?

(A) নভেম্বর ২৪
(B) নভেম্বর ২৬
(C) নভেম্বর ২৫
(D) নভেম্বর ২৮

উত্তর :
(B) নভেম্বর ২৬

শ্বেত/দুগ্ধ বিপ্লবের জনক ডঃ ভার্গিস কুরিয়ানের জন্মদিন ২৬শে নভেম্বরে প্রতিবছর ভারতের জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ।


৯৭. প্রতি বছর জাতীয় সংবিধান দিবস ভারতে কোন দিনটিতে পালন করা হয়?

(A) নভেম্বর ২২
(B) নভেম্বর ২৩
(C) নভেম্বর ২৮
(D) নভেম্বর ২৬

উত্তর :
(D) নভেম্বর ২৬

প্রতিবছর ভারতে ২৬শে নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালন করা হয়। এই দিনটিতে ১৯৪৯ খ্রিস্টাব্দে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ।


৯৮. কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করার বিল সম্প্রতি ২৬শে নভেম্বর লোকসভায় প্রেরণ করা হয়েছে ?

(A) লাদাখ ও জম্মু কাশ্মীর
(B) দাদরা নগর হাভেলি ও দমন দিউ
(C) লক্ষদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
(D) দিল্লি ও চন্ডিগড়

উত্তর :
(B) দাদরা নগর হাভেলি ও দমন দিউ 

৯৯. কোন রাজ্য সরকার রাজ্যের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে?

(A) দিল্লি
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) হরিয়ানা

উত্তর :
(B) উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ সরকার মহারাজগঞ্জ জেলার ফারেন্দা অঞ্চলে রাজ্যের প্রথম শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের পেছনের প্রধান লক্ষ্য বিপন্ন শকুনের জনসংখ্যা সংরক্ষণ করা।


১০০. সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে প্রথমবারের জন্য নির্বাচিত হলো ?

(A) ইজরায়েল
(B) ব্রাজিল
(C) সৌদি আরব
(D) ভেনিজুয়েলা

উত্তর :
(C) সৌদি আরব

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button