Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস

৪১. কতজন বিজ্ঞানী সম্প্রতি একটি বিশ্বব্যাপী জলবায়ু জরুরি (climate emergency ) ঘোষণায় স্বাক্ষর করেছেন ?

(A) ৬৪৪৯
(B) ৮৪৬৮
(C) ৯৬৭৯
(D) ১১২৫৮

উত্তর :
(D) ১১২৫৮

বিশ্বের ১৫৩টি দেশের ১১২৫৮ জন বিজ্ঞানী একটি জলবায়ু জরুরি অবস্থার ঘোষণায় স্বাক্ষর করেছেন । এর মধ্যে ৬৯ জন বিজ্ঞানী ভারতীয় ।


৪২. আসন্ন কোন বলিউড সিনেমাতে আহমেদ শাহ আবদালীর একটি চরিত্রের চিত্রায়নের জন্য আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে ?

(A) ওয়ার
(B) মারজাওয়ান
(C) পানিপাত
(D) কমান্ডো 3

উত্তর :
(C) পানিপাত

আহমদ শাহ আবদালিকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয় ।


৪৩. নীচের কোন দেশটি  ‘No Money for Terror 2020’ সম্মেলনটি পরিচালনা করবে ? 

(A) ভারত
(B) নেপাল
(C) ভুটান
(D) চীন

উত্তর :
(A) ভারত

২০২০ সালে এই সম্মেলনটি ভারতে অনুষ্ঠিত হবে । ২০১৯ সালে অস্ট্রেলিয়া এই সম্মেলনটির আয়োজন করেছে । মোট ৬৫ দেশ এই সম্মেলনটিতে অংশগ্রহণ করবে ।


৪৪. শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ৮
(B) নভেম্বর ১০
(C) নভেম্বর ১১
(D) নভেম্বর ৯

উত্তর :
(B) নভেম্বর ১০

২০১৯ সালে থিম ছিল – “Open science, leaving no one behind”.


৪৫. ২০১৯ সালের ৮ই নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন ?

(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) হরিয়ানা

উত্তর :
(C) মহারাষ্ট্র

রাজ্যে সরকার গঠনে বিজেপি-শিবসেনা জোটের ব্যর্থতার পরে দেবেন্দ্র ফাদনাভিস ২০১৯ সালের ৮ই নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ।


৪৬. ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?

(A) স্পেন
(B) ভারত
(C) ইংল্যান্ড
(D) নেদারল্যান্ড

উত্তর :
(B) ভারত

ভারত পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩ এর আয়োজন করবে । টুর্নামেন্টটি ১৩ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে ।


৪৭. টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫০টি উইকেট নেওয়া ভারতীয় বোলার কে ?

(A) যুজবেন্দ্র চাহাল
(B) জসপ্রিত বুমরাহ
(C) রবিচন্দ্রন অশ্বিন
(D) দীপক চাহার

উত্তর :
(A) যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল ৩৪টি ম্যাচে ৫০ টি উইকেট নিয়ে এই শিরোপা জিতে নিয়েছেন । এর আগে এই সম্মান পেয়েছিলেন যশপ্রীত বুমরাহ ( ৪২ টি ম্যাচে ) এবং  রবিচন্দ্রন অশ্বিন (৪৬ টি ম্যাচে )


৪৮. জাতীয় শিক্ষা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১০
(B) নভেম্বর ১২
(C) নভেম্বর ৯
(D) নভেম্বর ১১

উত্তর :
(D) নভেম্বর ১১

প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস ১১ নভেম্বর পালন করা হয় ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে । ১৯৯২ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন ।


৪৯. সম্প্রতি ভারতের কোন প্রাক্তন নির্বাচন কমিশনার প্রয়াত হয়েছেন ?

(A) টি স্বামীনাথন
(B) ড: নগেন্দ্র সিং
(C) আর কে দ্বিবেদী
(D) টি. এন. শেশান

উত্তর :
(D) টি. এন. শেশান

টিএন শেশান ১০ই নভেম্বর ২০১৯ এ প্রয়াত হয়েছেন । তিনি ছিলেন ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার।  তিনি ভারতের শক্তিশালী এবং সবচেয়ে কঠোর নির্বাচন কমিশনার হিসাবে পরিচিত ছিলেন। নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রচারের জন্য টিএন শেশানকে স্মরণ করা হয়।


৫০. ম্যালেরিয়া ও ডেঙ্গু মহামারীর কারণে কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করেছে ?

(A) সিরিয়া
(B) জাম্বিয়া
(C) ভেনেজুয়েলা
(D) ইয়ামেন

উত্তর :
(D) ইয়ামেন

ইয়েমেনের উত্তর-পূর্ব কয়েকটি অঞ্চলে মহামারীটি ছড়িয়ে পড়েছে। জানুয়ারী ২০১৯ থেকে ১১৬,৫২২ এরও বেশি ম্যালেরিয়া এবং ২৩,০০০ ডেঙ্গু রোগী রেকর্ড করা হয়েছে।


৫১. নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের বোর্ডে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে ?

(A) শাহরুখ খান
(B) প্রিয়াঙ্কা চোপড়া
(C) নীতা আম্বানি
(D) অনুপম খের

উত্তর :
(C) নীতা আম্বানি

৫২. সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা হলো ?

(A) মহারাষ্ট্র
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) বিহার

উত্তর :
(A) মহারাষ্ট্র

১৯৬০ সালের মে মাসে রাজ্যটি গঠনের পর থেকে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো । এর আগে ২০১৪ সালে যখন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চাহান কংগ্রেস-নেতৃত্বাধীন এনসিপি সমর্থন প্রত্যাহার করার পরে পদত্যাগ করেছিলেন তখন এই আইন প্রয়োগ করা হয়েছিল।


৫৩. কোন দেশ বলিভিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেসকে আশ্রয় দিয়েছে ?

(A) কলম্বিয়া
(B) ভেনেজুয়েলা
(C) চিলি
(D) মেক্সিকো

উত্তর :
(D) মেক্সিকো

বলিভিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেস মেক্সিকো আশ্রয় গ্রহণ করেছেন । দেশে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে মোরালেস পদত্যাগ করেছিলেন।


৫৪. রাজস্থানের কোন হ্রদে বিভিন্ন প্রজাতির এক হাজারেরও বেশি পরিযায়ী পাখি সম্প্রতি মারা গিয়েছে ?

(A) নককি হ্রদ
(B) পিচোলা হ্রদ
(C) সম্বর হ্রদ
(D) ফতেহ সাগর হ্রদ

উত্তর :
(C) সম্বর হ্রদ

রাজস্থানের জয়পুরের সম্বর হ্রদে এক হাজারেরও বেশি পরিযায়ী পাখি মৃত অবস্থায় পাওয়া গেছে। এই পাখির মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন মনে করে যে এটি দূষিত জলের কারণে ঘটেছে।


৫৫. নিম্নলিখিত মন্ত্রীদের মধ্যে কাকে সম্প্রতি ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজগুলির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ?

(A) প্রকাশ জাভাদেকার
(B) হরসিমরত কৌর বাদল
(C) ধর্মেন্দ্র প্রধান
(D) সানি দেওল

উত্তর :
(A) প্রকাশ জাভাদেকার

কেন্দ্রীয় মন্ত্রী  প্রকাশ জাভাদেকারকে ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজগুলির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ।


৫৬. সম্প্রতি বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাভেলিন-থ্রো প্রতিযোগিতায় কে স্বর্ণপদক জিতেছে ?

(A) অজিত পাল সিং
(B) সুন্দর সিং গুর্জার
(C) অর্জুন সিং মালিক
(D) দেবেন্দ্র ভার্মা

উত্তর :
(B) সুন্দর সিং গুর্জার

ভারতীয় প্লেয়ার সুন্দর সিং গুর্জার সম্প্রতি বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। সুন্দর সিং ৬১.২২ মিটার নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন। গুর্জার ২০১৩ সালে লিওনে স্বর্ণ এবং ২০১৫ সালে দোহার চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছিলেন ।


৫৭. সংসদীয় কমিটির প্রতিবেদন অনুসারে, ভারতে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত কত শতাংশ মানুষ ক্যান্সারের কারণে মারা যান ?

(A)  ৫০%
(B) ৬১%
(C) ৬৮%
(D) ৭২%

উত্তর :
(C) ৬৮%

সংসদীয় কমিটির প্রতিবেদন অনুসারে, প্রতি বছর উন্নত দেশগুলিতে ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রায় ৩৮ শতাংশ মারা যাচ্ছে, ভারতে এই সংখ্যা ৬৮ শতাংশ। এর অর্থ রোগীদের কাছে চিকিৎসা পৌঁছাচ্ছে না। গত বছর ভারতে ১৩ লক্ষ নতুন ক্যান্সার আক্রান্ত হয়েছে।


৫৮. ভারতীয় নৌসেনা দ্বারা প্রথম কোন মহিলা অফিসারকে ‘Naval Attache’ পোস্টে বিদেশে পোস্টিং দেওয়া হয়েছে ?

(A) করবী গগৈ
(B) ললিতা মাথুর
(C) অঞ্জলি মোহন

(D) নন্দিনী অবস্থি

উত্তর :
(A) করবী গগৈ

ভারতীয় নৌসেনা দ্বারা প্রথম মহিলা অফিসার করবী গগৈকে রাশিয়াতে  ‘Naval Attache’ পোস্টে পোস্টিং দেওয়া হয়েছে ।


৫৯. ২০২০ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন ?

(A) আমেরিকা
(B) রাশিয়া
(C) ব্রাজিল
(D) সৌদি আরব

উত্তর :
(C) ব্রাজিল

পরের বছর ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি থাকবেন ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বলসোনারো। ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগদান করার সময় তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত করেছিলেন।


৬০. ভারত ও  কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ‘Tiger Triumph’ সম্প্রতি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হলো ?

(A) আমেরিকা
(B) ইন্দোনেশিয়া
(C) জাপান
(D) মালয়েশিয়া

উত্তর :
(A) আমেরিকা

মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (Humanitarian Assistance and Disaster Relief) সামরিক মহড়া ‘টাইগার ট্রায়াম্ফ’ ভারত ও আমেরিকার মধ্যে ১৩ নভেম্বর, ২০১৯ এ বিশাখাপত্তনমে শুরু হলো।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button