Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস

২১. কোন ভারতীয় ফুটবল লিগের ডকুমেন্টারিটি ‘সিঙ্গেল ডকুমেন্টারি’ বিভাগে ‘বাফটা স্কটল্যান্ড’ অ্যাওয়ার্ডস 2019 জিতেছে ? 

(A) চার্চিল ব্রাদার্স
(B) লোনষ্টার কাশ্মীর
(C) রিয়েল কাশ্মীর
(D) মধ্য ভারত

উত্তর :
(C) রিয়েল কাশ্মীর

২২. পঞ্চম ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের থিম কি ছিল ?

(A) Science for Transformation
(B) Science for New India
(C) RISEN India
(D) Boost New India

উত্তর :
(C) RISEN India

কলকাতায় ২০১৯ সালের পঞ্চম ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব সম্পন্ন হয়েছে । এই উৎসবের অঙ্গ হিসেবে বিজ্ঞান নগরীতে পরম্পরাগত শিল্প এবং শিল্পীদের প্রদর্শনীর উদ্বোধন করে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা।


২৩. কেরালার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার “এজুথাচান পুরস্কার” -এর জন্য ২০১৯ সালে মনোনীত হয়েছেন 

(A) এম মুকুন্দন
(B) আনন্দ
(C) কে জয়কুমার
(D) রানি জর্জ

উত্তর :
(B) আনন্দ

২০১৯ সালের এজুথাচান পুরস্কার পেলেন পি সচিদানন্দন ( ছদ্মনাম আনন্দ ) ।


২৪. ২০১৯ সালের দেওধর ট্রফি জিতেছে কোন দল ?

(A) ইন্ডিয়া এ
(B) ইন্ডিয়া বি
(C) ইন্ডিয়া সি
(D) ইন্ডিয়া ডি

উত্তর :
(B) ইন্ডিয়া বি

ইন্ডিয়া বি ৫১ রানে ইন্ডিয়া সি কে ফাইনালে হারিয়ে এই ট্রফি জিতে নিয়েছে ।


২৫. ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ (Land Ports Authority of India ) -এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ?

(A) বিরাট সিং
(B) নীতীশ রানা
(C) আদিত্য মিশ্র
(D) ঈশান পারেন

উত্তর :
(C) আদিত্য মিশ্র

২৬. ২০১৯ সালের মিস এশিয়া গ্লোবাল শিরোনাম জিতলেন কে ?

(A) সমীক্ষা সিং
(B) ছাইয়েন হুইসমান
(C) এনগুইন থি ইয়েন ট্রাং
(D) সারা দামানজানোভিচ

উত্তর :
(D) সারা দামানজানোভিচ

সার্বিয়ার সারা দামানজানোভিচ এই শিরোপা জিতে নিয়েছেন ।


২৭. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) সম্প্রতি কোন বছরের মধ্যে “অনলাইন শপিং” – কে একটি আসক্তি ব্যাধি হিসাবে চিহ্নিত করার ঘোষণা করেছে ?

(A) ২০২৩
(B) ২০২৪
(C) ২০২২
(D) ২০২১

উত্তর :
(B) ২০২৪

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO ) ২০২৪ সালের মধ্যে ‘অনলাইন শপিং’- কে একটি আসক্তি ব্যাধি হিসাবে চিহ্নিত করবে। গবেষণা সংস্থা গার্টনার প্রকাশ করেছিল যে লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল বাণিজ্যকে অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার করে এবং তারপরে আর্থিক চাপের সম্মুখীন হয়। এই গবেষণার ওপর ভিত্তি করেই WHO এর এই সিদ্ধান্ত ।


২৮. চীন সম্প্রতি কোন দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ?

(A) নেপাল
(B) সিরিয়া
(C) সুদান
(D) তুরস্ক

উত্তর :
(C) সুদান

চীন সুদানের প্রথম কৃত্রিম উপগ্রহ,‘SRSS-1’ মহাকাশে প্রেরণ করলো ।  ‘SRSS-1’  একটি রিমোট সেন্সিং উপগ্রহ, যা অর্থনৈতিক, সামরিক এবং মহাকাশ প্রযুক্তিতে গবেষণা চালানোর জন্য শুরু করা হয়েছে ।


২৯. দিল্লিতে নির্মাণ কার্যের নিষেধাজ্ঞার পরে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কে কেন্দ্রীয় সরকারকে দৈনিক মজুরদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপারিশ করেছিল ?

(A) সুপ্রিম কোর্ট
(B) দিল্লি হাইকোর্ট
(C) NGT
(D) দিল্লি সরকার

উত্তর :
(C) NGT

দিল্লিতে দূষণ সমস্যা মোকাবেলা করতে সুপ্রিম কোর্ট সমস্ত নির্মাণ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করার পর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT ) কেন্দ্রীয় সরকারের কাছে দৈনিক মজুরির শ্রমিকদের উপবৃত্তি বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপারিশ করেছে।


৩০. ভারতের কোন শহর থেকে একদল শিক্ষার্থী একসাথে অ্যাস্ট্রো ফিজিক্স পাঠে যোগদান করে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে ?

(A) পুনে
(B) হায়দ্রাবাদ
(C) কোলকাতা
(D) চেন্নাই

উত্তর :
(C) কোলকাতা

প্রায় ১৫৯৮ জন শিক্ষার্থী কলকাতার সায়েন্স সিটিতে বৃহত্তম অ্যাস্ট্রো ফিজিক্স পাঠ এবং স্পেকট্রোস্কোপের সমাবেশে যোগদান করে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সাফল্যের সাথে তৈরি করলো ।


৩১. বিধি লঙ্ঘনের জন্য কোন ব্যাঙ্ককে ভারতীয় রিজার্ভ ব্যাংক পাঁচ কোটি টাকার জরিমানা করেছে ?

(A) বিকারের রুরাল কো-অপারেটিভ ব্যাংক
(B) মেহসানা আরবান কো-অপারেটিভ ব্যাংক
(C) লুধিয়ানা আরবান কো-অপারেটিভ ব্যাংক
(D) কোনটিই নয়

উত্তর :
(B) মেহসানা আরবান কো-অপারেটিভ ব্যাংক

জরাতের মেহসানা আরবান কো-অপারেটিভ ব্যাংকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক এই জরিমানা আরোপ করেছে কারণ ব্যাংক পরিচিত সংস্থা, আত্মীয়স্বজনদের সরাসরি কোনো অনুমোদন ছাড়া লোন প্রদান করেছিল ।


৩২. ভারতের কোন প্রতিবেশী দেশ তার সাতটি প্রদেশেই নতুন গভর্নর নিযুক্ত করেছে ?

(A) শ্রীলঙ্কা
(B) ভুটান
(C) মায়ানমার
(D) নেপাল

উত্তর :
(D) নেপাল

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী সাতটি প্রদেশেই নতুন গভর্নর নিয়োগ করেছেন। এর আগে মন্ত্রিপরিষদের সুপারিশে সাতটি প্রদেশের গভর্নরকে অপসারণ করা হয়েছিল।


৩৩. ভারতের নতুন রাজনৈতিক মানচিত্রে কালাপানির অন্তর্ভুক্তি নিয়ে কোন দেশ আপত্তি জানিয়েছে ?

(A) চীন
(B) ভুটান
(C) নেপাল
(D) মায়ানমার

উত্তর :
(C) নেপাল

নেপাল কালাপানিকে ভারতের নতুন রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি তুলেছে। নেপাল দাবি করেছে কালাপানি তার ভূখণ্ডের একটি অংশ, অন্যদিকে ভারত দাবি করেছে এটি উত্তরাখণ্ডের একটি অংশ।


৩৪. ফ্রিডম অফ দ্য নেট রিপোর্ট ২০১৯ অনুসারে কোন দেশকে বিশ্বের ইন্টারনেট স্বাধীনতার সবচেয়ে খারাপ আপত্তিজনক ব্যবহারকারী হিসাবে স্থান দেওয়া হয়েছে ?

(A) পাকিস্তান
(B) আমেরিকা
(C) চীন
(D) রাশিয়া

উত্তর :
(C) চীন

ফ্রিডম অন নেট রিপোর্ট ২০১৯ অনুযায়ী টানা চতুর্থ বছরের জন্য ইন্টারনেট স্বাধীনতার সবচেয়ে খারাপ ব্যবহারকারী দেশ হিসাবে প্রথম স্থান অর্জন করেছে চীন।


৩৫. ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিভাগে কে ২০১৯ সালের ইনফোসিস পুরস্কার জিতেছেন ?

(A) সুনিতা সারাওয়াগি
(B) মঞ্জুলা রেড্ডি
(C) মনু ভি দেবদেবন
(D) জি মুগেশ

উত্তর :
(A) সুনিতা সারাওয়াগি

সুনিতা সারাওয়াগি তথ্য খনন, ডাটাবেস, মেশিন লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বিষয়ে গবেষণা এবং এই গবেষণা কৌশলগুলির গুরুত্বপূর্ণ প্রয়োগগুলির জন্য ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে ২০১৯ সালের ইনফোসিস পুরস্কার পেলেন ।


৩৬. যৌথ নৌ-মহড়া ‘সমুদ্র শক্তি’ ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হলো ?

(A) মায়ানমার
(B) মালদ্বীপ
(C) ইন্দোনেশিয়া
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(C) ইন্দোনেশিয়া

ভারতের পক্ষ থেকে সাবমেরিন INS কামোর্টা এই নৌ-মহড়ায় অংশ নিয়েছিল ।


৩৭. শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন ?

(A) সৌদি আরব
(B) কাতার
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) কুয়েত

উত্তর :
(C) সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল তাঁর চতুর্থ পাঁচ বছরের মেয়াদে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে আবার রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। রাষ্ট্রপতি শেখ খলিফা ২০০৪ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি হিসাবে প্রথম নির্বাচিত হন।


৩৮. ব্রিকস শীর্ষ সম্মেলন ২০১৯ এর আয়োজন করবে কোন দেশ ?

(A) ভারত
(B) চীন
(C) রাশিয়া
(D) ব্রাজিল

উত্তর :
(D) ব্রাজিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মেলনে অংশ নেবেন।

ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি “ব্রিক” নামে পরিচিত ছিল। ব্রিক্‌সে অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব। পাঁচটি রাষ্ট্রই জি-২০-এর সদস্য। ২০১০ সাল থেকে, ব্রিক্‌স রাষ্ট্রসমূহ প্রতিবছর আনুষ্ঠানিক সম্মেলনে মিলিত হয় ।


৩৯. প্রথম বিমসটেক বন্দর সভাটি কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) কোচিন
(B) বিশাখাপত্তনম
(C) মুম্বাই
(D) সুরাট

উত্তর :
(B) বিশাখাপত্তনম

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বা সংক্ষেপে BIMSTEC দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।

১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে – বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেয়া হয় – BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation). প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়।

পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ণ সদস্য হিসেব গ্রহণ করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়।

১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভূটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।

২০০৪ সালের ৩১ জুলাই, সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে, নেতৃবৃন্দ সংগঠনটির নাম পরিবর্তনের পক্ষে মত দেন এবং সংগঠনটির পরিবর্তিত নামটি দাঁড়ায় – BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation


৪০. কোন হিন্দি লেখককে অসামান্য সাহিত্যকর্মের জন্য ২০১৯ সালের ব্যাস সম্মানে ভূষিত করা হয়েছে ? 

(A) বিশ্বনাথ ত্রিপাঠি
(B) নরেন্দ্র কোহলি
(C) নাসিরা শর্মা
(D) মান্নু ভান্ডারী

উত্তর :
(C) নাসিরা শর্মা

নাসিরা শর্মা তাঁর উপন্যাস “Paper Boat” – এর জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কারটি ১০ ​​বছরের সময়কালে প্রকাশিত সেরা হিন্দি সাহিত্যের রচনাকে দেওয়া হয়। কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরষ্কার প্রদান করে ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button