Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস

১০১. নিম্নলিখিত সংসদ সদস্যদের মধ্যে কে নাথুরাম গডসেকে লোকসভার কার্যক্রম চলাকালীন “দেশপ্রেমিক” হিসাবে বর্ণনা করেছিলেন?

(A) প্রজ্ঞা ঠাকুর
(B) গজেন্দ্র প্যাটেল
(C) সাক্ষী মহারাজ
(D) গৌতম গম্ভীর

উত্তর :
(A) প্রজ্ঞা ঠাকুর

লোকসভা চলাকালীন মহাত্মা গান্ধীর ঘাতক নথুরাম গডসেকে “দেশপ্রেমিক” হিসাবে বর্ণনা করার পরে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে মূল সংসদীয় প্যানেল থেকে সরিয়ে দেওয়াহ য়েছে । এই অধিবেশন চলাকালীন তিনি  কোনও বিজেপি সংসদীয় দলের বৈঠকে অংশ নিতে পারবেন না।


১০২. আবদুল্লা ইয়ামিন অর্থ পাচারের দায়ে ৫ বছরের কারাদণ্ডের সাজা পেলেন । তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ?

(A) তানজানিয়া
(B) মিশর
(C) জাম্বিয়া
(D) মালদ্বীপ

উত্তর :
(D) মালদ্বীপ

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি, আবদুল্লা ইয়ামিনকে ২৮ শে নভেম্বর, ২০১৯ এ অর্থ পাচারের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে । মালদ্বীপের একটি আদালতের পাঁচ বিচারকের বেঞ্চ এই আদেশ দিয়েছে ।


১০৩. কোন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে উত্তর শ্রীলঙ্কা প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছে?

(A) কুমার সাঙ্গাকারা
(B) সনথ জয়সুরিয়া
(C) মুথাইয়া মুরলিধরন
(D) মহেলা জয়াবর্ধনে

উত্তর :
(C) মুথাইয়া মুরলিধরন

শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরনকে উত্তর শ্রীলঙ্কা প্রদেশের গভর্নর পদে নিয়োগ করা হয়েছে। এই প্রদেশটি তামিল সংখ্যাগরিষ্ঠ।


১০৪. সর্বশেষ সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৯ সালের দ্বিতীয় কোয়াটারে জিডিপি -এর বৃদ্ধির হার হলো 

(A) ৪.৫%
(B) ৫%
(C) ৬%
(D) ৭.৩%

উত্তর :
(A) ৪.৫%

১০৫. বিশ্ব অভিবাসন রিপোর্ট (World Migration Report ) ২০২০ অনুসারে কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী বিদেশে বসবাস করছেন?

(A) জাপান
(B) মেক্সিকো
(C) চীন
(D) ভারত

উত্তর :
(D) ভারত

১ – ভারত ( ১৭.৫ মিলিয়ন ) , ২ – মক্সিকো ( ১১.৮ মিলিয়ন ) , ৩ – চীন ( ১০.৭ মিলিয়ন )


১০৬. IFFI 2019 – এ গোল্ডেন পিকক পুস্কার পেলো কোন চলচিত্রটি ?

(A) পার্টিকেলস
(B) জালিকাট্টু
(C) মাড়ীঘেল্লা
(D) বেলুন

উত্তর :
(A) পার্টিকেলস

ব্লেইস হ্যারিসন পরিচালিত একটি ফরাসি-সুইস চলচ্চিত্র, ‘পার্টিকেলস’ গোয়ার পঞ্চাশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে ।


১০৭. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশকে তার অর্থনীতি শক্তিশালী করতে ৪০০ মিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন?

(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) শ্রীলঙ্কা
(D) মালদ্বীপ

উত্তর :
(C) শ্রীলঙ্কা

প্রধানমন্ত্রী মোদী ২৯শে নভেম্বর (২০১৯) , শ্রীলঙ্কার সফররত রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকসের সাথে একটি যৌথ বিবৃতি দেওয়ার সময় এই ঘোষণাটি করেছেন ।


১০৮. মহারাষ্ট্র বিধানসভার নতুন প্রোটেম স্পিকার হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) দিলীপ পাটিল
(B) জয়ন্ত পাতিল
(C) পৃথ্বীরাজ বারিক
(D) নবাব মালিক

উত্তর :
(A) দিলীপ পাটিল 

১০৯. কোন দেশে সম্প্রতি বুবনিক প্লেগের কিছু ঘটনা খুঁজেপাওয়া গিয়েছে ?

(A) ভারত
(B) পাকিস্তান
(C) চীন
(D) বাংলাদেশ

উত্তর :
(C) চীন

প্লেগ একটি জীবনঘাতী রোগ যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট। এই ব্যাকটেরিয়াটি ফ্রান্স-সুইস ব্যাকটেরিওলজিস্ট আলেকজেন্ডার ইরসিন কর্তৃক আবিস্কৃত। এ রোগে আক্রান্ত হওয়ার ফলে রোগীর লিম্ফনোডগুলো ব্লক হয়ে ফুলে উঠে। এ ধরনের প্লেগকে বুবনিক প্লেগ বলে। বুবনিক প্লেগ দেহে ছড়িয়ে পড়লে পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয়। একে নিউমোনিয়া প্লেগ বলে।


১১০. “मा गृधः कस्यस्विद्धनम् (Do not be greedy for anyone’s wealth) ” সম্প্রতি কোন সংস্থার মূলমন্ত্র হিসাবে গৃহীত হয়েছিল?

(A) লোকপাল
(B) নীতি আয়োগ
(C) জলশক্তি মন্ত্রনালয়
(D) নির্বাচন কমিশন

উত্তর :
(A) লোকপাল

১১১. দুর্নীতি দমনকারী ওম্বুডসম্যান “লোকপাল” এর লোগোটি কে ডিজাইন করেছেন ?

(A) নিখিল কুমার
(B) প্রশান্ত মিশ্র
(C) কানন কৃষ্ণ
(D) নারায়ণন কৃষ্ণস্বামী

উত্তর :
(B) প্রশান্ত মিশ্র

লোকপালের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) পিনাকী চন্দ্র ঘোষ দুর্নীতি দমনকারী ওম্বুডসম্যান লোকপাল” এর একটি নতুন লোগো চালু করেছেন । এটির নকশা করেছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা প্রশান্ত মিশ্র।


১১২. কাঠুয়া কান্ড কভারেজের জন্য কোন ভারতীয় নিউজ চ্যানেলকে সাংবাদিকতার জন্য  ২০১৯ সালের “IPI India Award for Excellence” প্রদান করা হয়েছে ?

(A) NDTV India
(B) আজ তাক
(C) Zee News
(D) News 24

উত্তর :
(A) NDTV India 

১১৩. সর্বশেষ CRY রিপোর্ট অনুযায়ী শিশুদের বিরুদ্ধে সামগ্রিক অপরাধে কোন রাজ্য শীর্ষে রয়েছে ?

(A) উত্তর প্রদেশ
(B) পাঞ্জাব
(C) হরিয়ানা
(D) ওড়িশা

উত্তর :
(A) উত্তর প্রদেশ

যুগ্মভাবে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ ।


১১৪. কোন রাজ্য সরকার সরকারী চাকরিতে ক্রীড়াবিদদের জন্য ৫% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে? 

(A) হরিয়ানা
(B) উত্তর প্রদেশ
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(D) মধ্য প্রদেশ

১১৫. গোলাপি বলে একটি ইনিংসসে ৫টি উইকেট গ্রহণকারী প্রথম ভারতীয় বোলার কে ?

(A) মোহাম্মদ শামী
(B) উমেশ যাদব
(C) ইশান্ত শর্মা
(D) জসপ্রিত বুমরাহ

উত্তর :
(C) ইশান্ত শর্মা

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ডে-নাইট গোলাপী বল টেস্টে প্রথম ইনিংসসে পাঁচ উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ।


Download PDF File :
November Month Current Affairs MCQ – Download
November Month Current Affairs One Liners – Download

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6
Telegram

Related Articles

2 Comments

Back to top button