Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুলাই মাস

৬১. সিঙ্গাপুর আন্তর্জাতিক কমার্শিয়াল কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন ভারতীয় সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতি ?

(A) অর্জন কুমার শিখর
(B) আদর্শ কুমার গোয়েল
(C) সুরিন্দর সিং নিজ্জার
(D) সঞ্জয় কিষান কৌল

উত্তর :
(A) অর্জন কুমার শিখর 

৬২. “IAAF Veteran Pin” – এর জন্য কোন ভারতীয় এথলিটকে মনোনীত করা হয়েছে ?

(A) মিলখা সিং
(B) পি টি উষা
(C) অঞ্জু ববি জর্জ
(D) মঞ্জু বালাস্বামী

উত্তর :
(B) পি টি উষা 

৬৩. ভারতীয় মহিলা টেবিল টেনিস দল কোন দেশকে হারিয়ে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলো ?

(A) অস্ট্রেলিয়া
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইংল্যান্ড
(D) সিঙ্গাপুর

উত্তর :
(D) সিঙ্গাপুর 

৬৪. পৃথু গুপ্তা কোন খেলার সাথে জড়িত ?

(A) দাবা
(B) জুডো
(C) হকি
(D) ফুটবল

উত্তর :
(A) দাবা

দিল্লির ১৫ বছর বয়সী পৃথু গুপ্তা হলো ভারতের ৬৪টম গ্র্যান্ডমাস্টার ।


৬৫. ২০১৯ সালের ডুরান্ড কাপ কোন শহরে হতে চলেছে ?

(A) ব্যাঙ্গালুরু
(B) আগ্রা
(C) নতুন দিল্লি
(D) কোলকাতা

উত্তর :
(D) কোলকাতা 

৬৬. কোন দেশের গবেষকরা রামানুজন মেশিন নামক একটু এলগোরিদম ( Ramanujan Machine algorithm ) তৈরী করেছেন ?

(A) ভারত
(B) আমেরিকা
(C) ইজরায়েল
(D) ফ্রান্স

উত্তর :
(C) ইজরায়েল 

৬৭. ২০১৯ সালের ভারত ও চীনের যৌথ সামরিক মহড়া “Hand-in-Hand” কোন রাজ্যে হতে চলেছে ?

(A) মেঘালয়
(B) নাগাল্যান্ড
(C) অরুণাচল প্রদেশ
(D) সিকিম

উত্তর :
(A) মেঘালয় 

৬৮. কোন ভারতীয় বডি বিল্ডার ২০১৯ সালের মিস্টার দক্ষিণ এশিয়ার খেতাব অর্জন করেছেন ?

(A) যতীন্দ্র সিং
(B) মিহির সিং
(C) যোগেশ কুমার সানান
(D) রবিন্দর কুমার মালিক

উত্তর :
(D) রবিন্দর কুমার মালিক

৬৯. চন্দ্রযান -2 চাঁদের কোন অঞ্চলে গবেষণা ও পর্যবেক্ষণ করবে ?

(A) উত্তর মেরু
(B) পশ্চিম মেরু
(C) দক্ষিণ মেরু
(D) পূর্ব মেরু

উত্তর :
(C) দক্ষিণ মেরু

৭০. এশিয়ার বক্সিং কনফেডারেশনস (ASBC) প্রতিযোগিতার কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

(A) কিশেন নারসি
(B) অখিল কুমার
(C) মনীষ কৌশিক
(D) ভার্গিজ জনসন

উত্তর :
(A) কিশেন নারসি 



৭১. সংগীত একাডেমির সংগীত কালনিধি পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে ?

(A) সীথা নারায়ণন
(B) এস রামানাথান
(C) এস সৌম্য
(D) প্রিয়দর্শিনী গোবিন্দ

উত্তর :
(C) এস সৌম্য

৭২. কমনওয়েলথ টেবিল টেনিস ফেডারেশন (CTTF) এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(A) ইন্দু পুরি
(B) এম পি সিংহ
(C) কমলেশ মেহতা
(D) বিবেক কোহলি

উত্তর :
(D) বিবেক কোহলি

৭৩. ২১তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন কে হলেন ? 

(A) ঐহিকা মুখার্জী
(B) পূজা সহস্রবধে
(C) কৃত্ত্বিকা সিনহা রায়
(D) মানিক বাটরা

উত্তর :
(A) ঐহিকা মুখার্জী

প্রথম ভারতীয় মহিলা টিটি খেলোয়াড় হিসেবে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতে নজির গড়লেন ঐহিকা। ফাইনালে অবশ্য ঐহিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক ভারতীয় কন্যাই। ফাইনালে ভারতের মধুরিকা পাটকরকে ১১-৬,১১-৪, ১১-৯, ১৯-১৭ তে হারালেন ঐহিকা।


৭৪. ২০১৯ সালের মোহনবাগান রত্নের জন্য কোন হকি খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে ?

(A) উধম সিং
(B) কেশব দত্ত
(C) লেসলি ক্লডিয়াস
(D) ধনরাজ পিল্লাই

উত্তর :
(B) কেশব দত্ত

এবারেই প্রথমবার মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে দু-জনকে- কেশব দত্ত এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়।

ক্লাবের জার্সিতে নয় বছর খেলেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ক্লাবের ক্যাবিনেটে এনেছেন ২৮টা ট্রফি। তাঁর অধিনায়কত্বে সোনা ঝরা বছর ছিল ১৯৭৮ সালে। সেই বছরেই ত্রিমুকুট জিতেছিল ক্লাব।

অন্যদিকে, কিংবদন্তি হকি তারকা কেশব দত্তকে মরণোত্তর মোহনবাগান রত্ন দেওয়ার দাবি উঠছিল গত দু-বছর ধরেই। ১৯৪৮ ও ১৯৫২ সালে যথাক্রমে লন্ডন ও হেলসিঙ্কি অলিম্পিক গেমসে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবারেই সেই দাবিকে মান্যতা দিয়েই কিংবদন্তিকে স্বীকৃতি মোহনবাগান রত্নের।


৭৫. কোন দেশের বিজ্ঞানীরা পাট তন্তু থেকে কম খরচে বায়ো-ডিগ্রেডেবল সেলুলোজ সিট তৈরী করার পদ্ধতি আবিষ্কার করেছেন ?

(A) শ্রীলংকা
(B) মায়ানমার
(C) ভারত
(D) বাংলাদেশ

উত্তর :
(D) বাংলাদেশ

৭৬. ভারতে আয়কর দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ২৫
(B) জুলাই ২৪
(C) জুলাই ২৩
(D) জুলাই ২১

উত্তর :
(B) জুলাই ২৪

৭৭. ভারতের প্রথম কোন রাজ্য স্থানীয় যুবকদের জন্য প্রাইভেট চাকরিতে ৭৫% সংরক্ষণ করলো ?

(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্র প্রদেশ
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(B) অন্ধ্র প্রদেশ 

৭৮. ‘Fire and Fury Corps — Saga of Valour, Fortitude and Sacrifice’ – বইটির লেখক কে ?

(A) ব্রিজ মোহন কৌল
(B) রণবীর সিং
(C) মুকুন্দ নারভানে
(D) ডি আনবু

উত্তর :
(B) রণবীর সিং

৭৯. কোন সংস্থা ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসর হয়ে উঠেছে ?

(A) BYJU’s
(B) Jio
(C) Vedantu
(D) Airtel

উত্তর :
(A) BYJU’s 

৮০. ভারতের প্রথম মহাকাশ যুদ্ধের ড্রিল “IndSpaceEx” কোন শহরে শুরু হলো ?

(A) কোচি
(B) বিশাখাপত্তনম
(C) নতুন দিল্লি
(D) নেলোর

উত্তর :
(C) নতুন দিল্লি

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

6 Comments

Back to top button