Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুলাই মাস

৪১. ২০১৯ সালের বুচিয়েন (Bucheon ) চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা এশিয়ান চলচ্চিত্রের জন্য নেটপ্যাক (NETPAC )  পুরষ্কার জিতেছে ?

(A) গুলী বয়
(B) কবির সিং
(C) ভারত
(D) সুপার 30

উত্তর :
(A) গুলী বয়

গুলী বয় চলচ্চিত্রটির পরিচালক হলেন – জোয়া আখতার


৪২. কোন ইউরোপীয় দেশ ২০২০ সাল থেকে বিমান টিকিটগুলিতে সবুজ কর ( Green Tax ) আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) অস্ট্রিয়া
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) পোল্যান্ড

উত্তর :
(B) ফ্রান্স

৪৩. সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাপ্রাপ্ত প্রসেসকো (Prosecco ) পাহাড় কোন দেশে অবস্থিত ?

(A) স্পেন
(B) ইতালি
(C) নরওয়ে
(D) সুইডেন

উত্তর :
(B) ইতালি

৪৪. ৩০তম বিশ্ব ইউনিভার্সিটি গেমস (WUG-2019) এ ১০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জয়ী  প্রথম ভারতীয় স্প্রিন্টার কে ?

(A) অশ্বিনী আক্কুঞ্জী
(B) সাথি গীথা
(C) হিমা দাস
(D) দ্যুতি চাঁদ

উত্তর :
(D) দ্যুতি চাঁদ

৪৫. কে ২০১৯ সালের AIFF Men’s Footballer of the Year হিসেবে নির্বাচিত হয়েছেন ?

(A) জেজে লালপেখুলা
(B) ল্যালিয়ানজুয়াল ছাংগী
(C) আবদুল সামাদ
(D) সুনিল ছেত্রী

উত্তর :
(D) সুনিল ছেত্রী

৪৬. ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL ) এর CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(A) সি কে ভিনিথ
(B) নারায়ণ দাস
(C) প্রবীণ কুমার পূর্বার
(D) অনিরুধ সিং

উত্তর :
(C) প্রবীণ কুমার পূর্বার 

৪৭. ICC হল অফ ফেমে কোন ভারতীয় ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(A) সৌরভ গাঙ্গুলি
(B) ভি ভি এস লক্ষ্মণ
(C) জাভগাল শ্রীনাথ
(D) শচীন টেন্ডুলকার

উত্তর :
(D) শচীন টেন্ডুলকার

৪৮. কোন তারিখে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস (Nelson Mandela International Day ) পালন করা হয় ?

(A) জুলাই ১৯
(B) জুলাই ১৮
(C) জুলাই ১৬
(D) জুলাই ২১

উত্তর :
(B) জুলাই ১৮

২০০৯ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সমগ্র বিশ্ববাসীকে ম্যান্ডেলা দিবস পালনের আহ্বান জানায়। এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে তাঁরা নেলসন ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কাজকর্মের দিন হিসেবে স্থির করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতবসংঘ আনুষ্ঠানিক ভাবে “নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস” উদযাপনের ঘোষণা করে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়।


৪৯. কোন ভারতীয় গল্ফার ২০১৯ সালের FCG Callaway Junior world Golf Championship জিতেছেন ?

(A) অর্জুন ভাতি
(B) শুভঙ্কর শর্মা
(C) রশিদ খান
(D) মুকেশ কুমার

উত্তর :
(A) অর্জুন ভাতি

৫০. ICC সংবিধান লঙ্ঘনের জন্য কোন দেশের ক্রিকেট ফেডারেশনকে ICC সম্প্রতি সাসপেন্ড করলো ? 

(A) বেলজিয়াম
(B) জিম্বাবুয়ে
(C) স্পেন
(D) ব্রুনেই

উত্তর :
(B) জিম্বাবুয়ে

৫১. ‘Medicine from the Sky’ কোন রাজ্যের একটি পাইলট প্রকল্প ?

(A) তেলেঙ্গানা
(B) অন্ধ্র প্রদেশ
(C) কেরালা
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) তেলেঙ্গানা

চিকিৎসার এমার্জেন্সি জিনিসপত্র ( রক্ত, টিকা, স্যাম্পল, অঙ্গ প্রভৃতি ) আকাশপথে সরবরাহ করার জন্য তেলেঙ্গানা সরকার এই পাইলট প্রকল্পটি শুরু করতে চলেছে ।


৫২. কোন রাজ্য সরকার শহীদদের পরিবারকে ১ কোটি টাকা সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) ওড়িশা
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র

উত্তর :
(D) মহারাষ্ট্র

৫৩. “Tabor Athletics” -এ ২০০ মিটার প্রতিযোগিতায় কোন ভারতীয় মহিলা স্প্রিন্টার সোনা জিতেছেন ?

(A) দ্যুতি চাঁদ
(B) ভি কে ভিসমা
(C) হিমা দাস
(D) স্বপ্না বর্মন

উত্তর :
(C) হিমা দাস

৫৪.  “Kargil: Untold stories from the War” – বইটির লেখক কে ?

(A) রচনা বিষৎ রাওয়াত
(B) মৃনাল ঠাকুর
(C) প্রকাশ কোভালামুদী
(D) লক্ষ্মী মাঞ্চু

উত্তর :
(A) রচনা বিষৎ রাওয়াত

৫৫. ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

(A) গীতা গোপীনাথান
(B) মার্গারেট থ্যাচার
(C) উরসুলা ভন দের লিয়েন
(D) জুজানা কাপুতোভা

উত্তর :
(C) উরসুলা ভন দের লিয়েন 

৫৬. স্বল্পব্যয়ে জল থেকে আর্সেনিক দূর করার ফিল্টার তৈরী করলো কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ?

(A) দিল্লী ইউনিভার্সিটি
(B) IIT বোম্বে
(C) তেজপুর ইউনিভার্সিটি
(D) IISC ব্যাঙ্গালোর

উত্তর :
(C) তেজপুর ইউনিভার্সিটি 

৫৭. আন্তর্জাতিক হাঙ্গর সচেতনতা দিবস কোন তারিখে পালন করা হয় ?

(A) জুলাই ১৭
(B) জুলাই ১৪
(C) জুলাই ১৬
(D) জুলাই ১৫

উত্তর :
(B) জুলাই ১৪

৫৮. মেলবোর্নের “La Trobe” বিশ্ববিদ্যালয় কোন ভারতীয় ব্যক্তিত্বকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করলো ?

(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) শাহরুখ খান
(C) অমিতাভ বচ্চন
(D) মাধুরী দীক্ষিত

উত্তর :
(B) শাহরুখ খান 

৫৯. ২০১৯ সালের উইম্বলডন টেনিস টুর্নামেন্টে মহিলাদের বিভাগে কে চ্যাম্পিয়ন হলেন ?

(A) এঞ্জেলিক কারবার
(B) নাওমি ওসাকা
(C) সেরেনা উইলিয়ামস
(D) সিমোনা হালেপ

উত্তর :
(D) সিমোনা হালেপ

সেরেনা উইলিয়ামসকে ৬-২, ৬-২ এ হারিয়ে এই শিরোপা জিতে নিলেন সিমোনা হালেপ


৬০. প্রথম কোন ভারতীয় রাজ্য বিশ্ব ব্যাঙ্কের “Climate Resilience” প্রোগ্রামের অধীনে ফান্ড পেলো ? 

(A) গুজরাট
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর :
(B) কেরালা 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

6 Comments

দেখে নাও
Close
Back to top button