4th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
4th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৪ঠা নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 3rd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. Collins Dictionary দ্বারা ঘোষিত ‘word of the year 2022’ কোনটি?
(A) Permacrisis
(B) Booster
(C) Vaccine
(D) Tergiversate
- শব্দটি কলিন্সের জন্য একটি নতুন সংস্করণ, যা অস্থিরতাযুক্ত এবং নিরাপত্তাহীনতার যুগকে নির্দেশ করে।
- এই শব্দটি চলমান ইউক্রেন যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ২০২২ সালে বিশ্ব যে রাজনৈতিক উত্থান দেখা গেছে তাকে নির্দেশ করে।
২. কোন দেশ দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে?
(A) সুইজারল্যান্ড
(B) জার্মানি
(C) ডেনমার্ক
(D) নরওয়ে
- দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে বিশ্ব রেকর্ড গড়েছে সুইজারল্যান্ড।
- ১৯১০ মিটার দীর্ঘ ট্রেনটিতে ১০০টি কোচ রয়েছে এবং মোট ৪,৫৫০টি সিট রয়েছে।
- এটি ৪৫ মিনিটেরও কম সময়ে প্রিডা থেকে আলভেনিউ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব কভার করেছে।
- সুইজারল্যান্ডে প্রথম ট্রেন পরিষেবা চালু হওয়ার ১৭৫তম বার্ষিকী উপলক্ষে এই ট্রেনটি চালানো হয়েছিল।
৩. কোন রাজ্যে, Adani New Industries Ltd দেশের বৃহত্তম উইন্ড টারবাইন জেনারেটর (WTG) স্থাপনের ঘোষণা করেছে?
(A) গুজরাট
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) সিকিম
- আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩রা নভেম্বর গুজরাটের মুন্দ্রায় দেশের বৃহত্তম উইন্ড টারবাইন জেনারেটর (WTG) ইনস্টল করার ঘোষণা করেছে।
- ২০০ মিটার লম্বা, উইন্ড টারবাইনটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটির (১৮২ মিটার) থেকেও লম্বা।
৪. সম্প্রতি কে ‘Department of Food and Public Distribution’-এর সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) উমেশ মিশ্র
(B) পার্থ সতপতী
(C) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(D) সঞ্জীব চোপড়া
- সঞ্জীব চোপড়া খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- ২০২০ এবং ২০২১ সালে সরকার তাকে ন্যাশনাল ই-গভর্ন্যান্স পুরস্কারে ভূষিত করেছে।
৫. কেরালার কোন শহরে সম্প্রতি “Urban Mobility India Conference and Expo”-এর ১৫তম সংস্করণ শুরু হয়েছে?
(A) কোচি
(B) কোল্লাম
(C) ত্রিশুর
(D) কোঝিকোড়
- কেরালায়, ‘Urban Mobility India Conference & Expo’-এর 15 তম সংস্করণ কোচিতে ৪ঠা নভেম্বর ২০২২-এ খোলা হয়েছে।
- কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যৌথভাবে তিন দিনের সম্মেলনের উদ্বোধন করেছেন।
৬. বিশিষ্ট শিল্প সমালোচক এবং চারুকলায় পণ্ডিত বিজয়কুমার মেনন সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা?
(A) মধ্য প্রদেশ
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু
- বিজয়কুমার মেনন কেরালার একজন শিল্প সমালোচক, লেখক, অনুবাদক এবং শিল্প শিক্ষক ছিলেন।
- তাঁর গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে রয়েছে ‘অধুনিকা কালাদর্শনম’; ‘রবিবর্মা পদনাম’; ‘ভারতীয় চিত্রকলা-ইরুপথম নূটন্দিল’ ইত্যাদি।
- তিনি শিল্পকলার সেরা বইয়ের জন্য কেরালা ললিথাকলা আকাদেমি পুরস্কার সহ অনেক পুরস্কারের পেয়েছিলেন।
৭. ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে সম্প্রতি নিচের কোন উৎসবটি শুরু হয়েছে?
(A) জাতীয় রাষ্ট্রীয় উৎসব
(B) জাতীয় উপজাতি নৃত্য
(C) ছট পূজা
(D) উপরের সবগুলু
- ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে, ১লা নভেম্বর ২০২২-এ ৩-দিনের জাতীয় উপজাতীয় নৃত্য উৎসব শুরু হয়েছিল।
- দশটি দেশের ১৫০০ বিদেশী শিল্পী এবং ভারতের ২৮টি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতীয় শিল্পীরা এই উৎসবে অংশ নিচ্ছেন।
- এই উৎসবের মূল লক্ষ্য হল উপজাতীয় ঐতিহ্য ধরে রাখা এবং বিশ্বজুড়ে প্রাচীন সংস্কৃতির সচেতনতা ছড়িয়ে দেওয়া।
৮. নিচের কোন কোম্পানি ভারতের প্রথম ‘রেসপনসিবল স্টিল সার্টিফিকেশন’ পেয়েছে?
(A) JSW স্টিল
(B) TATA স্টিল
(C) ESL স্টিল লিমিটেড
(D) জিন্দাল স্টিল
- TATA স্টিল জামশেদপুরে তার তিনটি উৎপাদন সুবিধার জন্য ‘ResponsibleSteel Certification’ পেয়েছে।
- CEO: টি.ভি. নরেন্দ্রন
- প্রতিষ্ঠা: ২৫শে আগস্ট ১৯০৭
To check our latest Posts - Click Here