Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 16th – 17h July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি খবরে আসা ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?

(A) ইউক্রেন
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) রাশিয়া

উত্তর
(C) ফ্রান্স
ভারত রাইসিনা হিলসে প্রস্তাবিত ন্যাশনাল মিউজিয়ামের ডিসাইন ও প্লানিং -এর জন্য ভারত বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের সাথে একটি অনন্য অংশীদারিত্ব স্থাপন করতে চলেছে।

২. কোন রাজ্য সরকার লোকশিল্প ও সংস্কৃতির প্রচারকারী সাংস্কৃতিক দলগুলিকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) রাজস্থান

উত্তর
(B) উত্তর প্রদেশ
এই অনুদান প্রকল্পের মাধ্যমে, গ্রাম পঞ্চায়েত স্তরে সক্রিয় ভজন কীর্তন মণ্ডলী, নুক্কাদ-নাটক মণ্ডলী, গুরু-শিষ্য পরম্পরা, আঞ্চলিক লোকগান/নৃত্য, ভজন, বাদ্যযন্ত্রের দলগুলিকে উপকৃত করার চেষ্টা করা হবে।

৩. সম্প্রতি গোপালপুর বন্দর কার্গো হ্যান্ডলিংয়ে জাতীয় রেকর্ড গড়েছে। এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

(A) ওড়িশা
(B) মহারাষ্ট্র
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরালা

উত্তর
(A) ওড়িশা
ওডিশার গঞ্জাম জেলার গোপালপুর বন্দর ১৩ থেকে ১৪ জুলাই JSW স্টিল দ্বারা মনোনীত ২৪ ঘন্টার মধ্যে MV Reachy Spring জাহাজে ৫৯,১৫০ মেট্রিক টন লোহা আকরিকের মাল লোড করার মাধ্যমে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছে।

৪. অস্ট্রেলিয়ার নিচের কোন রাজ্যটি ২০২৬ কমনওয়েলথের আয়োজক হিসেবে তার মনোনয়ন প্রত্যাহার করেছে?

(A) তাসমানিয়া
(B) ভিক্টোরিয়া
(C) কুইন্সল্যান্ড
(D) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া

উত্তর
(B) ভিক্টোরিয়া
প্রজেক্টেড খরচ বাজেটের বাইরে চলে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে নাম প্রত্যাহার করে নিয়েছে।

৫. নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ১৬
(B) জুলাই ১৮
(C) জুলাই ২০
(D) জুলাই ১৭

উত্তর
(B) জুলাই ১৮

  • ১৮ই জুলাই প্রতিবছর নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়।
  • ২০২৩ সালে এই দিবসের থিম হল – The Legacy Lives on Through You: Climate, Food, and Solidarity.

দেখে নাও  নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য ।

 

৬. কেন্দ্র কোন নামে ভর্তুকিযুক্ত চানা ডাল বিক্রির কথা ঘোষণা করেছে ?

(A) ইন্ডিয়া ডাল
(B) ভারত ডাল
(C) ইন্দাস ডাল
(D) প্রধামনন্ত্রী ডাল

উত্তর
(B) ভারত ডাল
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ‘ভারত ডাল’ ব্র্যান্ডের অধীনে ৬০ টাকা/কেজিতে ভর্তুকিযুক্ত চানা ডাল বিক্রির কথা ঘোষণা করেছেন।

৭. নিচের কোন ব্যক্তি ভূমি সম্মান ২০২৩ প্রদান করেছেন?

(A) দ্রৌপদী মুর্মু
(B) নির্মলা সীতারমন
(C) নরেন্দ্র মোদি
(D) অমিত শাহ

উত্তর
(A) দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে “ভূমি সম্মান” ২০২৩ প্রদান করেছেন ৯ রাজ্যের সচিব এবং ৬৮ জন জেলাশাসক ও তাঁদের সহকর্মীদের।

৮. প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন নিক্ষেপের ফাইনালে নিচের কোন ব্যক্তি স্বর্ণপদক জিতেছেন?

(A) রিংকু
(B) সুন্দর সিং গুজ্জর
(C) অজিত সিং
(D) দিনেশ প্রিয়ন্ত হেরাথ

উত্তর
(C) অজিত সিং
প্যারা অ্যাথলেটিক্সে, অজিত সিং প্যারিসে চলমান চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো F46 এর ফাইনালে স্বর্ণপদক জিতেছেন।

৯. ভারত সম্প্রতি কোন দেশের সাথে রুপি (Rupees ) – তে বাণিজ্য লেনদেন শুরু করেছে?

(A) শ্রীলঙ্কা
(B) মায়ানমার
(C) নেপাল
(D) বাংলাদেশ

উত্তর
(D) বাংলাদেশ
মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আঞ্চলিক মুদ্রা ও বাণিজ্যকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত রুপিতে বাণিজ্য লেনদেন শুরু করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button