Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুলাই মাস

২১. ইরাকের কোন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানটিকে সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ?

(A) ব্যাবিলন
(B) বাগদাদ
(C) মসুল
(D) কারবালার

উত্তর :
(A) ব্যাবিলন

২২. “War over Words: Censorship in India, 1930-1960” – বইটির লেখক কে ?

(A) রোহিঙটন মিস্ত্রী
(B) দেবিকা শেঠী
(C) অমিতাভ ঘোষ
(D) অমিষ ত্রিপাঠি

উত্তর :
(B) দেবিকা শেঠী 

২৩. ভারতের কোন রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চল সাইকেল শেয়ারিং প্রকল্প শুরু করতে চলেছে ?

(A) দিল্লি
(B) পুদুচেরি
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু

উত্তর :
(B) পুদুচেরি

এই স্কীমে কতগুলি বিশেষ টুরিস্ট স্পটে সাইকেল রাখা থাকবে । রেজিস্টার্ড ট্যুরিস্টরা যে এই স্পট গুলি থেকে সাইকেল নিয়ে ওই স্পটগুলির যে কোনো একটাতে রেখে যেতে পারবে ।


২৪. ক্যারাটের যুব বিশ্বকাপে রুপো জয়ী অরিনজিতা দে কোন রাজ্যের বাসিন্দা ?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) পশ্চিমবঙ্গ 

২৫. ভারতের প্রথম ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার ‘Fashionova’ ভারতের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) পুনে
(B) সুরাট
(C) আহমেদাবাদ
(D) দিল্লী

উত্তর :
(B) সুরাট 

২৬. “National Skill Development Corporation” -এর চিফ কে ?

(A) মনিষ কুমার
(B) জ্যোৎসনা সিটলিং
(C) কে পি কৃষ্ণন
(D) অনিল মনিবাই নায়েক

উত্তর :
(D) অনিল মনিবাই নায়েক

২৭. কোন রাজ্য সরকার “Sah-Beej” নামক ব্র্যান্ড নামের অধীনে নিজস্ব বীজ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) ছত্তিশগড়
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(D) মধ্য প্রদেশ

২৮. “National Cricket Academy (NCA)” – এর হেড হিসেবে ককে নিযুক্ত করা হয়েছে ?

(A) সৌরভ গাঙ্গুলি
(B) ভি ভি এস লক্ষ্মণ
(C) অনিল কুম্বলে
(D) রাহুল দ্রাবিড়

উত্তর :
(D) রাহুল দ্রাবিড়

২৯. বুদজ বিম (Budj Bim) সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ কোন দেশে অবস্থিত ? 

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) নিউজিল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড

উত্তর :
(C) অস্ট্রেলিয়া

সম্প্রতি এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো


৩০. বর্ষার পূর্বাভাসের জন্য কোন নতুন পদ্ধতি সম্প্রতি চিহ্নিত করা হয়েছে ?

(A) জেনন-7
(B) ক্রিপ্টন -7
(C) আর্গন-7
(D) বেরিলিয়াম -7

উত্তর :
(D) বেরিলিয়াম -7



৩১. ইলেকট্রনিক ডেটাবেসগুলিকে ছিন্ন বা ধ্বংস করে এমন সংস্থাগুলির বিরুদ্ধে কাজ করার জন্য সেবি এক্ট লিস্টে কোন নতুন কোন ধারা ঢোকানো হয়েছে ?

(A) 16A
(B) 18A
(C) 19HAA
(D) 15HAA

উত্তর :
(D) 15HAA 

৩২. ভারতের প্রথম হাতি পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে শুরু হলো ?

(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) কেরালা
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(C) কেরালা

কেরালার কট্টোর ( Kottor ) -এ শুরু হলো


৩৩. ভারতের প্রথম গরু অভয়ারণ্য মধ্য প্রদেশের কোন জেলায় স্থাপিত হলো ?

(A) নীমুচ
(B) আগর মালয়া
(C) ভোপাল
(D) উজ্জয়িনী

উত্তর :
(B) আগর মালয়া

৩৪. ২০১৯ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ওয়েটলিফটার ৮১ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন ?

(A) গুরুদীপ সিং
(B) রুস্তম সারং
(C) অজয় সিং
(D) দীপক লাথের

উত্তর :
(C) অজয় সিং

৩৫. কমার্শিয়াল রিয়েল এস্টেট সার্ভিসেস (CBRE) এর সর্বশেষ জরিপে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অফিস অবস্থান কোনটি ? 

(A) Connaught Place
(B) Nariman Point
(C) Bandra Kurla Complex
(D) India Gate

উত্তর :
(A) Connaught Place

নতুন দিল্লির “Connaught Place” হলো ভারতের সবথেকে ব্যায়বহুল ( পৃথিবীর নবম ব্যায়বহুল ) অফিস লোকেশন ।


৩৬. অপারেশন থার্স্ট ( Operation Thirst ) কোন ভারতীয় সংস্থা দ্বারা চালু করা হয়েছে ?

(A) ভারতীয় সেনাবাহিনী
(B) ISRO
(C) ভারতীয় রেলওয়ে
(D) BARC

উত্তর :
(C) ভারতীয় রেলওয়ে

রেলওয়ে স্টেশনে অবৈধ পানীয় জল বিক্রি বন্ধ করতে RPF সম্প্রতি এই অভিযান চালু করেছে ।


৩৭. ইউরোপিয় সংসদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে ?

(A) ডেভিড স্যাসোলি
(B) জন জাহরাদিল
(C) স্কা কেল্লার
(D) সিরা রেগো

উত্তর :
(A) ডেভিড স্যাসোলি

ইউরোপিয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইতালির আইনপ্রণেতা ও সাবেক সাংবাদিক ডেভিড-মারিয়া স্যাসোলি (৬৩)। ইউরোপিয় পার্লামেন্টের ৬৬৭জন এমইপি’র মধ্যে ৩৪৫জনের ভোট পেয়ে জ্যঁ ক্লদ জাঙ্কারের উত্তরসূরী স্থান নিয়েছেন তিনি।


৩৮. কোন রাজ্য সরকার রাজ্যের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা ঘোষণা করেছে ?

(A) ঝাড়খণ্ড
(B) ওড়িশা
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(B) ওড়িশা 

৩৯. কোন তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day ) পালন করা হয় ?

(A) জুলাই ১০
(B) জুলাই ১১
(C) জুলাই ১৩
(D) জুলাই ১৫

উত্তর :
(B) জুলাই ১১

প্রতি বছর ১১ই জুলাই রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালিত হয়। জনসংখ্যাকে সম্পদ বলা হলেও অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসা সেবার অপ্রতুলতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ১৯৮৯ সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে।


৪০. গ্রীসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিচ্ছেন ?

(A) Kyriakos Mitsotakis
(B) Dimitris Koutsoumpas
(C) Alexis Tsipras
(D) Fofi Gennimata

উত্তর :
(A) Kyriakos Mitsotakis

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

6 Comments

Back to top button