Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – মে মাস

৬১. কোন ভারতীয় বিচারক সম্প্রতি ফিজির সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হলেন ?

(A) শরদ অরবিন্দ ববদে
(B) মদন বি লোকুর
(C) এন ভি রমন
(D) অভিনয় মনোহর সাপরে

উত্তর :
(B) মদন বি লোকুর

৬২. ITC লিমিটেডের নতুন CMD হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) সঞ্জয় কিষন কাউল
(B) অজয় খানভিলকর
(C) সঞ্জীব পুরি
(D) এল. নাগেশ্বর রাও

উত্তর :
(C) সঞ্জীব পুরি

৬৩. “Coming Round the Mountain” বইটির লেখক কে ?

(A) রাসকিন বন্ড
(B) দেবদত্ত পট্টনায়ক
(C) অশোক রাজগোপালন
(D) অনুষ্কা রবিশঙ্কর

উত্তর :
(A) রাসকিন বন্ড

৬৪. ২০১৯ সালের ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন কে হলেন ?

(A) নোভাক জোকোভিচ
(B) রাফায়েল নাদাল
(C) রজার ফেডেরার
(D) এনডি মুড়ে

উত্তর :
(B) রাফায়েল নাদাল

৬৫. কোন ভারতীয় ব্যক্তিত্বকে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য ২০১৯ সালের জাতিসংঘের সাসাকওয়া পুরস্কার (UN Sasakawa Award) প্রদান করা হয়েছে ?

(A) অজিত কুমার দোভাল
(B) পি কে মিশ্র
(C) নৃপেন্দ্র মিশ্র
(D) কুনাল সিংহ

উত্তর :
(B) পি কে মিশ্র

৬৬. কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি মাইক্রোস্কোপ তৈরি করেছে যা ত্বকের ক্যান্সার নির্ণয় এবং সার্জারি করতে পারে ?

(A) ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
(B) ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
(C) টরন্টো বিশ্ববিদ্যালয়
(D) মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটি

উত্তর :
(A) ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

৬৭. কোন তারিখে বিশ্ব এডস ভ্যাকসিন দিবস ( World AIDS Vaccine Day ) পালন করা হয় ?

(A) মে ১৮
(B) মে ১৯
(C) মে ২৩
(D) মে ২১

উত্তর :
(A) মে ১৮ 

৬৮. “SIMBEX-19” সামরিক নৌমহড়া অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হলো ?

(A) সুইডেন
(B) সিঙ্গাপুর
(C) দক্ষিন আফ্রিকা
(D) সৌদি আরব

উত্তর :
(B) সিঙ্গাপুর

৬৯. ২৩বার মাউন্ট এভারেস্ট জয় করে কে সম্প্রতি রেকর্ড করলেন ?

(A) ডাচিরি শেরপা
(B) কমি রিতা শেরপা
(C) আপা শেরপা
(D) পূর্ব তাশি শেরপা

উত্তর :
(B) কমি রিতা শেরপা

৭০. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে ?

(A) মারুফ আমিন
(B) প্রবভো সুবিয়ান্টো
(C) জোকো উইডোডো
(D) সান্ডিয়াগা ইউনো

উত্তর :
(C) জোকো উইডোডো 



৭১. এশিয়ার  প্রথম কোন দেশ একই লিঙ্গে বিবাহকে (Same-sex marriage) আইনি স্বীকৃতি দিলো ?

(A) জাপান
(B) তাইওয়ান
(C) ইন্দোনেশিয়া
(D) মালয়েশিয়া

উত্তর :
(B) তাইওয়ান

৭২. ২০১৯ সালের ম্যানবুকার আন্তর্জাতিক পুরস্কার কে জিতেছেন ?

(A) পল বেটি
(B) মারলন জেমস
(C) রিচার্ড ফ্লানাগান
(D) জোখা আলহারথি

উত্তর :
(D) জোখা আলহারথি

২০১৯ সালের ম্যানবুকার পুরস্কার পেলেন ওমানি লেখিকা জোখা আলহারথি। উপন্যাসের নাম ‘সেলেস্টিয়াল বডিস’। এই প্রথম কোনও আরব দুনিয়ার লেখিকার হাতে তুলে দেওয়া হল ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার।


৭৩. ভারতের প্রথম কোন মহিলা মাউন্ট মাকালু জয় করলেন কে ?

(A) অরুনিমা সিনহা
(B) বাচেন্দ্রি পাল
(C) মালাবাথ পূর্ণা
(D) প্রিয়াঙ্কা মোহিতে

উত্তর :
(D) প্রিয়াঙ্কা মোহিতে

মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে সম্প্রতি বিশ্বের পঞ্চম উচ্চ পর্বত মাউন্ট মাকালু জয় করলেন


৭৪. কোন ভারতীয় কূটনীতিককে জাপানের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার “The Order of the Rising Sun” দেওয়া হবে ?

(A) সুজাতা সিং
(B) নিরুপমা রাও
(C) শ্যাম শরন
(D) শিবশঙ্কর মেনন

উত্তর :
(C) শ্যাম শরন

৭৫. কোন তারিখে, ভারতে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস (National Anti Terrorism Day ) পালন করা হয় ?

(A) মে ২০
(B) মে ২১
(C) মে ২৩
(D) মে ২৫

উত্তর :
(B) মে ২১

প্রতিবছরই ২১ মে সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়। দেশের সুরক্ষা সম্বন্ধে যুবদের ওয়াকিবহল করা এবং সন্ত্রাস থেকে দূরত্ব বজায় রাখার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়। প্রসঙ্গত, এই দিনেই সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। ২১ মে, ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন তিনি।


৭৬. কে দক্ষিণ আফ্রিকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?

(A) জুলিয়াস মালমা
(B) থাবো বেকি
(C) মমুসী মীমেন
(D) সিরিল রামাফোসা

উত্তর :
(D) সিরিল রামাফোসা

৭৭. ২০১৯ সালের KidsRight Index – এ ভারতের অবস্থান কততম ?

(A) ১১১
(B) ১১৭
(C) ১০০
(D) ১০৪

উত্তর :
(B) ১১৭

১ – আইসল্যান্ড, ২ – পর্তুগাল, ৩ – সুইজারল্যান্ড , ১১৭ – ভারত


৭৮. বিশ্ব কচ্ছপ দিবস প্রতিবছর তারিখে পালন করা হয় ?

(A) মে ২৩
(B) মে ২১
(C) মে ২৫
(D) মে ২৭

উত্তর :
(A) মে ২৩

৭৯. ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন ?

(A) ভোলোদিমির জিলেনস্কি
(B) পেট্রো পোরোশেঙ্কো
(C) লিওনিদ ক্রাভিচুক
(D) ভিক্টর ইউশেঙ্কো

উত্তর :
(A) ভোলোদিমির জিলেনস্কি 

৮০. আফ্রিকার আঞ্চলিক অঞ্চলের কোন দেশটিকে WHO সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করলো ?

(A) নাইজেরিয়া
(B) মরোক্কো
(C) আলজেরিয়া
(D) তানজানিয়া

উত্তর :
(C) আলজেরিয়া 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button