Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – মে মাস

৮১. ২০১৯ সালের বিশ্ব মৌমাছি দিবসের থিম কি ছিল ?

(A) Join hands to Protect Bees
(B) Save the Bees
(C) Praise Bees & their working
(D) Save Bees, Save Ecosystem

উত্তর :
(B) Save the Bees

৮২. প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে চতুর্থবারের চেষ্টায় কে সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করলেন ?

(A) টাইটু বেটুল
(B) সারায় খুমালো
(C) ফুটি মালাবি
(D) দামবিসা মোয়ো

উত্তর :
(B) সারায় খুমালো 

৮৩. ২০১৯ সালের সুদিরমান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতলো কোন দেশ ?

(A) জার্মানি
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) চীন

উত্তর :
(D) চীন

৮৪. জনস্বাস্থ্যের জন্য কোন ভারতীয় ব্যক্তিত্বকে ২০১৯ সালের ড: লি জং-উক পুরস্কার প্রদান করা হয়েছে ?

(A) নিখিল কুমার
(B) বলরাম ভার্গভ
(C) আশা কিশোর
(D) অমিত শর্মা

উত্তর :
(B) বলরাম ভার্গভ

৮৫. বিশ্ব থাইরয়েড দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) মে ২৭
(B) মে ২৫
(C) মে ২৬
(D) মে ২৪

উত্তর :
(B) মে ২৫ 

৮৬. “Pacific Vanguard” সামরিক নৌমহড়া সম্প্রতি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো ?

(A) জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া
(B) রাশিয়া, চীন এবং  তুরস্ক
(C) ভারত, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(D) মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডা

উত্তর :
(A) জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া

৮৭. 2019 ডিলান থমাস পুরস্কার কে জিতেছেন?

(A) Zoe Gilbert
(B) Novuyo Rosa Tshuma
(C) Guy Gunaratne
(D) Sarah Perry

উত্তর :
(C) Guy Gunaratne

n Our Mad and Furious City – উপন্যাসটির জন্য জিতেছেন


৮৮. সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন ?

(A) অরুণ উপার্টি
(B) কুঙ্গা নিমা লেপচা
(C) প্রেম সিং তামাং
(D) সোনাম লামা

উত্তর :
(C) প্রেম সিং তামাং

সিকিমে নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রেম সিং তামাং। ২৪ বছর পর পবন চামলিংয়ের সরকারকে সরিয়ে সে রাজ্যে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিকারি মোর্চা। প্রেম সিং তামাং ক্রান্তিকারি মোর্চারই সভাপতি। সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদের কাছে নেপালি ভাষায় শপথ নেন তামাং। ৫১ বছর বয়সি এই নেতা বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এদিন। পালজোর স্টেডিয়ামে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান।


৮৯. ভারত কোন দেশের কাছ থেকে দূরপাল্লার S-400 মিসাইল কিনছে ?

(A) রাশিয়া
(B) আমেরিকা
(C) ইজরায়েল
(D) জাপান

উত্তর :
(A) রাশিয়া 

৯০. বিশ্ব তামাকমুক্ত দিবস ( World No Tobacco Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A)  মে ৩০
(B) মে ৩১
(C) মে ২৯
(D) মে ২৮

উত্তর :
(B) মে ৩১



৯১. জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ২০১৯ সালের ISSF বিশ্ব কাপে ভারত কতগুলি স্বর্ণ পদক জিতেছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

৯২.  কোন দেশের অনুর্ধ ১৮ ফুটবল টিমের কাছ থেকে পান্ডা কাপ কেড়ে নেওয়া হলো কাপটিকে অসম্মান করে ছবি তোলার জন্য ?

(A) দক্ষিণ আফ্রিকা
(B) দক্ষিন কোরিয়া
(C) ব্রাজিল
(D) চীন

উত্তর :
(B) দক্ষিন কোরিয়া

কাপটিতে পা দিয়ে ফটো তোলার জন্য স্বস্তি স্বরূপ কাপটি কেড়ে নেওয়া হয়


৯৩. ২০১৯ সালের ইউরোপ লীগ ফাইনাল কোন দল জিতলো ?

(A) আর্সেনাল
(B) মোহন বাগান
(C) সেভিল্লা
(D) চেলসি

উত্তর :
(D) চেলসি

আর্সেনালকে ৪-১ এ হারিয়ে চেলসি এই কাপটি জিতে নিলো


একনজরে IPL ২০১৯

অফিসিয়াল স্পনসরVIVO
মোট টিম সংখ্যা
মোট ম্যাচ সংখ্যা৬০
চ্যাম্পিয়ন টিমমুম্বাই ইন্ডিয়ান্স
রানার্স আপচেন্নাই সুপারকিংস
প্লেয়ার অফ দ্যা সিরিজআন্দ্রে রাসেল
সবথেকে বেশি রান করেছেন ( অরেঞ্জ কাপ )ডেভিড ওয়ার্নার ( ৬৯২) (SRH )
সবথেকে বেশি উইকেট পেয়েছেন ( পার্পল কাপ )ইমরান তাহির ( ২৬ ) ( CSK )
এমার্জিং প্লেয়ারশুভম গিল ( KKR )

To Download May 2019 Current Affairs MCQ PDF format, Click the download link below.



Download

To Download May 2019 Current Affairs One Liners in PDF format, Click the download link below.

Download

For all PDF together check our PDF Section.

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5
Telegram

Related Articles

Back to top button