Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – মার্চ মাস

৬১. ২০১৯ সালের “Templeton Prize” কে জিতলেন ?

(A) K Sivan
(B) Marcelo Gleiser
(C) G. Satheesh Reddy
(D) John Templeton

উত্তর :
(B) Marcelo Gleiser

৬২. ২০১৯ সালের বিশ্ব জল দিবসের থিম কি ছিল ?

(A) Water for All
(B) Nature for Water
(C) Leaving no one behind
(D) Better Water, Better Jobs

উত্তর :
(C) Leaving no one behind

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) আলোচ্যসূচি অনুযায়ী এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।


৬৩. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি আনুষ্ঠানিকভাবে তার রাজধানীর নাম পরিবর্তন করে নতুন নাম রাখলো  ‘নুরসুলতান ‘ ?

(A) কাজাকস্তান
(B) কিরগিজস্তান
(C) তাজাকিস্তান
(D) উজবেজিকস্তান

উত্তর :
(A) কাজাকস্তান

মধ্য এশিয়ার দেশ- কাজাকস্তানের রাজধানী ‘আসতানা’ এখন থেকে ‘নুরসুলতান’ এই নতুন নামে পরিচিত হবে। দীর্ঘ সময় ব্যাপী কাজাকস্তানের শাসক হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত নুরসুলতান নজরবায়েব’এর প্রতি দেশবাসীর কৃতজ্ঞতার নিদর্শন হিসেবেই দেশের রাজধানীর এই নতুন নামকরণ হল।


৬৪. অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কমিটিতে কোন ভারতীয় হকি খেলোয়াড়ের নাম সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে ? 

(A) মনপ্রতি সিং
(B) সন্দীপ সিং
(C) সর্দার সিং
(D) দিলীপ তীরকে

উত্তর :
(C) সর্দার সিং 

৬৫. কোন ভারতীয় কোম্পানি ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের ডিজিটাল সমাধান সরবরাহ করবে ? 

(A) Tata
(B) Reliance
(C) Wipro
(D) Infosys

উত্তর :
(D) Infosys 

৬৬. ২০১৯ সালের “UN World Happiness Index” অনুযায়ী ভারতের অবস্থান কততম  ?

(A) ১১৬
(B) ১৩৭
(C) ১৪০
(D) ১৭৭

উত্তর :
(C) ১৪০

৬৭. ২০১৯ সালের “WEF global Energy Transition index” অনুযায়ী ভারতের অবস্থান কততম ?

(A) ৭৮
(B) ৭৭
(C) ৭৬
(D) ৭৯

উত্তর :
(C) ৭৬

১ – সুইডেন, ২ – সুইজারল্যান্ড , ৩ – নরওয়ে , ৭৬ – ইন্ডিয়া


৬৮. বিশ্ব আবহাওয়া দিবস ( World Meteorological Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) মার্চ ২১
(B) মার্চ ২৩
(C) মার্চ ২৪
(D) মার্চ ২০

উত্তর :
(B) মার্চ ২৩

১৯৫০ সালের ২৩শে মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয় । পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে।

২০১৯ সালের থিম ছিল – “The Sun, the Earth and the weather”


৬৯. প্রতিবছর বিশ্ব যক্ষা দিবস (World Tuberculosis Day ) কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২৩শে মার্চ
(B) ২৪শে মার্চ
(C) ২১শে মার্চ
(D) ২৫শে এপ্রিল

উত্তর :
(B) ২৪শে মার্চ

যক্ষ্মা বা যক্ষা (টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis) নামের জীবাণু (Pathogen)। “যক্ষ্মা” শব্দটা এসেছে “রাজক্ষয়” থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ (রোগা) হয়ে পড়েন ।

২০১৯ সালের থিম – It’s time


৭০. “Every Vote Counts-The Story of India’s Elections” – বইটির লেখক কে ?

(A) এন গোপালস্বামী
(B) সুনিল অরোরা
(C) নবীন চওলা
(D) বি বি টান্ডন

উত্তর :
(C) নবীন চওলা

নবীন চওলা হলেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারদের মধ্যে একজন ।




৭১. IPL – এর ইতিহাসে প্রথম ৫০০০ রান করলেন কোন ব্যাটসম্যান ?

(A) বিরাট কোহলি
(B) আজিঙ্কা রাহানে
(C) সুরেশ রায়না
(D) রোহিত শর্মা

উত্তর :
(C) সুরেশ রায়না

৭২. অতিরিক্ত মোটা কর্মচারীদের জন্য কোন দেশ সম্প্রতি “Lose to Win” প্রোগ্রাম শুরু করলো ?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) পাকিস্তান
(C) আমেরিকা
(D) ব্রিটেন

উত্তর :
(A) সংযুক্ত আরব আমিরাত

৭৩. কোন শিক্ষক সম্প্রতি ২০১৯ সালের গ্লোবাল টিচার পুরস্কার (Global Teacher Prize) পেলেন ?

(A) হানান আল হুরব
(B) পেটার তাবিচি
(C) ন্যান্সি আটবেল
(D) এন্ড্রিয়া জর্জ মেলন

উত্তর :
(B) পেটার তাবিচি

কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিজ্ঞান শিক্ষক পেটার তাবিচি (৩৬) দশ লাখ মার্কিন ডলার মূল্যের গ্লোবাল টিচার প্রাইজ-২০১৯ জিতেছেন। শুধু শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষাই দেওয়া নয়, নিজ বেতনের অর্থ খরচ করে তাদের পড়ালেখার সরঞ্জামও কিনে দেন পেটার। তিনি বিশ্বাস করতে ভবিষ্যতের পথ নির্মাণে প্রয়োজন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক জ্ঞান।


৭৪. ভারতের বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে ?

(A) চেনগাল্রাই নাইডু
(B) রেলিন  ডিসুজা
(C) যুগরাজ সিং
(D) কে. গোবিন্দরাজ

উত্তর :
(D) কে. গোবিন্দরাজ 

৭৫. নিম্নলিখিত কোন মিশনটির তত্বাবধানে  ভারত প্রথম এন্টি-স্যাটেলাইটে মিসাইল টেস্ট করলো ?

(A) মিশন অবতার
(B) মিশন তলোয়ার
(C) মিশন নিসার
(D) মিশন শক্তি

উত্তর :
(D) মিশন শক্তি 

৭৬. বিশ্ব থিয়েটার দিবস ( World Theatre Day ) কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ২৭
(B) মার্চ ২৫
(C) মার্চ ২২
(D) মার্চ ২৪

উত্তর :
(A) মার্চ ২৭

বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day) প্রতিবছর ২৭ মার্চ পালিত হয়। আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউটের দ্বারা ১৯৬১ সালে সর্বপ্ৰথম এই দিবসটির প্রচলন শুরু হয়েছিল।


৭৭. নিম্নের  কোন শহরটিতে বিশ্বের বৃহত্তম ই-ওয়েস্ট রিসাইক্লিনিং হাব ( e-waste recycling hub ) চালু হলো হলো ?

(A) তেহরান
(B) দুবাই
(C) প্যারিস
(D) ইস্তানবুল

উত্তর :
(B) দুবাই 

৭৮. “Mankading” শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

(A) বাস্কেটবল
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) হকি

উত্তর :
(B) ক্রিকেট

Mankading – যখন বোলার বল করার হয় নন-স্ট্রাইকিং পসিশনের ব্যাটসম্যানকে রান আউট করে দেয় ।

সম্প্রতি IPL -এ রবিচন্দ্রন অশ্বিন Mankading ব্যবহার করে জস বাটলারকে আউট করেন ।


৭৯. কোন ভারতীয় ব্যক্তিত্ব 2019 সালের অক্সফোর্ড ইউনিভার্সিটির “Bodley Medal” পেলেন ?

(A) নরেন্দ্র মোদী
(B) অমর্ত্য সেন
(C) রঘুরাম রাজন
(D) অরবিন্দ শুভ্রমনিয়াম

উত্তর :
(B) অমর্ত্য সেন

৮০. কোন ভারতীয় শিক্ষক 2019 সালের “Most Promising Individual” ক্যাটাগরিতে “Martha  Farrell” পুরস্কার জিতলেন ?

(A) ডি. পি. চট্টোপাধ্যায়
(B) আনন্দ কুমার
(C) মানু গুলাতি
(D) রাম পুনিয়ানী

উত্তর :
(C) মানু গুলাতি

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button