Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – মার্চ মাস

২১. কোন সফটওয়্যার কোম্পানি বাচ্চাদের হিন্দি বলতে ও শিখতে শেখানোর জন্য বোলো ( Bolo )  নামক একটু এপ্প লঞ্চ করলো ?

(A) গুগল
(B) মাইক্রোসফট
(C) ফেইসবুক
(D) ইনফোসিস

উত্তর :
(A) গুগল 

২২. “Al Nagah 2019” ভারত ও কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া ?

(A) ইজরায়েল
(B) ওমান
(C) UAE
(D) ইরান

উত্তর :
(B) ওমান 

২৩. কোন ইন্দো-আমেরিকান ব্যক্তিত্বকে UNDP এর গুডউইল এম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

(A) কাল পেন
(B) আলপনা সিং
(C) পদ্মা লক্ষ্মী
(D) মিরা নায়ার

উত্তর :
(C) পদ্মা লক্ষ্মী

UNDP = United Nations Development Programme


২৪. ২০১৯ সালের আন্তর্জাতিক মহিলা দিবসের থিম কি ছিল ?

(A) Women in the Changing World of Work
(B) Think Equal, Build Smart, Innovate for Change
(C) Equality for Women is Progress for All
(D) Planet 50-50 by 2030: Step It Up for Gender Equality

উত্তর :
(B) Think Equal, Build Smart, Innovate for Change

আন্তর্জাতিক নারী দিবস (আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর ৮ মার্চ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন।


২৫. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) এর নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) সতীশ রেড্ডি
(B) অজিত কুমার মোহান্তি
(C) কোপিলি রাধাকৃষ্ণন
(D) পি এস মূর্তি

উত্তর :
(B) অজিত কুমার মোহান্তি

২৫. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) এর নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) সতীশ রেড্ডি
(B) অজিত কুমার মোহান্তি
(C) কোপিলি রাধাকৃষ্ণন
(D) পি এস মূর্তি

উত্তর :
(B) অজিত কুমার মোহান্তি

২৬. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি হলেন 

(A) কেন তানাকা
(B) নবী তাজিমা
(C) ভায়োলেট ব্রাউন
(D) চিও মিয়াকো

উত্তর :
(A) কেন তানাকা

১১৬ বছর বয়সে জীবিত প্রবীণতম মানুষ হিসেবে গিনেস বুক অব রেকর্ডে নাম তুললেন এক জাপানি বৃদ্ধা। তাঁর নাম কেন তানাকা। জাপানের দক্ষিণ-পশ্চিমে ফুকুওকা প্রদেশের নিবাসী তিনি। শনিবার, সেখানকার একটি নার্সিংহোমে তানাকার হাতে এই সম্মান তুলে দেওয়া হয় গিনেস কমটিরি তরফে। ১৯০৩ সালের ২ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন

প্রসঙ্গত, এর আগে জীবিত প্রবীণতম মানুষটি ছিলেন জাপানের চিও মিয়াকো। গতবছর জুলাই মাসে ১১৭ বছর বয়সে তিনি প্রয়াত হন।


২৭. পাকিস্তানের সেনেট নির্বাচনে নির্বাচিত প্রথম দলিত হিন্দু নারী কে ?

(A) তানিয়া ভাটিয়া
(B) কৃষ্ণ কুমারী কোহলি
(C) রবি কল্পনা
(D) একতা বিসত

উত্তর :
(B) কৃষ্ণ কুমারী কোহলি

২৮. কাকে ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary ) হিসাবে মনোনীত করা হয়েছে ? 

(A) অতনু চক্রবর্তী
(B) অজয় ভূষণ পাণ্ডে
(C) সুভাষ চন্দ্র গার্গ
(D) রাজীব কুমার

উত্তর :
(C) সুভাষ চন্দ্র গার্গ

২৯. কোন রাজ্য সরকার সম্প্রতি “মুখ্যমন্ত্রী আঁচল অমৃত যোজনা” শুরু করলো ?

(A) ঝাড়খণ্ড
(B) উত্তরাখন্ড
(C) পশ্চিমবঙ্গ
(D) ওড়িশা

উত্তর :
(B) উত্তরাখন্ড

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত সম্প্রতি অঙ্গনওয়াড়ি শিশুদের বিনামূল্যে দুধ প্রদানের উদ্দেশ্যে ” মুখ্যমন্ত্রী আঁচল অমৃত যোজনা” চালু করেছেন ।


৩০. সম্প্রতি কোন রাজ্যের মারায়ুর গুড় GI তকমা পেলো ?

(A) কর্ণাটক
(B) কেরালা
(C) আসাম
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(B) কেরালা 

৩১. WHO -এর মুখ্য বিজ্ঞানী হিসেবে কোন ভারতীয় ব্যক্তিত্ব নির্বাচিত হলেন ?

(A) মৌমিতা দত্ত
(B) সৌম্য স্বামীনাথন
(C) সুব্বিয়া অরুণান
(D) মালস্বামী আন্নাদুরাই

উত্তর :
(B) সৌম্য স্বামীনাথন

সৌম্য স্বামীনাথন হলেন “ভারতের সবুজ বিপ্লবের জনক” এম.এস. স্বামীনাথন এবং ভারতীয় শিক্ষাবিদ মিনা স্বামীনাথন এর কন্যা ।


৩২. প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী হলেন 

(A) রামি হামদাল্লাহ
(B) মোহাম্মদ শতায়েহ
(C) সালাম ফয়দাদ
(D) মাহমুদ আব্বাস

উত্তর :
(B) মোহাম্মদ শতায়েহ

দীর্ঘদিনের সহযোগী মোহাম্মদ শতায়েহকে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাসের দল ফাতাহর কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিদ ছিলেন শতায়েহ।


৩৩. ২০১৯ সালের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন প্রতিযোগিতায় কোন IIT এর ছাত্রেরা জাল নোট সনাক্ত করার একটি স্মার্টফোন এপ্লিকেশন প্রদর্শন করেছে ?

(A) IIT বোম্বে
(B) IIT কানপুর
(C) IIT খড়গপুর
(D) IIT ইন্দোর

উত্তর :
(C) IIT খড়গপুর

৩৪. ২০১৯ সালের “Pritzker Architecture Prize” কে জিতলেন ?

(A) পিটার জুমথর
(B) আরাতা আইসোজাকি
(C) বি ভি দোশি
(D) শিজুর বান

উত্তর :
(B) আরাতা আইসোজাকি

৩৫. “Tiger Woman” বইটির লেখক কে ?

(A) শীর্ষ বন্দ্যোপাধ্যায়
(B) জয় গোস্বামী
(C) শাহাবুদ্দিন নাগরী
(D) আলোকরঞ্জন দাশগুপ্ত

উত্তর :
(A) শীর্ষ বন্দ্যোপাধ্যায়

শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের লেখা “শার্দুলসুন্দরী” বইটির সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করলেন অরুনাভ সিং এবং নাম দিলেন “Tiger Woman”.


৩৬. ২০১৯ সালের বিশ্ব কিডনি দিবসের থিম কি ছিল ?

(A) Kidney Disease and Obesity
(B) Kidney Health for Everyone Everywhere
(C) Kidneys for Life – Stop Kidney Attack
(D) Kidney Disease & Children: Act Early to Prevent It

উত্তর :
(B) Kidney Health for Everyone Everywhere

আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন এবং আন্তর্জাতিক নেফরোলজি সোসাইটির উদ্যোগে ২০০৬ সালের পর থেকে প্রতি বছর মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবার কিডনি দিবস পালিত হচ্ছে। ২০১৯ সালে এটি ১৪ই মার্চ পালন করা হল ।


৩৭. কোন ভারতীয় ক্রীড়াবিদ বার্বির রোল মডেল হিসাবে নির্বাচিত হয়েছেন ?

(A) সাইনা নেহওয়াল
(B) দীপা কর্মকার
(C) মিতালি রাজ্
(D) মেরি কম

উত্তর :
(B) দীপা কর্মকার

৩৮. কোন ভারতীয় অর্থনীতিবিদ ২০১৮ সালের “Yaswantrao Chavan” জাতীয় পুরস্কার জিতলেন ?

(A) ডি. সুব্বারাও
(B) শক্তিকান্ত দাস
(C) রঘুরাম রাজন
(D) উৰ্জিত প্যাটেল

উত্তর :
(C) রঘুরাম রাজন

৩৯. ২০১৯ সালের “Internet of Things (IoT) India Congress”  ভারতের কোন শহরে হতে চলেছে ?

(A) দেরাদুন
(B) ব্যাঙ্গালুরু
(C) নতুন দিল্লি
(D) ইন্দোর

উত্তর :
(B) ব্যাঙ্গালুরু 

৪০. কোন রাজ্যের ইরোদ হলুদ ( Erode turmeric ) সম্প্রতি GI তকমা পেলো ?

(A) কর্ণাটক
(B) তামিল নাড়ু
(C) অন্ধ্র প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর :
(B) তামিল নাড়ু 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button