Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – মার্চ মাস

৪১. LIC ( Life Insurance Corporation of India) – এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) এল. এস. প্রসাদ
(B) এম. আর. কুমার
(C) বিপিন আনন্দ
(D) সুশীল কুমার

উত্তর :
(B) এম. আর. কুমার 

৪২. নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তিত্বের সম্মানে ব্রিটেন  “Black Hole” নামক নতুন এক মুদ্রা জারি করেছে ? 

(A) আইজাক নিউটন
(B) চার্লস ডারউইন
(C) স্টিফেন হকিং
(D) টিম বার্নার্স-লি

উত্তর :
(C) স্টিফেন হকিং

৪৩. কোন রাজ্যের সিরসি সুপারি সম্প্রতি GI তকমা পেলো ?

(A) হিমাচল প্রদেশ
(B) কর্ণাটক
(C)  জম্মু ও কাশ্মীর
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(B) কর্ণাটক

৪৪. ২০১৯ সালের “World Consumer Rights Day” এর থিম কি ছিল ?

(A) Building a digital world consumers can trust
(B) Consumer Justice Now!
(C) Trusted Smart Products
(D) Making Digital Marketplaces Fairer

উত্তর :
(C) Trusted Smart Products

World Consumer Rights Day প্রতিবছর ১৫ই মার্চ পালন করা হয় । এই দিনটিতে ১৯৬২ সালের আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন কেনেডি প্রথমবারের জন্য উপভোক্তাদের অধিকার নিয়ে ভাষণ দিয়েছিলেন ।


৪৫. নীচের কোন ব্যাংকটি ৭০ বছরেরও বেশি বয়সের নাগরিক এবং দিব্যাঙ্গ গ্রাহকদের জন্য দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে ? 

(A) BoI
(B) PNB
(C) SBI
(D) BoB

উত্তর :
(C) SBI

৪৬. কোন টেলিস্কোপের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ৮৩টি অতিবৃহৎ ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন? 

(A) Spektr-RG
(B) Astrosat
(C) Subaru
(D) Hitomi

উত্তর :
(C) Subaru

৪৭. “Mercer’s 2019 Quality of Living Index” অনুযায়ী বিশ্বের কোন শহরটি বসবাসের জন্য সবথেকে বেশি উপযোগী ?

(A) সিডনী
(B) ভিয়েনা
(C) মিউনিখ
(D) জুরিখ

উত্তর :
(B) ভিয়েনা

১নম্বরে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা । ভারতের সবথেকে বসবাসের উপযোগী শহর হিসেবে চিহ্নিত হয়েছে পুনে এবং হায়দ্রাবাদ ( ১৪৩ নম্বর স্থানে রয়েছে ) ।


৪৮. ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা থুনবার্গ কোন দেশের পরিবেশ কর্মী ?

(A) ইতালি
(B) সুইডেন
(C) জার্মানি
(D) ফ্রান্স

উত্তর :
(B) সুইডেন

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক আন্তর্জাতিক আন্দোলনের উদ্গাতা ১৬ বছর বয়সি সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই বছররের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রার্থী মনোনীত হয়েছে। ৩ নরওয়েজীয় এম পি তাঁকে মনোনীত করেছেন। সে যদি এবারের শান্তি পুরস্কার জেতে তাহলে সে-ই হবে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। এর আগে পাকিস্তানের মালালা ইউসুফজাই ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার জেতেন ।


৪৯. কোন ক্রিকেট দল ২০১৯ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে ?

(A) উড়িষ্যা
(B) মহারাষ্ট্র
(C) উত্তর প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(D) কর্ণাটক

৫০. কোন রাজ্যের কোর্গ আরাবিকা কফি সম্প্রতি GI তকমা পেলো ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিল নাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর :
(B) কর্ণাটক

কর্ণাটকের কোদাগু জেলার কোর্গ আরাবিকা কফি সম্প্রতি GI তকমা পেলো




৫১. ২০২০ সালে কোন দেশ মহিলাদের অনুর্ধ ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ?

(A) ব্রাজিল
(B) সৌদি আরব
(C) জাপান
(D) ভারত

উত্তর :
(D) ভারত 

৫২. ভারতের প্রথম দুর্নীতিবিরোধী ওম্বুডসম্যান ( Anti-corruption ombudsman ) হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে ?

(A) রাহুল শেঠ
(B) আরাধানা রাঠোর
(C) পি সি ঘোষ
(D) অশ্বিনী এম শ্রীপদ

উত্তর :
(C) পি সি ঘোষ

ভারতের প্রথম দুর্নীতিবিরোধী ওম্বুডসম্যান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং ন্যাশনাল হিউমান রাইটস কমিশনের বর্তমান সদস্য পিনাকী চন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে ।


৫৩. কোন প্রাক্তন ISRO -এর বিজ্ঞানী ২০১৯ সালে পদ্মভূষণ পুরস্কার পেলেন ?

(A) কে. রাধাকৃষ্ণন
(B) নাম্বি নারায়ণন
(C) তপন মিশ্র
(D) নন্দিনী হরিনাথ

উত্তর :
(B) নাম্বি নারায়ণন 

৫৪. ভারতের কোন রাজ্য ভোঁদড়দের (Otters) জন্য আদমশুমারি ( Census ) শুরু করলো ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) গুজরাট

উত্তর :
(B) উত্তর প্রদেশ 

৫৫. কোন ভারতীয় মনোবিজ্ঞানী ২০১৯ সালের “Hans Kilian” পুরস্কার পেলেন ?

(A) গিরীস্বর মিশ্র
(B) সুধীর কাকার
(C) আশীষ নন্দী
(D) কিশোর ফাদকে

উত্তর :
(C) আশীষ নন্দী

৫৬. ভারতের প্রথম কোন যুদ্ধজাহাজ সম্প্রতি ইন্দোনেশিয়া পরিদর্শন করলো ?

(A) INS সুমিত্রা
(B) INS ভিরাট
(C) INS ভিজিত
(D) INS তারিণী

উত্তর :
(C) INS ভিজিত 

৫৭. তৃতীয় লিঙ্গের ভারতের প্রথম নির্বাচন এম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি
(B) কে পৃথিকা ইয়াসিনি
(C) মধু বাই কিন্নার
(D) গৌরী সাওয়ান্ত

উত্তর :
(D) গৌরী সাওয়ান্ত

ভোট নিয়ে উৎসাহ বাড়াতে এবং নাগরিকের সচেতনতায় প্রথম কোনও ট্রান্সজেন্ডারকে ইলেকশন অ্যাম্বাসেডর করল নির্বাচন কমিশন। মুম্বইয়ের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের মধ্যে অন্যতম হলেন গৌরী সাওয়ান্ত (৩৮)। দেশের মধ্যে একমাত্র গৌরীই ট্রান্সডেন্জার অ্যাম্বাসেডর।


৫৮. ২০১৯ সালের এবেল ( Abel ) পুরস্কার কে পেলেন ?

(A) জন ন্যাশ
(B) কারেন উলহেনবেক
(C) রবার্ট ল্যাংল্যান্ডস
(D) অ্যান্ড্রু ওয়াইলস

উত্তর :
(B) কারেন উলহেনবেক

এবেল পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর নরওয়ে সরকার এক বা একাধিক গণিতবিদকে কে গণিতে বিশেষ অবদানের জন্য প্রদান করে থাকে। এই পুরস্কারটি বিখ্যাত নরওয়েজীয় গণিতজ্ঞ নিল্‌স হেনরিক আবেলের নামে নামকরণ করা হয়েছে। নরওয়েজীয় সরকার এর প্রচলন শুরু করে ২০০১ সালে।ফিল্ডস পদকের পাশাপাশি আবেল পুরস্কারও বিশ্বব্যাপী গণিতের “নোবেল পুরস্কার” নামে সুপরিচিত।

গণিতে নোবেলখ্যাত এই ‘এবেল পুরস্কার ২০১৯’ পেলেন ৭৬ বছর বয়সি মার্কিন নাগরিক কারেন উলহেনবেক। কোনো নারী গণিতবিদ হিসেবে তিনিই প্রথম এই পুরস্কার অর্জন করলেন।;


৫৯. ২০১৯ সালের বিশ্ব চড়ুই দিবসের (World Sparrow Day) থিম কি ছিল ?

(A) Save Sparrows
(B) Protect House Sparrows
(C) I Love Sparrows
(D) Sparrows: Heroes of the Environment

উত্তর :
(C) I Love Sparrows

ভারতের ‘নেচার ফরেভার সোসাইটি’ ফ্রান্সের ‘ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশন’ এর সাথে হাত মিলিয়ে ২০১০ সাল থেকে ২০ মার্চ দিনটিকে বিশ্বজুড়ে ক্রমশঃ কমতে থাকা চড়ুইপাখিদের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য বিশ্বব্যাপী বিশ্ব চড়ুই পাখি দিবস (World Sparrow Day) হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।


৬০. আন্তর্জাতিক সুখ দিবস ( International Day of Happiness) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) ১৮ই মার্চ
(B) ২০শে মার্চ
(C) ২১শে মার্চ
(D) ২৩শে মার্চ

উত্তর :
(B) ২০শে মার্চ

২০১৯ সালের থিম ছিল – Happier Together


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button