Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস

৪১. মালদ্বীপে ভারতের নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন – 

(A) সুরেশ বাবু
(B) সঞ্জয় সুধীর
(C) সংগীত বাহাদুর
(D) মানজীব সিং পুরি

উত্তর :
(B) সঞ্জয় সুধীর 

৪২. নিম্নলিখিত কোন যন্ত্রটিকে গোয়ার ঐতিহ্যগত বাদ্যযন্ত্র ঘোষণা করা হয়েছে ?

(A) কানজিরা
(B) ইডাক্কা
(C) ঘুমোট
(D) ছেন্দা

উত্তর :
(C) ঘুমোট

ঘুমোট হল মাটির হাঁড়ির ওপরে চামড়া বাঁধা একটি বাদ্যযন্ত্র । গোয়ার জাগর ও দুল্পদ লোকনৃত্যে এই বাদ্যযন্ত্রটির ব্যবহার  দেখা যায় ।

Image result for ghumot


৪৩. “Undaunted: Saving the Idea of India” – বইটি ভারতের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা ?

(A) শশী থারুর
(B) পি চিদম্বরম
(C) অরুন জেটলি
(D) সুষমা স্বরাজ

উত্তর :
(B) পি চিদম্বরম 

৪৪. ২০২২ সালের ন্যাশনাল গেমসের আনুষ্ঠানিক ম্যাসকট কোনটি ?

(A) Sumatran serow
(B) Gayal
(C) Clouded Leopard
(D) Ox

উত্তর :
(C) Clouded Leopard

মেঘালয় রাজ্যের ৫০তম জন্মসাল ২০২২ এ অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে আনুষ্ঠানিক ম্যাসকট হল মেঘালয়ের রাজ্য পশু মেঘলা চিতা ( Clouded Leopard ) ।

Image result for মেঘলা চিতা


৪৫. পঞ্চায়েত ও মিউনিসিপালিটি নির্বাচনের প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড শেষ করতে কোন রাজ্য পরিষদ বিল পাস করেছে ?

(A) ছত্তিশগড়
(B) রাজস্থান
(C) মধ্য প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(B) রাজস্থান

২০১৫ সালে বসুন্ধরা রাজ্ সরকার একটি বিল পাস্ করেছিল যেটা অনুসারে পঞ্চায়েত ও মিউনিসিপালিটি নির্বাচন প্রার্থীদের নূন্যতম দশম শ্রেণী পাস্ করতে হবে । ২০১৯ সালে এই বিলটিকে তুলে নেওয়া হল ।


৪৬. বৃদ্ধদের জন্য কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যোজনা” শুরু করলো ?

(A) হিমাচল প্রদেশ
(B) ওড়িশা
(C) ঝাড়খন্ড
(D) বিহার

উত্তর :
(C) ঝাড়খন্ড 

৪৭. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের ওপরে লেখা কবিতা “খুনি বৈশাখী” ১৯২০ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল । সম্প্রতি এই কবিতাটি আবার ইংরেজীতে প্রকাশিত হতে চলেছে । এই কবিতাটির লেখক কে ?

(A) বলবন্ত গার্গী
(B) ওয়ারিস শাহ
(C) নানক সিং
(D) মোহন সিং

উত্তর :
(C) নানক সিং 

৪৮. ২০১৯ সালে অশোক চক্র সম্মানে ভূষিত হয়েছেন – 

(A) নাজির আহমেদ বাণী
(B) তখত সিং
(C) বাচিত্তর সিং
(D) দীনেশ রঘু রমন

উত্তর :
(A) নাজির আহমেদ বাণী 

৪৯. ২০১৯ সালের “Swachhata Excellence awards” -এ ভারতের কোন মিউনিসিপাল কর্পোরেশন শীর্ষ স্থানে রয়েছে ?

(A) রায়গড়
(B) অম্বিকাপুর
(C) কুম্বাকোনাম
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(A) রায়গড়

প্রথম :রায়গড় , দ্বিতীয় : অম্বিকাপুর , তৃতীয় : কুম্বাকোনাম


৫০. কোন দেশের গবেষকরা সম্প্রতি পিঁপড়ের মতো একটি রোবট তৈরী করেছে যেটি GPS ছাড়ায় আশেপাশের পরিবেশকে নিজে থেকেই চিনে নিতে পারবে ? 

(A) জার্মানি
(B) জাপান
(C) ফ্রান্স
(D) আমেরিকা

উত্তর :
(C) ফ্রান্স 

৫১. ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি কে  নিযুক্ত হলেন ?

(A) প্রিয়া শর্মা
(B) হীনা জয়সোয়াল
(C) মোহনা সিং
(D) প্রতিভা কুমারী

উত্তর :
(B) হীনা জয়সোয়াল 

৫২. ২০১৯ সালের ৮৩তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের এককবিভাগে চ্যাম্পিয়ন হলেন – 

(A) চিরাগ শেঠি
(B) লক্ষ্য সেন
(C) সৌরভ ভার্মা
(D) প্রণব চোপড়া

উত্তর :
(C) সৌরভ ভার্মা 

৫৩. কোন মহাকাশ গবেষণা সংস্থা ব্রহ্মান্ডের সৃষ্টির অনুসন্ধান করতে সম্প্রতি একটি “SPHEREx” নামক অভিযান শুরু করলো ?

(A) NASA
(B) ISRO
(C) JAXA
(D) Roscosmos

উত্তর :
(A) NASA

৫৪. ২০১৯ সালের ৮৩তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মহিলাদের এককবিভাগে চ্যাম্পিয়ন হলেন –

(A) জ্বালা গুপ্তা
(B) পি ভি সিন্ধু
(C) সাইনা নেহওয়াল
(D) অশ্বিনী পোনাপ্পা

উত্তর :
(C) সাইনা নেহওয়াল 

৫৫. ২০১৯ সালের ইরানী কাপ জিতলো কোন ক্রিকেট দল ?

(A) বিদর্ভ
(B) মুম্বাই
(C) কর্ণাটক
(D) ভারতের বাকি টীম গুলি

উত্তর :
(A) বিদর্ভ

নাগপুরে ভারতের বাকি টিমগুলির সম্মিলিত দলকে হারিয়ে রনজি ট্রফির বিজেতা বিদর্ভ ইরানি কাপ জিতে নিলো


৫৬. ফুটবল দিল্লি সম্প্রতি কাকে ফুটবল রত্ন সম্মান প্রদান করলো ?

(A) সুব্রত পাল
(B) ভাইচুং ভুটিয়া
(C) সুনীল ছেত্রী
(D) গুরপ্রীত সিং সাধু

উত্তর :
(C) সুনীল ছেত্রী 

৫৭. ভারতের প্রথম “district cooling system” নিচের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) হায়দ্রাবাদ
(B) অমরাবতী
(C) ব্যাঙ্গালুরু
(D) মুম্বাই

উত্তর :
(B) অমরাবতী 

৫৮. “PUMA India” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন 

(A) স্বপ্না বর্মন
(B) দ্যুতি চাঁদ
(C) হিমা দাস
(D) মেরি কম

উত্তর :
(D) মেরি কম 

৫৯. ভারতের প্রথম “fulldome 3D Digital Theatre” কোন শহরে শুরু হল ?

(A) নতুন দিল্লি
(B) পুনে
(C) কলকাতা
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(C) কলকাতা 

৬০. ২০১৯ সালের “Laureus World Sports Honours” অনুষ্ঠানে কাকে বর্ষসেরা বিশ্ব স্পোর্টসম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে ?

(A) এম এস ধোনি
(B) রজার ফেদেরার
(C) বিরাট কোহলী
(D) নোভাক জোকোভিচ

উত্তর :
(D) নোভাক জোকোভিচ 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button