Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস

২১. ২০১৯ সালের “US Chambers International IP Index” অনুযায়ী ভারতের অবস্থান কত তম ?

(A) ৫২
(B) ১৪
(C) ৩৬
(D) ৪৩

উত্তর :
(C) ৩৬

২২. কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ পশ্চিমবঙ্গের কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) মালদা
(B) হুগলী
(C) দার্জিলিং
(D) জলপাইগুড়ি

উত্তর :
(D) জলপাইগুড়ি 

২৩. কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ?

(A) রেড ক্রস
(B) UNESCO
(C) Interpol
(D) UNO

উত্তর :
(A) রেড ক্রস 

২৪. ফ্রান্সের সর্বোচ্চ সম্মান “Legion of Honour” -এ সম্প্রতি ভূষিত হলেন “Father Francois Laborde” । ইনি ভারতের কোন রাজ্যের বর্তমান বাসিন্দা ?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) গোয়া
(D) মহারাষ্ট্র

উত্তর :
(A) পশ্চিমবঙ্গ

সত্যজিৎ রায় এবং সৌমিত্র চ্যাটার্জির পরে পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কারটি পেলেন তিনি ।


২৫. “National Deworming Day” কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারী ৪
(B) ফেব্রুয়ারী ১০
(C) ফেব্রুয়ারী ১৪
(D) ফেব্রুয়ারী ৯

উত্তর :
(B) ফেব্রুয়ারী ১০

২৬. ভারত কোন প্রতিবেশী দেশের সিভিল সারভেন্টসদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬ বছরের একটি মউ স্বাক্ষর করলো ?

(A) নেপাল
(B) ভুটান
(C) বাংলাদেশ
(D) মায়ানমার

উত্তর :
(C) বাংলাদেশ 

২৭. প্রথমবারের  জন্য বিশ্ব ডাল দিবস (World Pulses Day) নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোনটিতে  পালন করা হল ?

(A) ফেব্রুয়ারি ১১
(B) ফেব্রুয়ারি ০৯
(C) ফেব্রুয়ারি ০৮
(D) ফেব্রুয়ারি ১০

উত্তর :
(D) ফেব্রুয়ারি ১০ 

২৮. আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি ?

(A) জাম্বিয়া
(B) ইজিপ্ট
(C) দক্ষিন আফ্রিকা
(D) ইথিওপিয়া

উত্তর :
(B) ইজিপ্ট

ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসিকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে ।


২৯. কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কানাডিয়ান সিনেমা ও টেলিভিশন একাডেমি দ্বারা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্প্রতি পেয়েছেন ?

(A) মিরা নায়ার
(B) শ্যাম বেনেগাল
(C) দীপা মেহতা
(D) মনি রত্নম

উত্তর :
(C) দীপা মেহতা

৩০. বহুজাতিক নৌমহড়া  ‘AMAN19’ নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হল ?

(A) পাকিস্তান
(B) ভারত
(C) শ্রীলংকা
(D) মায়ানমার

উত্তর :
(A) পাকিস্তান

৩১. কোন তারিখে, ভারতের জাতীয় ইউনানী দিবস (National Unani Day) ভারতে উদযাপিত হয় ?

(A) ফেব্রুয়ারি ১০
(B) ফেব্রুয়ারি ১১
(C) ফেব্রুয়ারি ১২
(D) ফেব্রুয়ারি ১৩

উত্তর :
(B) ফেব্রুয়ারি ১১ 

৩২. কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালের  ড্যান ডেভিড প্রাইজ জিতেছেন ?

(A) সঞ্জয় সুব্রহ্মানিয়াম
(B) ইরফান হাবিব
(C) সুমিত সরকার
(D) এম. জি. এস. নারায়ণন

উত্তর :
(A) সঞ্জয় সুব্রহ্মানিয়াম

৩৩. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি Popular Front of India (PFI) – কে  নিষিদ্ধ ঘোষণা করেছে ?

(A) ঝাড়খণ্ড
(B) তামিলনাড়ু
(C) জম্মু ও কাশ্মীর
(D) অরুণাচল প্রদেশ

উত্তর :
(A) ঝাড়খণ্ড

৩৪. ভারতের নবনির্বাচিত নির্বাচন কমিশনার (Election Commissioner ) কে ?

(A) শেখর ভরদ্বাজ
(B) সুশীল চন্দ্র
(C) আশুতোষ সাক্সেনা
(D) অলক চৌধুরী

উত্তর :
(B) সুশীল চন্দ্র

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান-স্বীকৃত কর্তৃপক্ষ।

বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল অরোরা এবং অপর দুজন নির্বাচন কমিশনের হলেন সুশীল চন্দ্র এবং অশোক লাভাসা

নির্বাচন কমিশনের উদ্দেশ্য ও কার্যাবলি

  • সীমানা পুনর্নির্ধারণ আইন, ১৯৫২ অনুসারে প্রতি দশ বছর অন্তর আয়োজিত জনগণনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটদাতার পরিধির পুনর্বিন্যাস।
  • ভোটদাতাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা।
  • রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া।
  • রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঠিক করা।
  • নির্বাচন প্রক্রিয়ার অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা।
  • অবৈধ কিছু ঘটলে নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করা।
  • কোনো নির্বাচিত জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত হলে এই সংক্রান্ত সুপারিশ ক্ষেত্রবিশেষে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠানো।
  • ভোটপ্রার্থী ও রাজনৈতিক দলগুলির অবশ্যপালনীয় কর্তব্যের তালিকা ও বিধিনিষেধ (যা নির্বাচনী আচরণবিধি নামে পরিচিত) রচনা ও প্রয়োগ।
  • আকাশবাণী ও দূরদর্শনে ভোটপ্রার্থীদের প্রচারের সময় বণ্টন।
  • প্রার্থীপিছু নির্বাচনজনিত ব্যয়ের সীমা নির্ধারণ করা।
  • প্রযুক্তিগত বিষয়ে (যেমন বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যবহার) ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করা।

৩৫. সম্প্রতি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ২০১৬ সালের সাংস্কৃতিক ঐক্যতানের জন্য কাকে “Tagore” পুরস্কার প্রদান করলেন ?

(A) রাম সুতার ভানজি
(B) ছায়ানট
(C) রাজকুমার সিংজিৎ সিং
(D) মিলিন্দ কুমার

উত্তর :
(A) রাম সুতার ভানজি

২০১৪ সালের জন্য পেয়েছেন – রাজকুমার সিংজিৎ সিং, ২০১৫ সালের জন্য পেয়েছে ছায়ানট ( বাংলাদেশের একটি সংস্থা ) এবং ২০১৬ সালের জন্য পেয়েছেন রাম সুতার ভানজি


৩৬. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT) এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) প্রমোদ চন্দ্র মোদী
(B) পুণম কিশোর সাক্সেনা
(C) কৈসর চাঁদ বোহরা
(D) প্রীতম জৈন

উত্তর :
(A) প্রমোদ চন্দ্র মোদী 

৩৭. ২০১৯ সালের ৭২ তম বাফটা চলচ্চিত্র পুরস্কারে কোন সিনেমা সেরা চলচ্চিত্র পুরষ্কার জিতেছে ?

(A) The Favourite
(B) A Star Is Born
(C) Roma
(D) Bohemian Rhapsody

উত্তর :
(C) Roma

৩৮. “বন্দে ভারত এক্সপ্রেস” এর রুট হল 

(A) নতুন দিল্লি থেকে বারাণসী
(B) এলাহাবাদ থেকে হুগলী
(C) শিমলা থেকে কলকাতা
(D) মুম্বাই থেকে চেন্নাই

উত্তর :
(A) নতুন দিল্লি থেকে বারাণসী 

৩৯. ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে “Mahatma Gandhi National Rural Employment Gurantee Act” -এ কত টাকা নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে ?

(A) ৪০,০০০ কোটি টাকা
(B) ৫০,০০০ কোটি টাকা
(C) ৬০,০০০ কোটি টাকা
(D) ৭০,০০০ কোটি টাকা

উত্তর :
(C) ৬০,০০০ কোটি টাকা 

৪০. ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে-এর জন্য কত কোটি টাকা ধার্য্য করা হয়েছে ?

(A) ৬৪,৫৮৭
(B) ৭৪,৬৫৪
(C) ৫৯,৭৬৪
(D) ৬৯,৭১২

উত্তর :
(A) ৬৪,৫৮৭

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button