Current Topics

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের তালিকা

68th National Film Awards 2022

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের তালিকা

২২শে জুলাই ২০২২ এ আয়োজিত হল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী সভা। এটি আয়োজিত হওয়ার কথা ছিল ২০২১ সালের ৩রা মে, কিন্তু করোনা মহামারীর কারণে এতটা পেছানো হয়েছে। পুরস্কারের এই সংস্করণে ২০২০ সালের সেরা চলচ্চিত্রগুলিকে পুরস্কৃত হয়েছে।

বিজয়ীদের তালিকা

বিভাগবিজয়ী
সেরা ফিচার ফিল্মসুরারাই পোত্রু
সেরা পরিচালকসচ্চিদানন্দন কে আর (আয়াপ্পানুম কোশিয়ুম)
সেরা জনপ্রিয় চলচ্চিত্রতানহাজি
সেরা অভিনেতা১. সুরিয়া (সুরারাই পোট্রু)
২. অজয় দেবগণ (তানহাজি)
সেরা অভিনেত্রীঅপর্ণা বালামুরালি (সুরারাই পোত্রু)
সেরা স্ক্রিনপ্লেসুরারাই পোত্রু
সেরা প্লেব্যাক গায়ক১. রাহুল দেশপান্ডে (মি বসন্তরাও)
২. অনিশ মঙ্গেশ গোসাভি
সেরা প্লেব্যাক গায়িকানানচাম্মা (আয়াপ্পানুম কোশিয়ুম)
সেরা পার্শ্ব অভিনেতাবিজু মেনন (আয়াপ্পানুম কোশিয়ুম)
সেরা পার্শ্ব অভিনেত্রীলক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলি
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারম্যান্ডেলা
সেরা শিশুতোষ সিনেমাসুমি (মারাঠি)।
সেরা শিশু শিল্পীঅনীষ মঙ্গেশ গোসাভি (তকতক) এবং আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর (সুমি)
সেরা সংগীত পরিচালকআলা বৈকুণ্ঠপুরামুলো
সেরা অডিওগ্রাফিজোবিন জায়ান (দোলু)
সেরা সিনেমাটোগ্রাফিঅভিযাত্রিক
সেরা নন-ফিচার সিনেমাথ্রি সিস্টার্স
সেরা পোশাক পরিকল্পনাতানাজি
সেরা মেকআপনাট্যম
সেরা স্ক্রিনপ্লেসুরারাই পোত্রু
সেরা অসমীয়া সিনেমাব্রিজ
সেরা বাংলা সিনেমাঅভিযাত্রিক
সেরা হিন্দি সিনেমাতুলসীদাস জুনিয়র
সেরা তেলেগু সিনেমাকালার ফটো
সেরা তামিল সিনেমাশিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম
68th National Film Awards 2022

এরকম আরও কিছু পোস্ট :

IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য

২০২২ সালের বাফটা পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button