Current Topics
অগ্নিপথ স্কিম কি? – Explaining Agnipath Scheme in Bengali :
What is Agnipath scheme, who all can apply?
অগ্নিপথ স্কিম কি? – Explaining Agnipath Scheme in Bengali :
সশস্ত্র বাহিনীর জন্য নতুন অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। জেনে নেবো কি সেই প্রকল্প। কেনই বা চারিদিকে এতো বিক্ষোভ-বিদ্রোহ হচ্ছে এই স্কিমটির জন্য, জেনে নেবো আজ।
অগ্নিপথ স্কিম কি ?
- এই স্কিমটির মাধ্যমে সশস্ত্র বাহিনীতে অফিসার র্যাঙ্ক- এর নীচে সৈন্য নিয়োগ করা হবে, নিযুক্ত সেনাদের বেশির ভাগই (৭৫%) কেবল ৪ বছরের মেয়াদের জন্য সশস্ত্র বাহিনীর পদে চাকরি করতে পারবে।
- এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ভারতীয় পদাতিক বাহিনী (Army), নৌবাহিনী (Navy) ও বিমান-বাহিনীতে (Air Force) তরুণ ও অল্পবয়সী সেনাদের সংখ্যা বৃদ্ধি করা।
আরও দেখে নিন : কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প । Government Schemes – PDF
অগ্নিপথ প্রকল্পের অধীনে কারা আবেদন করতে পারেন?
- এই প্রকল্পের অধীনে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে পুরুষ এবং মহিলারা সশস্ত্র বাহিনীতে চাকরির আবেদন করতে পারেন।
অগ্নিপথের জন্য কারা যোগ্য?
- Army, Navy, Air Force এই তিন পরিষেবাতেই একটি অনলাইন সিস্টেমের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নথিভুক্ত করা হবে।
- বিভিন্ন স্বীকৃত টেকনিক্যাল কলেজ যেমন – ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ইত্যাদি দ্বারা পরিচালিত র্যালি এবং ক্যাম্পাস ইন্টারভিউ-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।
- অগ্নিবীর-দের সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্তির জন্য মেডিক্যালি ফিট হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়গ করা হবে অগ্নিবীর দের। যেমন: একজন জেনারেল ডিউটি (GD) সৈনিক হওয়ার জন্য অগ্নিবীরদের শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণী পাশ।
আরও দেখে নিন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প – PDF
এই প্রকল্পের অধীনে সৈন্যদের মাইনে কত?
- প্রথম বছরের বেতন প্যাকেজ হল ৪.৭৬ লক্ষ টাকা (মাসে প্রায় ৩৯ হাজার) এবং চতুর্থ বছরে আপগ্রেডেশন রিলিজের পরে প্রায় ৬.৯২ লক্ষ টাকা পর্যন্ত (মাসে প্রায় ৫৭ হাজার); রিটায়ারমেন্ট-এর সময় সেবা নিধি প্যাকেজ প্রায় ১১.৭১ লক্ষ টাকার, সুদ সহ (ট্যাক্স মুক্ত)।
- এছাড়াও ৪৮ লক্ষ টাকার একটি অ-অনুদানমূলক বীমা কভার রয়েছে।
- এর পাশাপাশি সৈন্যরা একটি Agniveer skill certificate পাবেন পরবর্তী কালে বিভিন্ন চাকরির পেতে সহায়তা করবে।
নিয়োগ শুরু হবে কবে?
- প্রথম অগ্নিপথ নিয়োগ শুরু হবে ২০২২ সালের সেপ্টেম্বর – অক্টোবর থেকে।
অগ্নিপথের অধীনে পরিষেবার শর্তাবলী কী কী?
- চার বছর চাকরির পর, অগ্নিবীরদের কেবল ২৫ শতাংশকে মেধা, ইচ্ছা এবং মেডিকেল ফিটনেসের ভিত্তিতে নিয়মিত ক্যাডারে রাখা হবে। এরপর তারা আরও ১৫ বছর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
- অন্য ৭৫% অগ্নিবীরদের ১১-১২ লক্ষ টাকার একটি প্রস্থান বা “সেবা নিধি” প্যাকেজ সহ নিষ্ক্রিয় করা হবে ৷ পরবর্তী জীবনে চলার জন্য বিভিন্ন ব্যাঙ্ক লোণের সুবিধাও থাকবে এদের জন্য।
এই স্কিম এর সুবিধা কি কি?
- স্কিমটি যুবকদের তাদের দেশের সেবা করার এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য জীবনে একবার সুযোগ দেয়।
- সশস্ত্র বাহিনীতে আরও কম বয়সী এবং আরও প্রাণবন্ত সৈন্যরা জায়গা পাবে ৷
- অগ্নিবীরদের জন্য (অগ্নিপথ স্কিম এর মাধ্যমে নিযুক্ত সৈন্যদের অগ্নিবীর বলা হয়) একটি ভাল মাইনের প্যাকেজ থাকবে এবং ৪ বছর পর রিটায়ারমেন্ট-এর সময় পরবর্তী জীবন শুরু করার জন্য ভালো মূল্যের একটি আর্থিক অনুদান দেওয়া হবে।
- এর পাশাপাশি সৈন্যরা একটি Agniveer skill certificate পাবেন যা পরবর্তী কালে বিভিন্ন চাকরির পেতে সহায়তা করবে।
To check our latest Posts - Click Here