All NotesGeography NotesNotes

গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )

ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ নদ-নদী

ভারত নদীমাতৃক দেশে । এদেশের ওপর দিয়ে বয়ে চলেছে বহু নদ/নদী । ভারতের অর্থনীতি, সামাজিক জীবন সবকিছুতেই এই নদীর গুরুত্ব অপরিসীম । ভারতের বেশিরভাগ উন্নত শহরগুলি কোনো না কোনো নদীর তীরে অবস্থিত । কৃষিকাজ থেকে শুরু করে পরিবহন, জনজীবন সবকিছুই কোনো না কোনো ভাবে এই নদীর ওপরে নির্ভরশীল । আজ তাই বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো এই রকমই কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় নদী , তাদের উৎস এবং পতনস্থল ।

এরকম আরো নোটস পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ

নদ / নদীউৎসপতনস্থল
গঙ্গাগঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগর
যমুনাযমুনেত্রী হিমবাহগঙ্গা
গোদাবরীত্রিম্বক পর্বতবঙ্গোপসাগর
কাবেরীব্রহ্মগিরি শৃঙ্গবঙ্গোপসাগর
মহানদীসিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগর
তাপ্তীমহাদেব পর্বতখাম্বাত উপসাগর (কাম্বে)
নর্মদাঅমরকন্টক শৃঙ্গখাম্বাত উপসাগর (কাম্বে)
ব্রহ্মপুত্রচেমায়ুংদুং হিমবাহবঙ্গোপসাগর
কৃষ্ণামহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগর
সিন্ধুসিন-কা-কাব উষ্ণপ্রস্রবণআরব সাগর
লুনীআনাসাগরকচ্ছের রণ
সুবর্ণরেখাছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
ব্রাহ্মণীছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
বৈতরণীছোটনাগপুরবঙ্গোপসাগর
বিতস্তা বা ঝিলামকাশ্মীরের ভেনিনাগ পাহাড়চেনাব নদী
ভাইগাইপালনা পর্বতপক উপসাগর
সবরমতীআরাবল্লীখাম্বাত উপসাগর (কাম্বে)
কর্ণফুলিমিজোরামবঙ্গোপসাগর
বিপাশারোটাং গিরিপথশতদ্রূ নদী
শতদ্রুরাক্ষসতাল হ্রদ, তিব্বতসিন্ধুর উপনদী
দামোদরছোটনাগপুর মালভূমি, খামারপোত শৃঙ্গহুগলী নদী
ময়ূরাক্ষীত্রিকুট পাহাড়ভাগীরথী
তিস্তাজেমু হিমবাহ, চিতামু হ্রদব্রহ্মপুত্র
জলঢাকাসিকিমের হিমালয়ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রাপশ্চিমঘাট পর্বতকৃষ্ণা

নোটটির  পিডফ ফরম্যাট :

এরকম আরো কিছু টপিক :

Tags

Related Articles

Back to top button
Close