NotesGeneral Knowledge Notes in Bengali

মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম

Common Eye Disorders and Diseases

মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ নিয়ে। চোখের বিভিন্ন রোগগুলি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই চোখের গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা রইলো ।

দূরবদ্ধ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া ( Hyper Metropia )

  • যে দৃষ্টিতে কাছের জিনিস ঠিক ঠাক দেখা যায় না কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া ( Hyper Metropia ) বলে।
  • কারণ : চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেলে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে পরে, ফলে কাছের বস্তু দেখা যায় না ।
  • প্রতিকার : উত্তর লেন্স (Convex Lens ) যুক্ত চশমা ব্যবহার করতে হয়।

নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া ( Myopia )

  • যে দৃষ্টিতে কাছের জিনিস ঠিক ঠাক দেখা যায় কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত থাকে তাকে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া ( Myopia ) বলা হয়।
  • কারণ : চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় ফলে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পরে, ফলে দূরের বস্তু ঠিক থাক দেখা যায় না। অনেক দূরবর্তী বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে I বিন্দুতে মিলিত হয় ফলে লক্ষবস্তু স্পষ্ট দেখা যায় না।
  • প্রতিকার : চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাবার জন্য এই ত্রুটির উদ্ভব হয়। দৃষ্টির এ ত্রুটি সংশোধন করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়।

বর্ণান্ধ (Colour Blind )

  • যে সব ব্যক্তি রং দেখতে পায় না, বিশেষ করে লাল-সবুজ এবং হলুদ-নীল— এরকম ব্যক্তিদের বর্ণান্ধ
    বলে।
  • সাধারণত রেটিনায় কোণ কোষের সংখ্যা কম থাকলে বা কোণ কোষ মধ্যস্থ রঞ্জক পদার্থ না থাকলে
    এই রােগ দেখা যায়।

রাতকানা (Night Blindness )

  • যে সব ব্যক্তি রাত্রে দেখতে পায় না তাদের রাতকানা বলে।
  • রেটিনায় বড় কোষের সংখ্যা কম থাকলে এই রােগ হয়। প্রসঙ্গত উল্লেখ্য ভিটামিন-‘A’ রড কোষের একটি বিশেষ উপাদান।

ছানি বা ক্যাটারাক্ট (Cataract )

  • বৃদ্ধ বয়সে লেন্স-এর ওপর বিশেষ এক পর্দার আবির্ভাব হওয়ায় লেন্স ঘােলাটে হয়ে যায়। একে ছানি বা ক্যাটারাক্ট বলে।
  • অস্ত্রোপচার করে বিশেষ লেন্স ব্যবহারে দৃষ্টি শক্তি আবার ফিরে আসে।

গ্লুকোমা (Glucoma )

  • অক্ষিগােলকের জলীয় পদার্থ নির্গত হতে না পারলে চোখের ভিতরে চাপ সৃষ্টি হয়, ফলে যে রােগ সৃষ্টি হয় তাকে গ্লুকোমা বলে।
  • এই প্রকার রােগে মানুষ অন্ধ হয়ে যায়।

কয়েকটি বিশেষ ধরনের চোখের গঠন


একনেত্র দৃষ্টি (Monocular Vision )

  • যখন একসঙ্গে দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, তখন সেই রকম দৃষ্টিকে একনেত্র দৃষ্টি বলে। এই রকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার ও অবস্থান নির্ণয় করা যায় না।
  • উদাহরণ : ব্যাঙ, গরু, ঘােড়া ইত্যাদি। শিকারি পাখি ছাড়া অন্যান্য পাখিদেরও এরূপ দৃষ্টি।

দ্বিনেত্র দৃষ্টি (Binocular Vision )

যখন একসঙ্গে দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় তখন তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। এরূপ দৃষ্টির সাহায্যে বস্তুর সঠিক আকার এবং অবস্থান নির্ণয় করা যায়। উদাহরণ: মানুষ, বানর, বাঘ, বাজপাখি, পেঁচা ইত্যাদি।

পুঞ্জাক্ষি (Compound Eyes )

বেশিরভাগ প্রাণীরই চোখ সরলাক্ষি কিন্তু সন্ধিপদ পূর্বের অন্তর্গত প্রাণীদের (মাকড়সা ছাড়া) এক-একটি চোখ অনেকগুলি সরলাক্ষি নিয়ে গঠিত, এরকম চোখকে পুঞ্জাক্ষি বলে।

আরও দেখে নাও :

চক্ষুর প্রধান অংশগুলির অবস্থান ও কাজ

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

রোগ ও তাদের জীবাণু

সালোকসংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য । Photosynthesis

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button