Polity NotesGeneral Knowledge Notes in Bengali

অর্থবিল কাকে বলে ? পাশের পদ্ধতি – PDF ও MCQ সহ

Definition of Money Bill

অর্থবিল কাকে বলে ? পাশের পদ্ধতি (Money bill ):

যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অর্থবিল ( Money Bill ). সাধারণ বিলের থেকে এর ধরণ একটু আলাদা হওয়ার জন্য বরাবরই এটি পরীক্ষকদের একটি পছন্দের টপিক ।

অর্থবিলের সংজ্ঞা (Definition of Money Bill ) :

ভারতীয় সংবিধানের ১১০ নং ধারা অনুসারে যেসব বিলে নিম্নলিখিত বিষয়গুলি বা এদের কোনাে একটি অন্তর্ভুক্ত থাকে, সেই সমস্ত বিলকে অর্থবিল বলে গণ্য করা হবে :

  • কোনাে কর ধার্য, বিলােপ, অব্যাহতি, পরিবর্তন বা নিয়ন্ত্রণ;
  • ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা ঋণ গ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান অথবা ভারত সরকার কর্তৃক গৃহীত বা গৃহীত হবে এমন কোনাে আর্থিক দায়দায়িত্ব সম্পর্কিত আইনের সংশােধন;
  • ভারতের সতি তহবিল কিংবা আকস্মিক ব্যয় তহবিল থেকে অর্থ গ্রহণ বা প্রদান;
  • ভারতের সতি তহবিল থেকে অর্থ বিনিয়োেগ;
  • কোনাে ব্যয়কে সঞ্চিত তহবিলের ওপর ধার্য ব্যয় বলে ঘােষণা অথবা ওইরূপ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি;
  • ভারতের সঞ্চিত তহবিল বা সরকারি হিসাবের খাতে অর্থ প্রাপ্তি কিংবা ওই অর্থের জিম্মা বা নির্গমন;
  • অথবা উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনাে বিষয়।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 

  • কোনাে বিলে অর্থ আদায় বা ব্যয়ের উল্লেখ থাকলেই সেটিকে অর্থ বিল বলা যাবে । উদাহরণস্বরূপ, বাজেট বা ব্যয়বরাদ্দ বিল অর্থ সংক্রান্ত (financial) বিল নামে পরিচিত।
  • আবার কোনাে বিলের সঙ্গে যদি জরিমানা বা কোনাে অর্থদণ্ড বা লাইসেন্সের জন্য বা কোনাে সেবামূলক কার্যের ফি দাবি বা প্রদান অথবা কোনাে স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক স্থানীয় উদ্দেশ্যে কোনাে কর স্থাপন, বিলােপ, নিয়ন্ত্রণ বা পরিহার সংক্রান্ত কোনাে প্রশ্ন জড়িত থাকে, তাহলে সেটি অর্থবিল বলে গণ্য হবে না।

কোনাে বিল অর্থবিল কিনা, সে নিয়ে কোনাে সন্দেহ দেখা দিলে লােকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।

অর্থবিল পাশের পদ্ধতি (The procedure of passing Money Bill ) :

অর্থবিল পাশের পদ্ধতি সাধারণ বিল পাশের পদ্ধতি থেকে কিছুটা স্বতন্ত্র।

  • সাধারণ বিল মন্ত্রী অথবা পার্লামেন্টের কোনাে সাধারণ সদস্য উত্থাপন করতে পারে, কিন্তু অর্থবিল সব সময়ই মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
  •  সাধারণ বিল যে-কোনাে কক্ষে উত্থাপিত হতে পারে, কিন্তু অর্থবিল কেবল লােকসভায় উত্থাপিত হয়।
  • অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা খুবই কম। লােকসভা কর্তৃক গৃহীত অর্থবিল রাজ্যসভায় প্রেরণের পর থেকে ১৪ দিনের মধ্যে উক্ত বিলটিকে সুপারিশসহ অথবা সুপারিশ ছাড়াই লােকসভার নিকট ফেরত পাঠাতে হয়। উক্ত সময়ের মধ্যে ফেরত না পাঠালে ধরে নেওয়া হবে যে বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে।
  • অর্থবিলের ব্যাপারে রাজ্যসভার সুপারিশ গ্রহণ করা বা না করা লােকসভার ইচ্ছাধীন।
  • সাধারণ বিল উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্বানুমতির প্রয়ােজন হয় না, কিন্তু কোনাে অর্থবিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া লােকসভায় উত্থাপন করা যায় না।
  • রাষ্ট্রপতি সাধারণ বিল গ্রহণ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন অথবা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন; কিন্তু অর্থ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য।
  • অর্থবিল রাষ্ট্রপতির কাছে প্রেরণের আগে সেটি যে অর্থবিল এই মর্মে লােকসভার অধ্যক্ষকে একটি প্রমাণপত্র (Certificate) দিতে হয়।

সাধারণ বিলের মতাে অর্থবিলকেও প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, কমিটির পর্যায়, তৃতীয় পাঠ প্রভৃতি পর্যায়গুলি অতিক্রম করতে হয়।

প্রথম পাঠ : অর্থবিল উত্থাপনের সময় বিলটির শিরােনামটি পাঠ করা হয় এবং মূল উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দেওয়া হয়। এইভাবে বিলটির প্রথম পাঠ (First Reading) শেষ হয়। এরপর উত্থাপক বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাবার জন্য প্রস্তাব করতে পারেন। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানাে হলে কমিটি এর পুঙ্খানুপুঙ্খ আলােচনা করে এবং প্রয়ােজনে সংশােধনের সুপারিশসহ বিলটিকে লােকসভায় ফেরত পাঠায়।

দ্বিতীয় পাঠ : এরপর শুরু হয় বিলটির দ্বিতীয় পাঠ (Second Reading)। এই পর্যায়ে বিলটির প্রতিটি ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলােচনা হয় এবং সংশােধনসহ অথবা বিনা সংশােধনে প্রত্যেক ধারার ওপর ভােট নেওয়া হয়।

তৃতীয় পাঠ : অতঃপর শুরু হয় বিলের তৃতীয় পাঠ (Third Reading)। এই পর্যায়ে আংশিকভাবে নয়, সামগ্রিকভাবে বিলটির ওপর আলােচনা চলে এবং সবশেষে সামগ্রিকভাবে বিলের ওপর ভোেট গ্রহণ করা হয়।

MCQ :

১.  লোকসভায় কোনো অর্থবিল পাশ হয়ে যাবার পর, রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে ?

Ⓐ ১০ দিন
Ⓑ ১৪ দিন
Ⓒ ৩০ দিন
Ⓓ ৬০ দিন

উত্তর

Ⓑ ১৪ দিন [/spoiler]

২. কোনো বিল অর্থবিল কিনা সেটি ঠিক করেন 

Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ লোকসভার অধ্যক্ষ
Ⓒ উপরাষ্ট্রপতি
Ⓓ অর্থমন্ত্রী

উত্তর

 Ⓑ লোকসভার অধ্যক্ষ  [/spoiler]

৩. অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে ?

Ⓐ পার্লামেন্টের যে কোনো কক্ষে
Ⓑ কেবলমাত্র লোকসভায়
Ⓒ কেবলমাত্র রাজ্যসভায়
Ⓓ কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায়

উত্তর

 Ⓑ কেবলমাত্র লোকসভায়  [/spoiler]

৪. রাজ্যসভায় অর্থবিল উত্থাপন করা যাবে না এটির উল্লেখ রয়েছে কোন ধারায় ?

Ⓐ ১০১(৩)
Ⓑ ১০২(২)
Ⓒ ১০৩(১)
Ⓓ ১০৩(৪)

উত্তর

 Ⓒ ১০৩(১) [/spoiler]

 ৫. অর্থবিলের সংজ্ঞা রয়েছে কোন ধারায় ?

Ⓐ ১১০
Ⓑ ১১২
Ⓒ ১০০
Ⓓ ১২৪

উত্তর

Ⓐ ১১০ [/spoiler]

৬. বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?

Ⓐ বিধানসভার স্পিকার
Ⓑ মুখ্যমন্ত্রী
Ⓒ রাজ্যের অর্থমন্ত্রী
Ⓓ রাজ্যপাল

উত্তর

 Ⓓ রাজ্যপাল [/spoiler]

৭. রাজ্যে অর্থবিল উত্থাপন করা যায়

Ⓐ রাজ্য আইনসভার যে-কোনাে কক্ষে
Ⓑ কেবলমাত্র বিধানসভায়
Ⓒ কেবলমাত্র বিধান পরিষদে
Ⓓ রাজ্য আইনসভার উভয়কক্ষের যৌথ অধিবেশনে

উত্তর

 Ⓑ কেবলমাত্র বিধানসভায় [/spoiler]

Download Section

  • File Name : অর্থবিল
  • File Size : 200 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

এরকম আরো কিছু :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button