Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (19th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  17th & 18th November Current Affairs Quiz 2023 – Bengali


১. ২০২৩ সালের হিসাবে, বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ কোনটি?

(A) চীন
(B) রাশিয়া
(C) ভারত
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) চীন
বিশ্বের সবচেয়ে দূষণকারীর দেশ চীন। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৩৮% এর জন্য দায়ী চীন । [/spoiler]

২. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) আনুষ্ঠানিকভাবে কোন অবস্থাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

(A) সামাজিক বর্জন (Social Exclusion )
(B) বর্ণবাদ (Racism )
(C) একাকীত্ব (Loneliness )
(D) জাতপাত (Casteism)

[spoiler title=’উত্তর ‘ ] (C) একাকীত্ব (Loneliness )
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আনুষ্ঠানিকভাবে একাকীত্বকে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য উদ্বেগ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই ব্যাপক সমস্যাটির বিরুদ্ধে লড়াই করার জন্য একাধিক প্রচেষ্টা শুরু করেছে। [/spoiler]

৩. জোরওয়ার লাইট ট্যাঙ্ক ( Zorawar light tank) প্রকল্পটি ডিআরডিও এবং কোন সংস্থার একটি সহযোগিতামূলক উদ্যোগ?

(A) Indian Army
(B) Larsen and Toubro
(C) ISRO
(D) BHEL

[spoiler title=’উত্তর ‘ ] (B) Larsen and Toubro
জোরাওয়ার লাইট ট্যাঙ্ক হল ডিআরডিও এবং বাণিজ্যিক কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রোর মধ্যে একটি সহযোগিতামূলক উদ্যোগ। [/spoiler]

৪. ফিফা বিশ্বকাপ 2026 AFC কোয়ালিফায়ারে, কে একক গোল করে ভারতকে কুয়েতের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়ী করেছে ?

(A) সাহল আব্দুল সামাদ
(B) মনভীর সিং
(C) সন্দেশ ঝিংঘন
(D) লালিয়ানজুয়ালা ছাংতে

[spoiler title=’উত্তর ‘ ] (B) মনভীর সিং
ফিফা বিশ্বকাপ ২০২৬ এএফসি কোয়ালিফায়ারে, মনভীর সিং এর গোলটি ভারতকে কুয়েতের বিরুদ্ধে ১-০ তে জিত এনে দিয়েছে। [/spoiler]

৫. লন্ডন-ভিত্তিক বিলাসবহুল ভ্রমণ ম্যাগাজিন কন্ডে নাস্ট (Condé Nast) দ্বারা ২০২৪ সালে এশিয়াতে দেখার জন্য সেরা স্থানগুলির মধ্যে কোন স্থানটিকে তালিকাভুক্ত করা হয়েছে?

(A) কোচি
(B) মানালি
(C) গোয়া
(D) দার্জিলিং

[spoiler title=’উত্তর ‘ ] (A) কোচি
লন্ডন-ভিত্তিক বিলাসবহুল ভ্রমণ ম্যাগাজিন কন্ডে নাস্ট ২০২৪ সালে এশিয়ার অন্যতম সেরা স্থান হিসেবে কোচিকে তালিকাভুক্ত করেছে। [/spoiler]

৬. সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) উদয় কোটক
(B) রঘুরাম রাজা
(C) দীপক গুপ্ত
(D) অশোক ভাসওয়ানি

[spoiler title=’উত্তর ‘ ] (D) অশোক ভাসওয়ানি
তিন বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে অশোক ভাসওয়ানির নিয়োগে অনুমোদন দিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বোর্ড। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। [/spoiler]

৭. বিশ্ব টয়লেট দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০`
(D) নভেম্বর ২১

[spoiler title=’উত্তর ‘ ] (B) নভেম্বর ১৯

  • প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়।
  • টয়লেট ও পরিচ্ছন্নতা নিয়ে মানুষকে সচেতন করতেই এমন দিন পালন করা শুরু।
  • ২০০১ সালে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয়।
  • এরপর ২০১২ সালে দিনটিকে অফিসিয়ালি ছুটির দিনও ঘোষণা করে জাতিসংঘ।
  • ২০২৩ সালে এই দিবসের থিম হল – ‘Accelerating Change’
[/spoiler]

৮. অযোধ্যার কোন নদীতে সৌরচালিত ‘রামায়ণ’ জাহাজ চলাচল করবে?

(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরযূ
(D) অলকানন্দা

[spoiler title=’উত্তর ‘ ] (C) সরযূ
আগামী বছরের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগে এই সৌরচালিত ‘রামায়ণ’ জাহাজ চলাচল শুরু হবে । [/spoiler]

৯. ২৩ শে নভেম্বর ২০২৩ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে ব্রজ রাজ উৎসব উদযাপন করবেন কোন জায়গায়?

(A) মথুরা
(B) আগ্রা
(C) মিরাট
(D) লখনউ

[spoiler title=’উত্তর ‘ ] (A) মথুরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ নভেম্বর মথুরায় ‘ব্রজ রাজ উৎসব’-এ অংশগ্রহণ করবেন।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

[/spoiler]

১০. কোন রাজ্য শিক্ষায় সমতার জন্য ‘এভরি রাইট ফর এভরি চাইল্ড’ (Every Right for Every Child) অভিযান শুরু করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটক
(C) মধ্য প্রদেশ
(D) কেরালা

[spoiler title=’উত্তর ‘ ] (A) উত্তর প্রদেশ
শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার ‘এভরি রাইট ফর এভরি চাইল্ড’ ক্যাম্পেইন চালু করেছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button