Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) সম্প্রতি কাকে ‘global terrorist’ হিসাবে তালিকাভুক্ত করেছে?

(A) জাকিউর রহমান লাখভী
(B) আবদুল্লাহ ইউসুফ আজম
(C) আব্দুল রহমান মক্কী
(D) আব্দুল রউফ আজহার

উত্তর
(C) আব্দুল রহমান মক্কী

  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) আবদুল রহমান মক্কিকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে।
  • মাক্কি ভারতে হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
  • ভারত ও যুক্তরাষ্ট্র তাকে আগেই সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে।

২. ODI তে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠলেন কে?

(A) শুভমন গিল
(B) ঈশান কিষান
(C) ওয়াসিংটন সুন্দর
(D) ঋষভ পন্ত

উত্তর
(A) শুভমন গিল

  • ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল তার ডাবল সেঞ্চুরি করার জন্য ১৯টি ৪, ৯টি ৬ সহ ১৪৯ বলে ২০৮ ছুঁয়েছেন।
  • ODI তে ২০০ পার করার ক্ষেত্রে তিনি সর্বোপরি অষ্টম এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় (২৩ বছর)।

৩. বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, একজন ফরাসি নান লুসিল রান্ডন, সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালীন তাঁর বয়স কত ছিল?

(A) ১০৯
(B) ১১৫
(C) ১১৮
(D) ১১৯

উত্তর
(C) ১১৮

  • বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ফরাসি নান লুসিল রান্ডন সম্প্রতি প্রয়াত হয়েছেন।
  • তিনি ১১ই ফেব্রুয়ারি ১৯০৪ সালে দক্ষিণ ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন।
  • ২০২২ সালে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের কেন তানাকা মারা যাওয়ার পর তিনিই হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

৪. সম্প্রতি কে দুই বছরের জন্য উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (DNSA) হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) পঙ্কজ মোহন
(B) অমরদীপ সিং আউজলা
(C) অরবিন্দ ওয়ালিয়া
(D) পঙ্কজ কুমার সিং

উত্তর
(D) পঙ্কজ কুমার সিং

  • বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) অবসরপ্রাপ্ত মহাপরিচালক পঙ্কজ কুমার সিংকে ১৭ই জানুয়ারি উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দুই বছরের জন্য নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ৩১শে ডিসেম্বর, ২০২২-এ BSF প্রধান হিসাবে অবসর গ্রহণ করেছেন।

৫. ২০২৩ সালের জানুয়ারী মাসে ICC মেনস প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে?

(A) হ্যারি ব্রুক
(B) মঈন আলী
(C) উইল জ্যাকস
(D) ফিন অ্যালেন

উত্তর
(A) হ্যারি ব্রুক

  • ইংল্যান্ডের হ্যারি ব্রুক পাকিস্তানে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ICC মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন।
  • অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার মাসের সেরা ICC মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন।

৬. অজন্তা-ইলোরা ফিল্ম ফেস্টিভ্যালে নিচের কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন কৈলাশা’ পুরস্কার জিতেছে?

(A) Aata Sata
(B) Nani Bai Ro Mayro
(C) Naanera
(D) Bai Chali Sasariye

উত্তর
(C) Naanera

  • রাজস্থানী চলচ্চিত্র “নানেরা” ১৬ই জানুয়ারী ২০২৩-এ অজন্তা-ইলোরা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন কৈলাশা’ পুরস্কার জিতে নিয়েছে।
  • সিনেমাটি পরিচালনা করেছিলেন দীপঙ্কর প্রকাশ।
  • সিনেমাটি সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদকের জন্য পুরষ্কারও জিতেছে।
  • “নানেরা” মানে দাদুর বাড়ি।

৭. কে তার আত্মজীবনী ‘Oranweshananthinte Katha’-এর জন্য তার প্রথম ফেডারেল ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২২ জিতেছে?

(A) কিরণ দেশাই
(B) শেখর বন্দ্যোপাধ্যায়
(C) কে ভেনু
(D) নভোনীল চক্রবর্তী

উত্তর
(C) কে ভেনু

  • এটি ফেডারেল ব্যাংক কর্তৃক প্রদান করা প্রথম সাহিত্য পুরস্কার।
  • চলমান কেরালা সাহিত্য উৎসবের অংশ হিসাবে আয়োজিত একটি অনুষ্ঠানে ফেডারেল ব্যাঙ্কের চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক বালাগোপাল চন্দ্রশেখরের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন।

৮. কোন সংস্থা সম্প্রতি LHS 475b নামে একটি নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে?

(A) NASA
(B) Roscosmos
(C) JAXA
(D) ESA

উত্তর
(A) NASA

  • গ্রহটির আকার মোটামুটিভাবে পৃথিবীর সমান।
  • এর ব্যাস পৃথিবীর প্রায় ৯৯%।
  • এটি একটি পাথুরে গ্রহ যা পৃথিবী থেকে প্রায় ৪১ আলোকবর্ষ দূরে অক্টেন নক্ষত্রে অবস্থিত।
  • এটি পৃথিবীর থেকে দুটি দিক থেকে পৃথক, প্রথমত এটি মাত্র দুই দিনে একটি পরিক্রমণ সম্পূর্ণ করে এবং দ্বিতীয়ত এটি পৃথিবীর চেয়ে শত শত ডিগ্রি বেশি গরম।

৯. Nguyen Xuan Phuc সম্প্রতি তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) থাইল্যান্ড
(D) ভিয়েতনাম

উত্তর
(D) ভিয়েতনাম

  • ভিয়েতনামে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে পদত্যাগের ঘোষণা করলেন তিনি।
  • দুর্নীতিবিরোধী অভিযানের ফলে ভিয়েতনামে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
  • ফুক ২০২১ সাল থেকে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত রয়েছেন।
  • তিনি ২০১৬ থেকে এপ্রিল ২০২১ পর্যন্ত ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button