Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 17th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. অক্সফাম ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত Annual Inequality রিপোর্ট অনুযায়ী, ভারতের কত শতাংশ ধনীতম ব্যক্তিদের দেশের মোট সম্পদের ৪০% রয়েছে?

(A) ২%
(B) ৫%
(C) ১%
(D) ১০%

উত্তর
(C) ১%

  • ভারতের মোট জনসংখ্যার নীচের অর্ধেকের একসাথে সম্পদের মাত্র ৩% রয়েছে।
  • বিগত দুই বছরে বিশ্বের বাকি জনসংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ সম্পদ অর্জন করেছে ভারতের সবচেয়ে ধনী ১%।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস ২০২৩-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন?

(A) আর্নল্ড ভসলু
(B) পাওলি শোর
(C) জন হান্না
(D) ব্রেন্ডন ফ্রেজার

উত্তর
(D) ব্রেন্ডন ফ্রেজার

  • এখানে S.S. রাজামৌলি পরিচালিত RRR ২টি পুরস্কার জিতেছে, একটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য এবং আরেকটি সেরা গান ‘নাতু নাতু’র জন্য।
  • সেরা ছবি: Everything Everywhere All at one
  • সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার “দ্য হোয়েল” এর জন্য
  • সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট
  • সেরা পরিচালক: Daniel Kwan এবং Daniel Scheinert, “Everything Everywhere All at One” এর জন্য।

৩. কত সালের মধ্যে সারা ভারত ‘ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্কের’ আওতায় আসবে?

(A) ২০২৪
(B) ২০২৭
(C) ২০২৬
(D) ২০২৫

উত্তর
(D) ২০২৫

  • উদ্দেশ্য হল চরম আবহাওয়ার ঘটনাগুলির আরও সঠিকভাবে পূর্বাভাস করা।
  • দেশে ডপলার রাডারের সংখ্যা ২০১৩ সালে ১৫ থেকে বেড়ে ২০২৩ সালে ৩৭ হয়েছে।
  • ভারত আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আরও ২৫টি রাডার স্থাপন করে সংখ্যাটিকে ৬২-তে নিয়ে যাবে।

৪. ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট ২০২২ অনুসারে, কোন রাজ্য মোবাইল গেমারদের সংখ্যার হিসাবে শীর্ষ স্থানে রয়েছে?

(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) বিহার
(D) রাজস্থান

উত্তর
(A) উত্তর প্রদেশ

  • ২০২৩ সালের জানুয়ারিতে গেমিং প্ল্যাটফর্ম MPL দ্বারা পেশ করা করা ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট ২০২২ অনুযায়ী উত্তরপ্রদেশ মোবাইল গেমারদের সংখ্যার হিসাবে শীর্ষ রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে, তার পরেই রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, বিহার এবং পশ্চিমবঙ্গ।
  • ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি এবং হিমাচল প্রদেশে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোবাইল গেমিং সবচেয়ে বেশি বেড়েছে।

৫. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য হিসাবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা হলেন কে?

(A) অ্যাঞ্জেলা ডেভিস
(B) জননী রামচন্দ্রন
(C) ববি কিন্নর
(D) রিনা সাওয়ায়ামা

উত্তর
(B) জননী রামচন্দ্রন

  • ইন্দো-আমেরিকান অ্যাটর্নি, জননী রামচন্দ্রন ১৭ই জানুয়ারী ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য হিসাবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা হয়েছেন।
  • তিনি আগে ওকল্যান্ড পাবলিক এথিক্স কমিশন সিটিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৬. সম্প্রতি World of Statistics দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খানের স্থান কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(D)

  • সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত একটি তালিকা অনুসারে, শাহরুখ খান ৭৭০ মিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা।
  • তালিকার প্রথম স্থানে আছেন জেরি সিনফেল্ড এবং টাইলার পেরি ১ বিলিয়ন ডলারের সাথে।
  • তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ খান।

৭. মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন ২০২৩-এ পুরুষদের একক শিরোপা জিতলেন কে?

(A) কেন্টো মোমোটা
(B) লিন ড্যান
(C) লি চং ওয়েই
(D) ভিক্টর অ্যাক্সেলসেন

উত্তর
(D) ভিক্টর অ্যাক্সেলসেন

  • দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন ২০২৩ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন ২০২৩-এ পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন।
  • ভিক্টর জাপানের কোডাই নারাওকাকে হারিয়ে টানা ২য় বারের মতো টুর্নামেন্ট জিতেছেন।

৮. নিচের কোন ক্লাব তাদের ১৪তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতেছে?

(A) রিয়াল মাদ্রিদ
(B) চেলসি
(C) ম্যানচেস্টার ইউনাইটেড
(D) বার্সেলোনা

উত্তর
(D) বার্সেলোনা

  • বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৩-১ কে হারিয়ে তাদের ১৪তম স্প্যানিশ সুপার কাপ খেতাব জিতেছে।
  • কাপটি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে।
  • বার্সেলোনা ২০১৮ সালের পর ১৪তমবারের মতো সুপার কাপ জিতেছে।
  • রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১২টি বার সুপার কাপ জিতেছে।
  • এই টুর্নামেন্টটি ১৯৮২ সাল থেকে খেলা হচ্ছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button